অশোকনগর, 10 মে : অশোকনগরে তৃণমূল নেত্রীর হেলিপ্যাডের জন্য কাটা হল 10টি গাছের ডালপালা । এনিয়ে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে নরেন্দ্র মোদির হেলিপ্যাডের জন্য গাছ কাটায় আপত্তি তুলেছিল তৃণমূলই ।
আজ বারাসত কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে সভা করতে অশোকনগরের হরিপুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই সেখানে অস্থায়ী হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে । তার জন্য কাটা হয়েছে 10টি গাছের ডালপালা। আর তাই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক । এই নিয়ে গতরাতে অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে ।
স্থানীয় CPI(M) নেতা সত্যাসেবী করের অভিযোগ, "কৃষ্ণচূড়া, শিরীষসহ 10টি গাছের ডালপালা কেটে ফেলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিপ্যাড তৈরির জন্য । এটা খুবই অন্যায় কাজ । আমরা বন দপ্তরে অভিযোগ জানাব । বামফ্রন্টের আমলেও অশোকনগরে হেলিকপ্টার নেমেছে । কিন্তু এভাবে কখনও গাছ কাটা হয়নি ।"
অশোকনগরের তৃণমূল বিধায়ক ধীমান রায় বলেন, "গাছগুলো পুরো কেটে ফেলা হয়নি । কিছুটা অংশ কেটে ফেলা হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়োর হেলিপ্যাডের জন্যই এটা করা হয়েছে ।" এর আগে ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠাকুরনগরে এসেছিলেন । তখন হেলিপ্যাড তৈরির জন্য বেশ কয়েকটি গাছের ডালপালা কাটা হয়েছিল । তখন তৃণমূলের তরফে গাইঘাটা থানা ও বনগাঁর মহকুমাশাসকের কাছে অভিযোগ করা হয়েছিল ।