ETV Bharat / briefs

পার্ক সার্কাসে ডন বসকো কলেজ প্রতিষ্ঠার অনুমতি - শিক্ষা সংক্রান্ত খবর

প্রাইভেট সেল্ফ ফাইন্যান্সিং কলেজ হিসেবে পার্ক সার্কাসে ডন বসকো কলেজ প্রতিষ্ঠার জন্য ডন বসকো এডুকেশন সোসাইটিকে ছাড়পত্র দিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর ।

WB Higher Education Department given permission, Don Bosco college
WB Higher Education Department given permission, Don Bosco college
author img

By

Published : Oct 11, 2020, 5:17 PM IST

কলকাতা, 11 অক্টোবর : ডন বসকো এডুকেশন সোসাইটিকে (DBES) পার্ক সার্কাসে ডন বসকো কলেজ প্রতিষ্ঠার ছাড়পত্র (NOC) দিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর । 2020-2021 শিক্ষাবর্ষ থেকেই কলেজ প্রতিষ্ঠা করার অনুমতি দেওয়া হয়েছে । কলেজটি প্রাইভেট সেল্ফ ফাইন্যান্সিং কলেজ হিসেবে ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইনান্স, BBA অনার্স এবং কম্পিউটার সায়েন্সে জেনেরাল ডিগ্রি ও অনার্স কোর্স অফার করবে ।

তবে, এক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তরের তরফে দেওয়া হয়েছে বেশ কিছু শর্তাবলী । সেগুলি পূরণ করলেই ডন বসকো কলেজ চালু করতে পারবে ডন বসকো এডুকেশন সোসাইটি । সেই শর্তাবলীগুলির মধ্যে রয়েছে, প্রস্তাবিত কোর্সগুলির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাফিলিয়েশন নিতে হবে । অ্যাফিলিয়েটিং কলেজের চাহিদা অনুযায়ী ক্যাপিটাল ফান্ড থাকতে হবে । কলেজে পড়ুয়াদের জন্য অ্যাকাডেমিক বিল্ডিং, লাইব্রেরি, ইনডোর ও আউটডোর স্পোর্টস ফেসিলিটি থাকতে হবে । রাজ্যের অন্য সেল্ফ ফাইন্যান্সিং কলেজের ফি অনুসারেই পড়ুয়াদের থেকে ফি নিতে হবে । রাজ্য সরকার ও অ্যাফিলিয়েটিং বিশ্ববিদ্যালয়ের নির্দেশ, গাইডলাইন ও বিধি অনুযায়ীই কলেজের শিক্ষা এবং আর্থিক বিষয় পরিচালনা করতে হবে । অ্যাফিলিয়েটিং বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকারের নিয়ম অনুযায়ীই কলেজে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগ করতে হবে ।

DBES-র এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "আমরা ইতিমধ্যেই উচ্চশিক্ষা দপ্তরের কাছে থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গেছি । আমরা এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অ্যাফিলিয়েশনের অনুমোদনের জন্য অপেক্ষা করছি । সেটা পেলেই আমরা আমাদের পরিকল্পনা নিয়ে এগোতে পারব ।"

কয়েক মাস আগেই ডন বসকো কলেজ প্রতিষ্ঠা করার ছাড়পত্র চেয়ে উচ্চশিক্ষা দপ্তরের কাছে প্রস্তাব পাঠিয়েছিল ডন বসকো এডুকেশন সোসাইটি । সেই প্রস্তাব পাওয়ার পর সেই প্রস্তাবের গ্রহণযোগ্যতা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে উচ্চশিক্ষা দপ্তর । সেই অনুযায়ী, কমিটি পার্ক সার্কাসে কলেজ প্রতিষ্ঠা করার প্রস্তাবিত জায়গাটি পরিদর্শনে যায় এবং যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখে রিপোর্ট দেয় । কমিটির তরফে প্রস্তাবিত সেল্ফ ফাইন্যান্সিং কলেজে জেনেরাল ডিগ্রি ও অনার্স কোর্সগুলি 2020-21 শিক্ষাবর্ষ থেকেই চালু করার জন্য ডন বসকো এডুকেশন সোসাইটির কাছে যথোপযুক্ত জায়গা ও ভালো পরিকাঠামো রয়েছে বলে জানানো হয় রিপোর্টে । তার ভিত্তিতেই নো অবজেকশন সার্টিফিকেট দেয় দপ্তর ।

1958 সালে ডন বসকো স্কুল প্রতিষ্ঠিত হয় । মূলত ক্যাথলিক ছেলেদের জন্য অ্যাঙলো ইন্ডিয়ান স্কুল হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছিল এই স্কুলটি । উত্তর ভারতের সেলসিয়ান অফ ডন বসকো দ্বারা পরিচালিত এই স্কুল ক্যাথলিক চার্চের অধীনস্থ একটি মাইনরিটি প্রতিষ্ঠান হলেও ক্যাথলিক নয় এমন ছেলেদেরও ভরতি নেওয়ার নিয়ম রয়েছে এখানে ।

কলকাতা, 11 অক্টোবর : ডন বসকো এডুকেশন সোসাইটিকে (DBES) পার্ক সার্কাসে ডন বসকো কলেজ প্রতিষ্ঠার ছাড়পত্র (NOC) দিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর । 2020-2021 শিক্ষাবর্ষ থেকেই কলেজ প্রতিষ্ঠা করার অনুমতি দেওয়া হয়েছে । কলেজটি প্রাইভেট সেল্ফ ফাইন্যান্সিং কলেজ হিসেবে ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইনান্স, BBA অনার্স এবং কম্পিউটার সায়েন্সে জেনেরাল ডিগ্রি ও অনার্স কোর্স অফার করবে ।

তবে, এক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তরের তরফে দেওয়া হয়েছে বেশ কিছু শর্তাবলী । সেগুলি পূরণ করলেই ডন বসকো কলেজ চালু করতে পারবে ডন বসকো এডুকেশন সোসাইটি । সেই শর্তাবলীগুলির মধ্যে রয়েছে, প্রস্তাবিত কোর্সগুলির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাফিলিয়েশন নিতে হবে । অ্যাফিলিয়েটিং কলেজের চাহিদা অনুযায়ী ক্যাপিটাল ফান্ড থাকতে হবে । কলেজে পড়ুয়াদের জন্য অ্যাকাডেমিক বিল্ডিং, লাইব্রেরি, ইনডোর ও আউটডোর স্পোর্টস ফেসিলিটি থাকতে হবে । রাজ্যের অন্য সেল্ফ ফাইন্যান্সিং কলেজের ফি অনুসারেই পড়ুয়াদের থেকে ফি নিতে হবে । রাজ্য সরকার ও অ্যাফিলিয়েটিং বিশ্ববিদ্যালয়ের নির্দেশ, গাইডলাইন ও বিধি অনুযায়ীই কলেজের শিক্ষা এবং আর্থিক বিষয় পরিচালনা করতে হবে । অ্যাফিলিয়েটিং বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকারের নিয়ম অনুযায়ীই কলেজে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগ করতে হবে ।

DBES-র এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "আমরা ইতিমধ্যেই উচ্চশিক্ষা দপ্তরের কাছে থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গেছি । আমরা এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অ্যাফিলিয়েশনের অনুমোদনের জন্য অপেক্ষা করছি । সেটা পেলেই আমরা আমাদের পরিকল্পনা নিয়ে এগোতে পারব ।"

কয়েক মাস আগেই ডন বসকো কলেজ প্রতিষ্ঠা করার ছাড়পত্র চেয়ে উচ্চশিক্ষা দপ্তরের কাছে প্রস্তাব পাঠিয়েছিল ডন বসকো এডুকেশন সোসাইটি । সেই প্রস্তাব পাওয়ার পর সেই প্রস্তাবের গ্রহণযোগ্যতা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে উচ্চশিক্ষা দপ্তর । সেই অনুযায়ী, কমিটি পার্ক সার্কাসে কলেজ প্রতিষ্ঠা করার প্রস্তাবিত জায়গাটি পরিদর্শনে যায় এবং যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখে রিপোর্ট দেয় । কমিটির তরফে প্রস্তাবিত সেল্ফ ফাইন্যান্সিং কলেজে জেনেরাল ডিগ্রি ও অনার্স কোর্সগুলি 2020-21 শিক্ষাবর্ষ থেকেই চালু করার জন্য ডন বসকো এডুকেশন সোসাইটির কাছে যথোপযুক্ত জায়গা ও ভালো পরিকাঠামো রয়েছে বলে জানানো হয় রিপোর্টে । তার ভিত্তিতেই নো অবজেকশন সার্টিফিকেট দেয় দপ্তর ।

1958 সালে ডন বসকো স্কুল প্রতিষ্ঠিত হয় । মূলত ক্যাথলিক ছেলেদের জন্য অ্যাঙলো ইন্ডিয়ান স্কুল হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছিল এই স্কুলটি । উত্তর ভারতের সেলসিয়ান অফ ডন বসকো দ্বারা পরিচালিত এই স্কুল ক্যাথলিক চার্চের অধীনস্থ একটি মাইনরিটি প্রতিষ্ঠান হলেও ক্যাথলিক নয় এমন ছেলেদেরও ভরতি নেওয়ার নিয়ম রয়েছে এখানে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.