ETV Bharat / briefs

জগৎবল্লভপুরের পথ দুর্ঘটনায় মৃত 2 - Two died in road accident in jagatballabhpur

জগৎবল্লভপুরে পথ দুর্ঘটনায় মৃত 2 । ঘটনাস্থানে পুলিশ আসে । পুলিশ মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

জগৎবল্লভপুরের পথ দুর্ঘটনায় মৃত 2
author img

By

Published : Jun 21, 2019, 11:53 PM IST

জগৎবল্লভপুর, 21 জুন : জগৎবল্লভপুরে পথ দুর্ঘটনায় মৃত 2 । আহত হয়েছেন আরও 8 । সন্ধ্যায় আমতা মুন্সিরহাট রাস্তার জগৎবল্লভপুরের তালতলা বাজারের কাছে ট্রেকার ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনায় মৃত্য হয় দুই ট্রেকার যাত্রীর । মৃতদের নাম অমরনাথ মাইতি (50) ও সায়রা বেগম (40) । ঘটনাস্থানে পুলিশ আসে । ট্রেকার ও পিক আপ ভ্যানটিকে আটক করা হয়েছে । দুটি গাড়ির চালকই পলাতক । পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

জানা গেছে, মৃত অমরনাথ মাইতি জগৎবল্লভপুরের মাঝঘুড়ালি গ্রামের বাসিন্দা এবং সায়রা বেগম আমতা থানার খড়দার ব্রাহ্মণ পাড়ার বাসিন্দা । আজ সন্ধ্যায় 6 টা নাগাদ 30 জন যাত্রী নিয়ে ওই ট্রেকারটি আমতা থেকে মুন্সিরহাটের দিকে যাওয়ার সময়ে তালপুকুর বাজারের কাছে উলটো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । ট্রেকারের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায় । দুর্ঘটনায় ট্রেকারের 3 মহিলা যাত্রী সহ 10 জন গুরুতর আহত হয় । পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা অমরনাথ মাইতি ও সায়রা বেগমকে মৃত বলে ঘোষণা করে ।

অন্যদিকে, আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমতা মুন্সিরহাট রুটে যাতায়াতকারী ট্রেকারগুলি অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুত গতিতে যাতায়াত করে । সেকারণেই এই রকম দুর্ঘটনা হয়েছে ।

জগৎবল্লভপুর, 21 জুন : জগৎবল্লভপুরে পথ দুর্ঘটনায় মৃত 2 । আহত হয়েছেন আরও 8 । সন্ধ্যায় আমতা মুন্সিরহাট রাস্তার জগৎবল্লভপুরের তালতলা বাজারের কাছে ট্রেকার ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনায় মৃত্য হয় দুই ট্রেকার যাত্রীর । মৃতদের নাম অমরনাথ মাইতি (50) ও সায়রা বেগম (40) । ঘটনাস্থানে পুলিশ আসে । ট্রেকার ও পিক আপ ভ্যানটিকে আটক করা হয়েছে । দুটি গাড়ির চালকই পলাতক । পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

জানা গেছে, মৃত অমরনাথ মাইতি জগৎবল্লভপুরের মাঝঘুড়ালি গ্রামের বাসিন্দা এবং সায়রা বেগম আমতা থানার খড়দার ব্রাহ্মণ পাড়ার বাসিন্দা । আজ সন্ধ্যায় 6 টা নাগাদ 30 জন যাত্রী নিয়ে ওই ট্রেকারটি আমতা থেকে মুন্সিরহাটের দিকে যাওয়ার সময়ে তালপুকুর বাজারের কাছে উলটো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । ট্রেকারের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায় । দুর্ঘটনায় ট্রেকারের 3 মহিলা যাত্রী সহ 10 জন গুরুতর আহত হয় । পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা অমরনাথ মাইতি ও সায়রা বেগমকে মৃত বলে ঘোষণা করে ।

অন্যদিকে, আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমতা মুন্সিরহাট রুটে যাতায়াতকারী ট্রেকারগুলি অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুত গতিতে যাতায়াত করে । সেকারণেই এই রকম দুর্ঘটনা হয়েছে ।

Intro:জগতভল্লভপুরে পথ দূর্ঘটনায় মৃত ২ আহত ৮
ট্রেকার ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই ট্রেকার যাত্রীর। মৃত অমরনাথ মাইতি (৫০) বাড়ি জগতবল্লভপুরের মাঝঘুড়ালি গ্রামের বাসিন্দা এবং আর এক মৃতা সায়রা বেগম (৪০) বাড়ির আমতা থানার খড়দা ব্রাম্ভণ পাড়ার বাসিন্দা। দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় আমতা মুন্সিরহাট রাস্তার জগতবল্লভপুরের তালতলা বাজারের কাছে।
Body:জানা গেছে শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ ৩০ জন যাত্রী নিয়ে ট্রেকারটি আমতা থেকে মুন্সিরহাটের দিকে যাওয়ার সময়ে তালপুকুর বাজারের কাছে উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রেকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায। দূর্ঘটনায় ট্রেকারের ৩ মহিলা যাত্রী সহ ১০ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধারে করে আমতা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা অমরনাথ মাইতি ও সায়রা বেগমকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ট্রেকার ও পিক আপ ভ্যানটিকে আটক করলেও দুটি গাড়ির চালক পলাতক।
স্থানীয় বাসিন্দাদের আভিযোগ আমতা মুন্সিরহাট রুটে যাতায়াতকারী ট্রেকারগুলি অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুত গতিতে যাতায়াত করে। সেই কারণেই এই দূর্ঘটনা।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.