জগৎবল্লভপুর, 21 জুন : জগৎবল্লভপুরে পথ দুর্ঘটনায় মৃত 2 । আহত হয়েছেন আরও 8 । সন্ধ্যায় আমতা মুন্সিরহাট রাস্তার জগৎবল্লভপুরের তালতলা বাজারের কাছে ট্রেকার ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনায় মৃত্য হয় দুই ট্রেকার যাত্রীর । মৃতদের নাম অমরনাথ মাইতি (50) ও সায়রা বেগম (40) । ঘটনাস্থানে পুলিশ আসে । ট্রেকার ও পিক আপ ভ্যানটিকে আটক করা হয়েছে । দুটি গাড়ির চালকই পলাতক । পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।
জানা গেছে, মৃত অমরনাথ মাইতি জগৎবল্লভপুরের মাঝঘুড়ালি গ্রামের বাসিন্দা এবং সায়রা বেগম আমতা থানার খড়দার ব্রাহ্মণ পাড়ার বাসিন্দা । আজ সন্ধ্যায় 6 টা নাগাদ 30 জন যাত্রী নিয়ে ওই ট্রেকারটি আমতা থেকে মুন্সিরহাটের দিকে যাওয়ার সময়ে তালপুকুর বাজারের কাছে উলটো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । ট্রেকারের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায় । দুর্ঘটনায় ট্রেকারের 3 মহিলা যাত্রী সহ 10 জন গুরুতর আহত হয় । পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা অমরনাথ মাইতি ও সায়রা বেগমকে মৃত বলে ঘোষণা করে ।
অন্যদিকে, আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমতা মুন্সিরহাট রুটে যাতায়াতকারী ট্রেকারগুলি অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুত গতিতে যাতায়াত করে । সেকারণেই এই রকম দুর্ঘটনা হয়েছে ।