ETV Bharat / briefs

বাণিজ্যে ভারতকে দেওয়া বিশেষ সুবিধা কেড়ে নিল অ্যামেরিকা - donald trump

চলতি বছরের ৪ মার্চ ট্রাম্প ভারতের উপর থেকে এই তকমা তুলে নেওয়া হবে বলে ঘোষণা করেন । এই সিদ্ধান্তের পর অ্যামেরিকা ৬০ দিনের নোটিশ দেয় ভারতকে । তারপর আজ ভারতের উপর থেকে এই সুবিধা তুলে নেওয়া হয় ।

ডোনাল্ট ট্রাম্প
author img

By

Published : Jun 1, 2019, 3:04 PM IST

ওয়াশিংটন, 1 জুন : ভারতকে দেওয়া "উপকৃত উন্নয়নশীল দেশ"- এর তকমা কেড়ে নিল অ্যামেরিকা । এর ফলে আগামী দিনে অ্যামেরিকার সঙ্গে বাণিজ্যে ভারত বিশেষ কিছু সুবিধা পাবে না। হোয়াইট হাউজ়ের দাবি, তাদের কম্পানিগুলিকে ভারতের বাজারের সবক্ষেত্রে ঠিকমতো ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। একাধিক বিধিনিষেধ তোলেনি দিল্লি । তাই এই সিদ্ধান্ত ।

"উপকৃত উন্নয়নশীল দেশ" তকমার পোশাকি নাম জেনেরালাইজ়ড সিস্টেম অফ প্রেফারেন্স (GSP) । এই সুবিধায় উপকৃত দেশকে বিভিন্ন পণ্য অ্যামেরিকায় রপ্তানি করার ক্ষেত্রে কোনও শুল্ক দিতে হয় না । কিন্তু তার পরিবর্তে অ্যামেরিকার কম্পানিগুলিকে ভারতে ব্যবসা করার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছিল না বলে ট্রাম্প সরকারের অভিযোগ ।

চলতি বছরের ৪ মার্চ ট্রাম্প ভারতের উপর থেকে এই তকমা তুলে নেওয়া হবে বলে ঘোষণা করেন । এই সিদ্ধান্তের পর অ্যামেরিকা ৬০ দিনের নোটিশ দেয় ভারতকে । তারপর আজ ভারতের উপর থেকে এই সুবিধা তুলে নেওয়া হয় ।

ওয়াশিংটন, 1 জুন : ভারতকে দেওয়া "উপকৃত উন্নয়নশীল দেশ"- এর তকমা কেড়ে নিল অ্যামেরিকা । এর ফলে আগামী দিনে অ্যামেরিকার সঙ্গে বাণিজ্যে ভারত বিশেষ কিছু সুবিধা পাবে না। হোয়াইট হাউজ়ের দাবি, তাদের কম্পানিগুলিকে ভারতের বাজারের সবক্ষেত্রে ঠিকমতো ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। একাধিক বিধিনিষেধ তোলেনি দিল্লি । তাই এই সিদ্ধান্ত ।

"উপকৃত উন্নয়নশীল দেশ" তকমার পোশাকি নাম জেনেরালাইজ়ড সিস্টেম অফ প্রেফারেন্স (GSP) । এই সুবিধায় উপকৃত দেশকে বিভিন্ন পণ্য অ্যামেরিকায় রপ্তানি করার ক্ষেত্রে কোনও শুল্ক দিতে হয় না । কিন্তু তার পরিবর্তে অ্যামেরিকার কম্পানিগুলিকে ভারতে ব্যবসা করার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছিল না বলে ট্রাম্প সরকারের অভিযোগ ।

চলতি বছরের ৪ মার্চ ট্রাম্প ভারতের উপর থেকে এই তকমা তুলে নেওয়া হবে বলে ঘোষণা করেন । এই সিদ্ধান্তের পর অ্যামেরিকা ৬০ দিনের নোটিশ দেয় ভারতকে । তারপর আজ ভারতের উপর থেকে এই সুবিধা তুলে নেওয়া হয় ।

New Delhi, Jun 01 (ANI): Ellen DeGeneres' mother, Betty, has opened up about her daughter's claims that she was sexually abused by her stepfather. The American comedian and talk show host spoke about being sexually assaulted by her mother's then-husband when she was a teen on David Letterman's Netflix talk show. It is being reported that the 89-year-old said she loves her daughter. Betty in an interview said that she very well knows how hard it is to speak up after being sexually abused. The mother expressed regret over what happened with her daughter. She added that one should believe a person who has the courage to speak out. During her interview with Letterman, Ellen admitted the man reportedly touched her breasts. Ellen expressed her anger as she was too weak to take a stand for herself. 'It is just time for us to have a voice. It's time for us to have power,' the Emmy-winner added.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.