ETV Bharat / briefs

67 বছর পর গ্রিনল্যান্ডে চালু অ্যামেরিকার দূতাবাস - গ্রিনল‍্যান্ড

গ্রিনল্যান্ডে 67 বছর পর দূতাবাস চালু করল অ্যামেরিকা । এর আগে 1940 থেকে 1953 সাল পর্যন্ত গ্রিনল্যান্ডের রাজধানী নুকে দূতাবাস ছিল অ্যামেরিকার ।

US consulate in greenland
গ্রিনল্যান্ডে অ্যামেরিকার দূতাবাস
author img

By

Published : Jun 11, 2020, 3:40 PM IST

Updated : Jun 11, 2020, 3:47 PM IST

কোপেনহেগেন, 11 জুন : গ্রিনল্যান্ডে পুনরায় দূতাবাস খুলল অ্যামেরিকা । 67 বছর পর দূতাবাস চালু হল বলে জানান ডেনমার্কে অ্যামেরিকার প্রতিনিধি কারলা স‍্যান্ডস ।

কারলা বলেন, “অ্যামেরিকান সরকারের প্রতিনিধি রূপে গ্রিনল্যান্ডের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে পেরে আমি অত্যন্ত খুশি । নুকে আমাদের দূতাবাস তৈরিতে সমগ্র ডেনমার্ককে পাশে পেয়েছি ।” অ্যামেরিকার স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেও গ্রিনল্যান্ডে তাঁঁদের নতুন দূতাবাস চালু সম্পর্কে নিশ্চিত করেন । পম্পেও বলেন, “নুকে নতুন দূতাবাস চালু হওয়ায় গ্রিনল্যান্ড এবং সমগ্র ডেনমার্কের সঙ্গে অ্যামেরিকার গভীর সম্পর্ক তৈরি হবে । আমরা একসঙ্গে কাজ করব । পাশাপাশি ওই অঞ্চলের সঙ্গে অ্যামেরিকার সম্পর্ক সমৃদ্ধ হবে ।”

ডেনমার্কের একটি স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড । কিন্তু গ্রিনল্যান্ডের বৈদেশিক ও প্রতিরক্ষা বিষয় ড্যানিশ সরকারের হাতে রয়েছে । প্রায় 56 হাজার মানুষ গ্রিনল্যান্ডে বসবাস করেন । ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রাইন ব্র‍্যামসেন বলেন, “গ্রিনল্যান্ডে অ্যামেরিকার দূতাবাস তৈরিতে সম্মতি দেওয়া হয়েছে ।”

গতবছর অগাস্টে অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার প্রস্তাব রাখেন ডেনমার্ক সরকারের কাছে । কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেয় ডেনমার্ক সরকার । এরপরে নরডিক জেলা পরিদর্শন পিছিয়ে দেন অ্যামেরিকান প্রেসিডেন্ট । এর আগে 1940 থেকে 1953 সাল পর্যন্ত নুকে দূতাবাস ছিল অ্যামেরিকার ।

কোপেনহেগেন, 11 জুন : গ্রিনল্যান্ডে পুনরায় দূতাবাস খুলল অ্যামেরিকা । 67 বছর পর দূতাবাস চালু হল বলে জানান ডেনমার্কে অ্যামেরিকার প্রতিনিধি কারলা স‍্যান্ডস ।

কারলা বলেন, “অ্যামেরিকান সরকারের প্রতিনিধি রূপে গ্রিনল্যান্ডের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে পেরে আমি অত্যন্ত খুশি । নুকে আমাদের দূতাবাস তৈরিতে সমগ্র ডেনমার্ককে পাশে পেয়েছি ।” অ্যামেরিকার স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেও গ্রিনল্যান্ডে তাঁঁদের নতুন দূতাবাস চালু সম্পর্কে নিশ্চিত করেন । পম্পেও বলেন, “নুকে নতুন দূতাবাস চালু হওয়ায় গ্রিনল্যান্ড এবং সমগ্র ডেনমার্কের সঙ্গে অ্যামেরিকার গভীর সম্পর্ক তৈরি হবে । আমরা একসঙ্গে কাজ করব । পাশাপাশি ওই অঞ্চলের সঙ্গে অ্যামেরিকার সম্পর্ক সমৃদ্ধ হবে ।”

ডেনমার্কের একটি স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড । কিন্তু গ্রিনল্যান্ডের বৈদেশিক ও প্রতিরক্ষা বিষয় ড্যানিশ সরকারের হাতে রয়েছে । প্রায় 56 হাজার মানুষ গ্রিনল্যান্ডে বসবাস করেন । ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রাইন ব্র‍্যামসেন বলেন, “গ্রিনল্যান্ডে অ্যামেরিকার দূতাবাস তৈরিতে সম্মতি দেওয়া হয়েছে ।”

গতবছর অগাস্টে অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার প্রস্তাব রাখেন ডেনমার্ক সরকারের কাছে । কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেয় ডেনমার্ক সরকার । এরপরে নরডিক জেলা পরিদর্শন পিছিয়ে দেন অ্যামেরিকান প্রেসিডেন্ট । এর আগে 1940 থেকে 1953 সাল পর্যন্ত নুকে দূতাবাস ছিল অ্যামেরিকার ।

Last Updated : Jun 11, 2020, 3:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.