ETV Bharat / briefs

আগামীকাল কলকাতায় রোড শো অমিতের, 3 লাখ কর্মী আনার টার্গেট - BJP

অমিত শাহর রোড শো-টি শহিদ মিনার থেকে শুরু হয়ে কলেজ স্ট্রিট দিয়ে বিবেকানন্দ রোড পর্যন্ত যাবে । এই শো-তে প্রায় 20 টি রাজ্যের নাচের ট্যাবলো থাকবে । প্রথমেই থাকবে বাংলার বিশেষ ট্যাবলো ।

আগামীকাল কলকাতায় রোড শো করবেন অমিত শাহ
author img

By

Published : May 13, 2019, 9:13 PM IST

Updated : May 13, 2019, 9:19 PM IST

কলকাতা, 13 মে : আগামীকাল BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কলকাতায় রোড শো করবেন । বিকেল 4 টের সময় ধর্মতলা থেকে এই রোড শো শুরু হবে । বিবেকানন্দ রোডে বিবেকানন্দের বাড়ির কাছে এই শো শেষ হবে ।

আগামীকাল 26টি সাংগঠনিক জেলা থেকে BJP কর্মী-সমর্থকরা কলকাতায় আসবেন । জানা গেছে, জেলা নেতৃত্ব এই রোড শোয়ের জন্য 3 লাখ কর্মী-সমর্থক আনার টার্গেট দিয়েছে । এই শো-তে প্রায় 20টি রাজ্যের নাচের ট্যাবলো থাকবে । প্রথমেই থাকবে বাংলার বিশেষ ট্যাবলো । শোয়ের শেষে হুডখোলা গাড়িতে থাকবেন অমিত শাহ । তাঁর সঙ্গে থাকবেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

অমিত শাহর রোড শো-টি শহিদ মিনার থেকে শুরু হয়ে কলেজ স্ট্রিট দিয়ে বিবেকানন্দ রোড পর্যন্ত যাবে । এরপর সন্ধ্যা 7 টায় অমিত শাহ বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করবেন । রাত 9টায় রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি ।

কলকাতা, 13 মে : আগামীকাল BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কলকাতায় রোড শো করবেন । বিকেল 4 টের সময় ধর্মতলা থেকে এই রোড শো শুরু হবে । বিবেকানন্দ রোডে বিবেকানন্দের বাড়ির কাছে এই শো শেষ হবে ।

আগামীকাল 26টি সাংগঠনিক জেলা থেকে BJP কর্মী-সমর্থকরা কলকাতায় আসবেন । জানা গেছে, জেলা নেতৃত্ব এই রোড শোয়ের জন্য 3 লাখ কর্মী-সমর্থক আনার টার্গেট দিয়েছে । এই শো-তে প্রায় 20টি রাজ্যের নাচের ট্যাবলো থাকবে । প্রথমেই থাকবে বাংলার বিশেষ ট্যাবলো । শোয়ের শেষে হুডখোলা গাড়িতে থাকবেন অমিত শাহ । তাঁর সঙ্গে থাকবেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

অমিত শাহর রোড শো-টি শহিদ মিনার থেকে শুরু হয়ে কলেজ স্ট্রিট দিয়ে বিবেকানন্দ রোড পর্যন্ত যাবে । এরপর সন্ধ্যা 7 টায় অমিত শাহ বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করবেন । রাত 9টায় রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি ।

Last Updated : May 13, 2019, 9:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.