ETV Bharat / briefs

ঝাড়খণ্ড থেকে মালদায় পাচারের চেষ্টা, 5 কেজি আফিম সহ গ্রেপ্তার 1 - Jharkhand

পাঁচ কিলোগ্রাম আফিম সহ কালিয়াচকে একজনকে গ্রেপ্তার করল পুলিশ । তাকে পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

ধৃত নাজিবুল হক
author img

By

Published : Jun 29, 2019, 11:17 PM IST

মালদা, 29 জুন : পাঁচ কিলোগ্রাম আফিম সহ কালিয়াচক থেকে একজনকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম নাজিবুল হক (47) । বাড়ি কালিয়াচকের পুরাতন 16 মাইলে । আজ তাকে মালদা জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

পাচার করা হচ্ছে আফিম । গোপন সূত্রে এই খবর পেয়ে গতরাতে রাজনগর ঘাটে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ । সেখানে এক সন্দেহভাজনকে আটক করে । তল্লাশিতে 4 কিলোগ্রাম 861 গ্রাম আফিম উদ্ধার হয় । পরে তাকে গ্রেপ্তার করা হয় । জেরায় সে জানিয়েছে, ঝাড়খণ্ড থেকে মালদায় আফিম নিয়ে আসছিল ।

ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হয় । তার সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন করে পুলিশ । বিচারক পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

মালদা, 29 জুন : পাঁচ কিলোগ্রাম আফিম সহ কালিয়াচক থেকে একজনকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম নাজিবুল হক (47) । বাড়ি কালিয়াচকের পুরাতন 16 মাইলে । আজ তাকে মালদা জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

পাচার করা হচ্ছে আফিম । গোপন সূত্রে এই খবর পেয়ে গতরাতে রাজনগর ঘাটে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ । সেখানে এক সন্দেহভাজনকে আটক করে । তল্লাশিতে 4 কিলোগ্রাম 861 গ্রাম আফিম উদ্ধার হয় । পরে তাকে গ্রেপ্তার করা হয় । জেরায় সে জানিয়েছে, ঝাড়খণ্ড থেকে মালদায় আফিম নিয়ে আসছিল ।

ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হয় । তার সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন করে পুলিশ । বিচারক পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

Intro:মালদা, ২৯ জুনঃ স্কুলের ভিতর গাঁজা টানছিল সহপাঠীরা৷ তার প্রতিবাদ করায় আজ স্কুল ছুটির পর তিন ছাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল সেই নেশাতুর ছাত্রদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা জিকে হাইস্কুলে৷ এই ঘটনায় দু'জনের নামে মালদা থানায় অভিযোগ দায়ের করেছে আক্তান্ত ছাত্ররা৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ আজ স্কুল ছুটি হয়ে যাওয়ায় স্কুল কর্তৃপক্ষকে পাওয়া না গেলেও স্কুলের সহকারী প্রধান শিক্ষক জানিয়েছেন, আগামী সোমবার এই ঘটনা নিয়ে স্কুলে বিশেষ বৈঠকে বসা হবে৷Body:         পুরাতন মালদার মঙ্গলবাড়িতে জিকে হাইস্কুলের অবস্থান৷ দ্বাদশ শ্রেণি পর্যন্ত সেখানে পড়াশোনা হয়৷ সেই স্কুলেই গতকাল ঘটে বিপত্তি৷ অভিযোগ, গতকাল স্কুলের বাথরুমে গাঁজা টানছিল দ্বাদশ শ্রেণির ছাত্র রোহিত ও একাদশ শ্রেণির রাহুল৷ সেই সময় নামে দ্বাদশ শ্রেণির ছাত্র বাপি ঘোষ ও একাদশ শ্রেণির ছাত্র শিবা বর্মণ বাথরুমে যায়৷ স্কুলের ভিতর নেশা করার প্রতিবাদ জানায় তারা৷ বাপির বক্তব্য, "গতকাল বাথরুমে গিয়ে দেখি ওই দুই ছাত্র সেখানে গাঁজা ও সিগারেট টানছে৷ আমরা তার প্রতিবাদ করি৷ তাতে তারা আমাকে ধাক্কাধাক্কি করে৷ তা দেখে শিবা তাদের বাধা দিতে যায়৷ তখন ওরা শিবাকে মারধর করে৷ আমি শিবাকে সেখান থেকে টেনে ক্লাসে নিয়ে যাই৷ ওরা ক্লাসে এসে আমাকে মারে৷ গাঁজা কাটার কাটনি দিয়ে আমার গলায় আঘাত করে৷ গতকাল সেই ঝামেলা মিটে যায়৷ আজ সেকেন্ড পিরিওডের পর তারা আমাকে টেনে স্কুল থেকে বের করার চেষ্টা করে৷ বলতে থাকে, আমাকে কালিয়াচক নিয়ে গিয়ে খুন করবে৷ সেই সময় তাদের বাধা দেয় দশম শ্রেণির ছাত্র পবন চৌধুরি৷ তার জন্যই তারা আমাকে স্কুল থেকে কোথাও নিয়ে যেতে পারেনি৷ আজ শনিবার৷ চতুর্থ পিরিওডের পর স্কুল ছুটি হয়ে যায়৷ স্কুল থেকে বাড়ির দিকে বেরোতেই দেখি, বাইরে ৬০-৭০ জন ছেলে আমার জন্য অপেক্ষা করছে৷ প্রাণ বাঁচাতে আমি ফের স্কুলে ঢোকার চেষ্টা করি৷ কিন্তু স্কুলের দারোয়ান আমাকে স্কুলের ভিতরে ঢুকতে দেয়নি৷ বাইরে বেরোতেই অপেক্ষমান ছেলেরা আমার উপর ঝাঁপিয়ে পড়ে৷ মারধর করে শিবা আর পবনকেও৷ এরপর এলাকার মানুষ আমাদের প্রাণে বাঁচায়৷ আমাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ সেখানে চিকিৎসার পর আমরা মালদা থানায় রোহিত, রাহুল ও তাদের দলবলের বিরুদ্ধে লিখিত অভিয়োগ দায়ের করেছি৷" বাপির বক্তব্য, গতকালের ঘটনার কথা তারা কেউ শিক্ষকদের জানায়নি৷ আর তা জানালেও কোনও কাজ হত না৷ স্কুলের শিক্ষকরা কোনও কিছুতেই ব্যবস্থা নেন না৷ Conclusion:         মালদা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে৷ স্কুল ছুটি হয়ে যাওয়ায় আজ স্কুলে কাউকে পাওয়া যায়নি৷ তবে ফোন মারফৎ স্কুলের সহকারী প্রধান শিক্ষক অমৃত ঘোষ জানিয়েছেন, এইমাত্র মালদা থানার পুলিশ তাঁকে বিষয়টি জানিয়েছে৷ আগামী সোমবার এনিয়ে স্কুলে বিশেষ বৈঠকে বসছেন তাঁরা৷ স্কুলের ভিতর নেশার বিষয়টি তাঁরা মানতে পারছেন না৷ এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তাঁরা কঠোর অবস্থান গ্রহণ করবেন৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.