ETV Bharat / briefs

আলাস্কা উপকূলে রাশিয়ার বোমারু বিমান, প্রবেশ রুখল অ্যামেরিকার যুদ্ধবিমান - NORAD

পরপর দুইবার আলাস্কা উপকূল দিয়ে অ্যামেরিকায় প্রবেশের চেষ্টা রাশিয়ার বোমারু বিমানের। তবে NORAD-র সতর্কবার্তায় বোমারু বিমানের প্রবেশ রুখে দিল অ্যামেরিকার যুদ্ধবিমান।

Fighter jet
Fighter jet
author img

By

Published : Jun 11, 2020, 10:47 PM IST

ওয়াশিংটন, 11 জুন : আলাস্কার উপকূলে রাশিয়ার বোমারু বিমান প্রবেশে বাধা দিল অ্যামেরিকার যুদ্ধবিমান। উত্তর অ্যামেরিকা এরোস্পেস ডিফেন্স কমান্ডের তরফ থেকে বিষয়টি জানানো হয়।

NORAD টুইট করে জানায়, US এফ-22 যুদ্ধবিমানগুলি প্রাথমিক সর্তক বার্তা পেয়ে বুধবার আলাস্কান বিমান প্রতিরক্ষা চিহ্নিতকরণ জ়োনে প্রবেশকারী রাশিয়ান বোমারু বিমানের প্রবেশ প্রতিহত করে।

টুইটে NORAD লেখে, "রাশিয়ান মিলিটারি বিমানগুলিকে আন্তর্জাতিক আকাশপথে আটকে দেওয়া হয়। তারা অ্যামেরিকার আকাশপথে প্রবেশ করতে পারেনি। "

NORAD-র তথ্য অনুযায়ী, প্রথম যুদ্ধবিমানগুলির মধ্যে ছিল দুটি Tu-95 বোমারু বিমান, দুটি Su-35 যুদ্ধবিমান এবং একটি A-50 বিমান। এই বিমানগুলি আলাস্কা উপকূলের 20 নটিকাল মাইলের মধ্যে প্রবেশ করেছিল। কিন্তু প্রাথমিক সতর্কবার্তায় তা রোখা সম্ভব হয়েছে।

দ্বিতীয় গঠনে ছিল দুটি Tu-95 বোমারু বিমান এবং একটি A-50 বিমান। এটি আলাস্কা উপকূলের 32 নটিকাল মাইলের মধ্যে ঢুকে পড়েছিল।

NORAD হল অ্যামেরিকা এবং কানাডার যুগ্ম জাতীয় সংস্থা, যা উত্তর অ্যামেরিকার মহাকাশ নিয়ন্ত্রণ, সতর্কতা এবং সামুদ্রিক সতর্কবার্তা দেওয়ার কাজের সঙ্গে যুক্ত।

ওয়াশিংটন, 11 জুন : আলাস্কার উপকূলে রাশিয়ার বোমারু বিমান প্রবেশে বাধা দিল অ্যামেরিকার যুদ্ধবিমান। উত্তর অ্যামেরিকা এরোস্পেস ডিফেন্স কমান্ডের তরফ থেকে বিষয়টি জানানো হয়।

NORAD টুইট করে জানায়, US এফ-22 যুদ্ধবিমানগুলি প্রাথমিক সর্তক বার্তা পেয়ে বুধবার আলাস্কান বিমান প্রতিরক্ষা চিহ্নিতকরণ জ়োনে প্রবেশকারী রাশিয়ান বোমারু বিমানের প্রবেশ প্রতিহত করে।

টুইটে NORAD লেখে, "রাশিয়ান মিলিটারি বিমানগুলিকে আন্তর্জাতিক আকাশপথে আটকে দেওয়া হয়। তারা অ্যামেরিকার আকাশপথে প্রবেশ করতে পারেনি। "

NORAD-র তথ্য অনুযায়ী, প্রথম যুদ্ধবিমানগুলির মধ্যে ছিল দুটি Tu-95 বোমারু বিমান, দুটি Su-35 যুদ্ধবিমান এবং একটি A-50 বিমান। এই বিমানগুলি আলাস্কা উপকূলের 20 নটিকাল মাইলের মধ্যে প্রবেশ করেছিল। কিন্তু প্রাথমিক সতর্কবার্তায় তা রোখা সম্ভব হয়েছে।

দ্বিতীয় গঠনে ছিল দুটি Tu-95 বোমারু বিমান এবং একটি A-50 বিমান। এটি আলাস্কা উপকূলের 32 নটিকাল মাইলের মধ্যে ঢুকে পড়েছিল।

NORAD হল অ্যামেরিকা এবং কানাডার যুগ্ম জাতীয় সংস্থা, যা উত্তর অ্যামেরিকার মহাকাশ নিয়ন্ত্রণ, সতর্কতা এবং সামুদ্রিক সতর্কবার্তা দেওয়ার কাজের সঙ্গে যুক্ত।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.