ETV Bharat / briefs

রাজ্যে পরিবর্তন শুরু হয়েছে, রবীন্দ্রনাথের উচ্চতা কমেছে 2 ফুট : দিলীপ

"বাবুলের গান চলবে।" আজ একথা বললেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ
author img

By

Published : Apr 15, 2019, 6:01 PM IST

Updated : Apr 15, 2019, 9:48 PM IST

শ্রীরামপুর, 15 এপ্রিল : "বিতর্ক কেউ তৈরি করলে করুক। ওই গান চলবেই। মানুষ গান গাইবে। সব সময় আটকাতে এলে ঠিক হবে না।" নির্বাচনী প্রচারে গিয়ে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। আজ শ্রীরামপুরে দলীয় প্রার্থী দেবজিৎ সরকারের সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন দিলীপবাবু। সেখানে তিনি আরও বলেন, "এক ভোটে রবীন্দ্রনাথ ঘোষের উচ্চতা সাড়ে ছয় ফুট থেকে সাড়ে চার ফুট হয়ে গেছে।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

প্রসঙ্গত, বাবুল সুপ্রিয়র গান নিয়ে বিতর্ক বাড়ছে চড়চড়িয়ে। এর আগে গানের কিছু বিতর্কিত অংশ বাদ দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন। তা সত্ত্বেও গান বাজানোয় শোকজ় করা হয়েছে। আজ তা সত্ত্বেও বাবুলের গান বাজছিল। এই প্রসঙ্গে দিলীপবাবুকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, "বিতর্ক তৈরি করলে করুক। ওই গান চলবেই। মানুষ গান গাইবে। মানুষ আনন্দ করবে। মানুষ মিছিল করবে। সব জায়গায় আটকাতে গেলে ঠিক হবে না। মানুষের আবেগ ও উচ্ছাশের বিরুদ্ধে আইন হতে পারে না। মানুষের ইচ্ছা ও দেশের সংস্কৃতির বিরুদ্ধে আইন হতে পারে না। সেই আইন মানুষ মানে না। মানুষকে আইন না মানতে বাধ্য করা হচ্ছে। এটা ঠিক নয়।" এবিষয়ে নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন, "আইনের ঊর্ধ্বে কেউ নয়।"

এদিকে, আজ প্রচারে বেরিয়ে দিলীপবাবু বলেন, "BJP ক্ষমতায় এলেই সোনার বাংলা গড়ে ওঠা সম্ভব। ২০১৯ থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমরা চাই, দিল্লি ও কলকাতায় একই সরকার হোক। পশ্চিমবঙ্গে ১ ও ২ নম্বর সিঁড়ি দিয়ে পরিবর্তন শুরু হয়ে গেছে। এক ভোটে রবীন্দ্রনাথ ঘোষের উচ্চতা সাড়ে ছয় ফুট থেকে সাড়ে চার ফুট হয়ে গেছে। সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী না দিতে পারায় পশ্চিমবঙ্গে একটি ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। তাই কোচবিহারে হাতে চপ্পল নিয়ে লুঙ্গি তুলে দৌড়াচ্ছে। যারা লুট করে জিতে যাবে ভেবেছিল তারা কান্নাকাটি করছে। এতদিন BJP পুনর্নির্বাচন চাইত। কিন্তু এখন পার্টির নেতারা যারা সরকারি পদে আছেন তাঁরাই পুনর্নির্বাচন চাইছেন।"

অস্ত্র মিছিল সম্পর্কে তিনি বলেন, "যারা অস্ত্র মিছিল করার তারা করবে। আবার রামনবমীতে অস্ত্র মিছিল হবে। তখন বাধা দেওয়ার কেউ থাকবে না।" NRC প্রসঙ্গে তিনি বলেন, "NRC সম্পর্কে সাধারণ মানুষ সব বোঝে। বাংলাদেশ থেকে আসা নাগরিকদের সম্মান দেওয়া হয়নি। তাঁদের সম্মান ও অধিকার দেওয়া হবে। মানুষ জানে, BJP আছে তাই আমরা আছি। NRC আটকানোর ক্ষমতা মুখ্যমন্ত্রীর হাতে নেই। মানুষের হাতে যা আছে তাই হবে। এবিষয়ে লোকসভায় বিল পাশ হয়েছে। রাজ্যসভায়ও পাশ হয়ে যাবে।"

শ্রীরামপুর, 15 এপ্রিল : "বিতর্ক কেউ তৈরি করলে করুক। ওই গান চলবেই। মানুষ গান গাইবে। সব সময় আটকাতে এলে ঠিক হবে না।" নির্বাচনী প্রচারে গিয়ে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। আজ শ্রীরামপুরে দলীয় প্রার্থী দেবজিৎ সরকারের সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন দিলীপবাবু। সেখানে তিনি আরও বলেন, "এক ভোটে রবীন্দ্রনাথ ঘোষের উচ্চতা সাড়ে ছয় ফুট থেকে সাড়ে চার ফুট হয়ে গেছে।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

প্রসঙ্গত, বাবুল সুপ্রিয়র গান নিয়ে বিতর্ক বাড়ছে চড়চড়িয়ে। এর আগে গানের কিছু বিতর্কিত অংশ বাদ দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন। তা সত্ত্বেও গান বাজানোয় শোকজ় করা হয়েছে। আজ তা সত্ত্বেও বাবুলের গান বাজছিল। এই প্রসঙ্গে দিলীপবাবুকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, "বিতর্ক তৈরি করলে করুক। ওই গান চলবেই। মানুষ গান গাইবে। মানুষ আনন্দ করবে। মানুষ মিছিল করবে। সব জায়গায় আটকাতে গেলে ঠিক হবে না। মানুষের আবেগ ও উচ্ছাশের বিরুদ্ধে আইন হতে পারে না। মানুষের ইচ্ছা ও দেশের সংস্কৃতির বিরুদ্ধে আইন হতে পারে না। সেই আইন মানুষ মানে না। মানুষকে আইন না মানতে বাধ্য করা হচ্ছে। এটা ঠিক নয়।" এবিষয়ে নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন, "আইনের ঊর্ধ্বে কেউ নয়।"

এদিকে, আজ প্রচারে বেরিয়ে দিলীপবাবু বলেন, "BJP ক্ষমতায় এলেই সোনার বাংলা গড়ে ওঠা সম্ভব। ২০১৯ থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমরা চাই, দিল্লি ও কলকাতায় একই সরকার হোক। পশ্চিমবঙ্গে ১ ও ২ নম্বর সিঁড়ি দিয়ে পরিবর্তন শুরু হয়ে গেছে। এক ভোটে রবীন্দ্রনাথ ঘোষের উচ্চতা সাড়ে ছয় ফুট থেকে সাড়ে চার ফুট হয়ে গেছে। সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী না দিতে পারায় পশ্চিমবঙ্গে একটি ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। তাই কোচবিহারে হাতে চপ্পল নিয়ে লুঙ্গি তুলে দৌড়াচ্ছে। যারা লুট করে জিতে যাবে ভেবেছিল তারা কান্নাকাটি করছে। এতদিন BJP পুনর্নির্বাচন চাইত। কিন্তু এখন পার্টির নেতারা যারা সরকারি পদে আছেন তাঁরাই পুনর্নির্বাচন চাইছেন।"

অস্ত্র মিছিল সম্পর্কে তিনি বলেন, "যারা অস্ত্র মিছিল করার তারা করবে। আবার রামনবমীতে অস্ত্র মিছিল হবে। তখন বাধা দেওয়ার কেউ থাকবে না।" NRC প্রসঙ্গে তিনি বলেন, "NRC সম্পর্কে সাধারণ মানুষ সব বোঝে। বাংলাদেশ থেকে আসা নাগরিকদের সম্মান দেওয়া হয়নি। তাঁদের সম্মান ও অধিকার দেওয়া হবে। মানুষ জানে, BJP আছে তাই আমরা আছি। NRC আটকানোর ক্ষমতা মুখ্যমন্ত্রীর হাতে নেই। মানুষের হাতে যা আছে তাই হবে। এবিষয়ে লোকসভায় বিল পাশ হয়েছে। রাজ্যসভায়ও পাশ হয়ে যাবে।"

Last Updated : Apr 15, 2019, 9:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.