দত্তপুকুর, 6 মে : দম্পতিকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । দত্তপুকুরের দিঘা দাসপাড়ার ঘটনা । ওই দম্পতির নাম চপলা দাস ও বাসুদেব দাস ।
আজ রুইদাস শিশু শিক্ষা কেন্দ্রের 193/194 বুথে ভোট দিতে যাচ্ছিলেন ওই দম্পতি । অভিযোগ, সেইসময় রাস্তায় তাঁদের আটকে দেয় তৃণমূল কর্মীরা । হুমকি দিয়ে বলে, "ভোট দিতে হবে না । চলে যান ।" ভয়েতে কোনওরকম ঝামেলায় না জড়িয়ে বাড়ি ফিরে যান ওই দম্পতি ।
এবিষয়ে চপলা বলেন, "প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও তাঁর কয়েকজন লোক আমাদের এসে আটকায় । আমাদের ভোট দিতে বারণ করে । পঞ্চায়েত ভোটের সময়ও ওরা আমাদের বাড়িতে এসে ভাঙচুর করেছিল । তাই এবার আমরা এবিষয়ে কোনও কথা বলিনি । আমাদের বারণ করতে ফিরে চলে আসি ।"