ETV Bharat / briefs

মানস ভুঁইঞার মিছিলে যোগ দিতে এসে দুর্ঘটনায় মৃত ২ - manas bhuiya

মানস ভুঁইঞার মিছিলে যোগ দিতে আসার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই তৃণমূল কর্মীর । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দুই তৃণমূল কর্মী লালন প্রসাদ ও ডি মুরলি মোটরবাইকে করে রাস্তা পারাপার করছিলেন । সেইসময় একটি লরি তাঁদের ধাক্কা মারে । দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের ।

author img

By

Published : Apr 22, 2019, 10:06 PM IST

মেদিনীপুর, 22 এপ্রিল : মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞার মিছিলে যোগ দিতে আসার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই তৃণমূল কর্মীর । দুর্ঘটনাটি ৬০ নম্বর জাতীয় সড়কের হোসনাবাদ এলাকায় ঘটেছে ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই তৃণমূল কর্মী লালন প্রসাদ ও ডি মুরলি মোটরবাইকে করে রাস্তা পারাপার করছিলেন । সেইসময় একটি লরি তাঁদের ধাক্কা মারে । দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের । মৃত দু'জনের বাড়ি খড়গপুরের আইমা এলাকায় । দুর্ঘটনার খবর জানতে পেরে হাসপাতালে আসেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, খড়গপুর পৌরসভার পৌরপ্রধান প্রদীপ সরকার । তৃণমূলের জেলা নেতৃত্ব মৃতের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে ।

আজ মানস ভুঁইঞার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল । মিছিলে প্রচুর লোকের সমাগম হবে বলে তৃণমূল ঘোষণা করে । সেইমতো মেদিনীপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভায় দলীয় স্তরে ঘোষণা করা হয় । মানুষ মিছিলে যোগ দেওয়ার জন্য আজ সকাল থেকেই আসতে থাকে । তৃণমূল প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার পর এই দুর্ঘটনার খবর পান ।

মেদিনীপুর, 22 এপ্রিল : মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞার মিছিলে যোগ দিতে আসার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই তৃণমূল কর্মীর । দুর্ঘটনাটি ৬০ নম্বর জাতীয় সড়কের হোসনাবাদ এলাকায় ঘটেছে ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই তৃণমূল কর্মী লালন প্রসাদ ও ডি মুরলি মোটরবাইকে করে রাস্তা পারাপার করছিলেন । সেইসময় একটি লরি তাঁদের ধাক্কা মারে । দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের । মৃত দু'জনের বাড়ি খড়গপুরের আইমা এলাকায় । দুর্ঘটনার খবর জানতে পেরে হাসপাতালে আসেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, খড়গপুর পৌরসভার পৌরপ্রধান প্রদীপ সরকার । তৃণমূলের জেলা নেতৃত্ব মৃতের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে ।

আজ মানস ভুঁইঞার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল । মিছিলে প্রচুর লোকের সমাগম হবে বলে তৃণমূল ঘোষণা করে । সেইমতো মেদিনীপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভায় দলীয় স্তরে ঘোষণা করা হয় । মানুষ মিছিলে যোগ দেওয়ার জন্য আজ সকাল থেকেই আসতে থাকে । তৃণমূল প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার পর এই দুর্ঘটনার খবর পান ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.