ওয়াশিংটন, 1 জুন : ভারতকে দেওয়া "উপকৃত উন্নয়নশীল দেশ"- এর তকমা কেড়ে নিল অ্যামেরিকা । এর ফলে আগামী দিনে অ্যামেরিকার সঙ্গে বাণিজ্যে ভারত বিশেষ কিছু সুবিধা পাবে না। হোয়াইট হাউজ়ের দাবি, তাদের কম্পানিগুলিকে ভারতের বাজারের সবক্ষেত্রে ঠিকমতো ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। একাধিক বিধিনিষেধ তোলেনি দিল্লি । তাই এই সিদ্ধান্ত ।
"উপকৃত উন্নয়নশীল দেশ" তকমার পোশাকি নাম জেনেরালাইজ়ড সিস্টেম অফ প্রেফারেন্স (GSP) । এই সুবিধায় উপকৃত দেশকে বিভিন্ন পণ্য অ্যামেরিকায় রপ্তানি করার ক্ষেত্রে কোনও শুল্ক দিতে হয় না । কিন্তু তার পরিবর্তে অ্যামেরিকার কম্পানিগুলিকে ভারতে ব্যবসা করার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছিল না বলে ট্রাম্প সরকারের অভিযোগ ।
চলতি বছরের ৪ মার্চ ট্রাম্প ভারতের উপর থেকে এই তকমা তুলে নেওয়া হবে বলে ঘোষণা করেন । এই সিদ্ধান্তের পর অ্যামেরিকা ৬০ দিনের নোটিশ দেয় ভারতকে । তারপর আজ ভারতের উপর থেকে এই সুবিধা তুলে নেওয়া হয় ।