দুর্গাপুর, 19 জুন : লাদাখ সীমান্তে শহিদ 20 জন ভারতীয় জওয়ানের প্রতি শ্রদ্ধা অর্পণ করল দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ।
আজ মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ও দুর্গাপুর দুই নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে 20 জন শহিদ জওয়ানের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। TMCP-র দুই নম্বর ব্লকের সভাপতি অজয় দেবনাথ বলেন ," TMCP-র পক্ষ থেকে আমরা অন্তর থেকে বীর শহিদদের প্রণাম ও আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি । আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, শহিদদের মৃত্যুর বদলা নেওয়া হোক । গোটা বাংলা তথা ভারতবর্ষের মানুষ বদলা চাইছে । আজ থেকে আমাদের শপথ নিতে হবে আমরা কোনও চিনা দ্রব্য ব্যবহার করব না। এটাই হবে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী ।"
জওয়ানের আত্মবলিদানকে সম্মান জানাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় । মাইকেল মধুসূদন কলেজে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি দুর্গাপুর নগর নিগমের নয় নম্বর ওয়ার্ডের পক্ষ থেকেও মোমবাতি জ্বালিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।