চাকদা, 29 এপ্রিল : BJP এজেন্টের গায়ে বিচুটি পাতা ঘষে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ওই BJP এজেন্টের নাম দীপক পোদ্দার । নদিয়ার চাকদার বাবুজি বিদ্যামন্দির স্কুলের ঘটনা । অভিযোগ, তৃণমূলের এজেন্ট শিবু সাহা ওই BJP এজেন্টের গায়ে বিচুটি পাতা ঘষে তাঁকে বুথ থেকে বের করে দেয় ।
দীপকবাবুর স্ত্রী নমিতা পোদ্দার বলেন, "আমার স্বামীর গায়ে এমন কিছু দিয়ে দিয়েছে যে গোটা গা চুলকাচ্ছে । তৃণমূলের লোকজন এবার আমার বাড়িতেও অত্যাচার চালাবে । ভয় পাচ্ছি ।"