ETV Bharat / briefs

মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডের জন্য কাটা হল গাছ, থানায় অভিযোগ

অশোকনগরে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা । সেখানে হেলিপ্যাড তৈরির জন্য 10 টি গাছের ডালপালা কাটা হল । অশোকনগর থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে ।

mamata banerjee
author img

By

Published : May 10, 2019, 8:45 AM IST

Updated : May 10, 2019, 8:56 AM IST

অশোকনগর, 10 মে : অশোকনগরে তৃণমূল নেত্রীর হেলিপ্যাডের জন্য কাটা হল 10টি গাছের ডালপালা । এনিয়ে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে নরেন্দ্র মোদির হেলিপ্যাডের জন্য গাছ কাটায় আপত্তি তুলেছিল তৃণমূলই ।

আজ বারাসত কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে সভা করতে অশোকনগরের হরিপুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই সেখানে অস্থায়ী হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে । তার জন্য কাটা হয়েছে 10টি গাছের ডালপালা। আর তাই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক । এই নিয়ে গতরাতে অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

দেখুন ভিডিয়ো

স্থানীয় CPI(M) নেতা সত্যাসেবী করের অভিযোগ, "কৃষ্ণচূড়া, শিরীষসহ 10টি গাছের ডালপালা কেটে ফেলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিপ্যাড তৈরির জন্য । এটা খুবই অন্যায় কাজ । আমরা বন দপ্তরে অভিযোগ জানাব । বামফ্রন্টের আমলেও অশোকনগরে হেলিকপ্টার নেমেছে । কিন্তু এভাবে কখনও গাছ কাটা হয়নি ।"

অশোকনগরের তৃণমূল বিধায়ক ধীমান রায় বলেন, "গাছগুলো পুরো কেটে ফেলা হয়নি । কিছুটা অংশ কেটে ফেলা হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়োর হেলিপ্যাডের জন্যই এটা করা হয়েছে ।" এর আগে ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠাকুরনগরে এসেছিলেন । তখন হেলিপ্যাড তৈরির জন্য বেশ কয়েকটি গাছের ডালপালা কাটা হয়েছিল । তখন তৃণমূলের তরফে গাইঘাটা থানা ও বনগাঁর মহকুমাশাসকের কাছে অভিযোগ করা হয়েছিল ।

অশোকনগর, 10 মে : অশোকনগরে তৃণমূল নেত্রীর হেলিপ্যাডের জন্য কাটা হল 10টি গাছের ডালপালা । এনিয়ে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে নরেন্দ্র মোদির হেলিপ্যাডের জন্য গাছ কাটায় আপত্তি তুলেছিল তৃণমূলই ।

আজ বারাসত কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে সভা করতে অশোকনগরের হরিপুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই সেখানে অস্থায়ী হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে । তার জন্য কাটা হয়েছে 10টি গাছের ডালপালা। আর তাই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক । এই নিয়ে গতরাতে অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

দেখুন ভিডিয়ো

স্থানীয় CPI(M) নেতা সত্যাসেবী করের অভিযোগ, "কৃষ্ণচূড়া, শিরীষসহ 10টি গাছের ডালপালা কেটে ফেলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিপ্যাড তৈরির জন্য । এটা খুবই অন্যায় কাজ । আমরা বন দপ্তরে অভিযোগ জানাব । বামফ্রন্টের আমলেও অশোকনগরে হেলিকপ্টার নেমেছে । কিন্তু এভাবে কখনও গাছ কাটা হয়নি ।"

অশোকনগরের তৃণমূল বিধায়ক ধীমান রায় বলেন, "গাছগুলো পুরো কেটে ফেলা হয়নি । কিছুটা অংশ কেটে ফেলা হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়োর হেলিপ্যাডের জন্যই এটা করা হয়েছে ।" এর আগে ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠাকুরনগরে এসেছিলেন । তখন হেলিপ্যাড তৈরির জন্য বেশ কয়েকটি গাছের ডালপালা কাটা হয়েছিল । তখন তৃণমূলের তরফে গাইঘাটা থানা ও বনগাঁর মহকুমাশাসকের কাছে অভিযোগ করা হয়েছিল ।

মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডের জন্য কাটা হল ১০টি গাছের ডালপালা অশোকনগরঃ শুক্রবার বারাসাত কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে মিটিং করতে অশোকনগর হরিপুর ময়দানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই হেলিপ্যাডের পাশে প্রাচীন 10টি গাছের ডালপালা কাটা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। স্থানীয় সিপিএম নেতা প্রাক্তন বিধায়ক সত্যাসেবী করের অভিযোগ, কৃষ্ণচূড়া শিরীষ-সহ দশটি মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে মুখ্যমন্ত্রীর হেলিপ্যাড তৈরির জন্য। এটা খুবই অন্যায় কাজ। আমরা বন দপ্তরে অভিযোগ জানাব। বামফ্রন্টের আমলেও অশোকনগরে হেলিকপ্টার নেমেছে। কিন্তু এইভাবে কখনও গাছ কাটা হয়নি। জবাবে অশোকনগরের তৃমমূল বিধায়ক ধীমান রায় বলেন, 'গাছগুলো পুরো কেটে ফেলা হয়নি কিছুটা অংশ কেটে ফেলা হয়েছে। মুখ্যমন্ত্রী হেলিপ্যাডের জন্যই এটা করা হয়েছে।' আগামীকাল দুপুরে অশোক নগর হরিপুর ময়দানে সভা করবেন মুখ্যমন্ত্রী। সেজে উঠছে হরিপুর ময়দান। পাশেই নেতাজি শতবার্ষিকী কলেজ পিছনে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড।
Last Updated : May 10, 2019, 8:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.