ETV Bharat / briefs

চুঁচুড়ায় তৃণমূলের অফিস ভাঙচুর, অভিযুক্ত BJP - BJP

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তাদের পার্টিঅফিস ভাঙচুর করে, চেয়ার-টেবিল, ও দলীয় পতাকা খুলে নিয়ে গেছে BJP আশ্রিত দুষ্কৃতীরা । ভোটের ফল বেরোনোর পর থেকেই প্রতিনিয়ত তাদের উপর হামলা হচ্ছে ।

চুঁচুড়ায় তৃণমূলের অফিস ভাঙচুর, অভিযুক্ত BJP
author img

By

Published : Jun 11, 2019, 3:38 PM IST

চুঁচুড়া, 11 জুন : রাতের অন্ধকারে তৃণমূলের পার্টিঅফিসে হামলার অভিযোগ উঠল BJP- আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গতরাতে চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে কনকশালি জোড়াপুকুরধারে তৃণমূলের পার্টি অফিসে হামলা ও লুটপাট চালায় দুষ্কৃতীরা ।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তাদের পার্টিঅফিস ভাঙচুর করে, চেয়ার-টেবিল, ও দলীয় পতাকা খুলে নিয়ে গেছে BJP আশ্রিত দুষ্কৃতীরা । ভোটের ফল বেরোনোর পর থেকেই প্রতিনিয়ত তাদের উপর হামলা হচ্ছে ।

গতকাল চুঁচুড়া শহরে মিছিল করে তৃণমূল । তারপর রাতে এই ঘটনা । চুঁচুড়া থানার পুলিশ সকালে ঘটনাস্থানে আসে । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে । এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতারা ।

চুঁচুড়া, 11 জুন : রাতের অন্ধকারে তৃণমূলের পার্টিঅফিসে হামলার অভিযোগ উঠল BJP- আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গতরাতে চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে কনকশালি জোড়াপুকুরধারে তৃণমূলের পার্টি অফিসে হামলা ও লুটপাট চালায় দুষ্কৃতীরা ।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তাদের পার্টিঅফিস ভাঙচুর করে, চেয়ার-টেবিল, ও দলীয় পতাকা খুলে নিয়ে গেছে BJP আশ্রিত দুষ্কৃতীরা । ভোটের ফল বেরোনোর পর থেকেই প্রতিনিয়ত তাদের উপর হামলা হচ্ছে ।

গতকাল চুঁচুড়া শহরে মিছিল করে তৃণমূল । তারপর রাতে এই ঘটনা । চুঁচুড়া থানার পুলিশ সকালে ঘটনাস্থানে আসে । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে । এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতারা ।

Intro:রাতের অন্ধকারে তৃনমূল অফিসে হামলা।হুগলি চুঁচুড়া পুরসভার ২৮ নং ওয়ার্ডে কনকশালী জোরাপুকুরধারে তৃনমূল পার্টি অফিসে হামলা ও লুটপাট চালায় দুষ্কৃতিরা।ভাঙচুর করে চেয়ার টেবিল বর্জ্য সংগ্রহের পুরসভার ট্রলি তৃনমূল পতাকা খুলে নিয়ে চলে যায় বলে অভিযোগ।ভোটের ফল বেরোনোর পর থেকে হামলার ঘটনা ঘটছে।গতকাল চুঁচুড়া শহরে মিছিল করে তৃনমূল।তার পরে রাতে এই ঘটনা।চুঁচুড়া থানার পুলিশ সকালে ঘটনার তদন্তে আসে।বিজেপির বিরুদ্ধে অভিযোগ স্থানীয় তৃনমূল কাউন্সিলরের।অভিযোগ অস্বীকার বিজেপির।।।।Body:WB_HGL_11JUNE CHUCHURA TMC PARTY OFFICE ATTCK_7203418Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.