ETV Bharat / briefs

এমপ্লয়ি কোড নিয়ে স্কুলের "টালবাহানা", সমস্যায় বদলিতে ইচ্ছুক শিক্ষকরা - Employee code

এবার এমপ্লয়ি কোড নিয়ে ফাঁপরে পড়েছেন বদলির জন্য ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকারা । অভিযোগ, প্রধান শিক্ষকদের একাংশ এমপ্লয়ি কোড দিতে চাইছেন না । এমপ্লয়ি কোড জানাতে টালবাহানা করছেন । এদিকে বদলির আবেদনের জন্য পোর্টালে লগ ইন করতে গেলে এমপ্লয়ি কোড লাগছে ।

Employee code required for transfer
Employee code required for transfer
author img

By

Published : Oct 14, 2020, 6:04 PM IST

কলকাতা, 14 অক্টোবর : স্কুল শিক্ষা দপ্তর বদলির নির্দেশ দিয়ে দেওয়ার পরও স্কুল থেকে নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছিল না শিক্ষক-শিক্ষিকাদের । এমনই একাধিক অভিযোগের ভিত্তিতে সম্প্রতি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, বদলির জন্য শিক্ষকদের নো অবজেকশন সার্টিফিকেট (NOC) আটকে রাখা যাবে না । ভবিষ্যতে শিক্ষক বদলির ক্ষেত্রে NOC আর চাওয়া নাও হতে পারে বলেও ঘোষণা করেছিলেন তিনি । কিন্তু, NOC সমস্যা মিটতেই এবার এমপ্লয়ি কোড নিয়ে ফাঁপরে পড়েছেন বদলির জন্য ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকারা । অভিযোগ, প্রধান শিক্ষকদের একাংশ এমপ্লয়ি কোড দিতে চাইছেন না । আর বদলির আবেদনের ক্ষেত্রে সেটা আবশ্যিক ।

NOC আটকে রাখা যাবে না, এই ঘোষণার দিনই মিউচুয়াল বদলির জন্য একটি পোর্টালের সূচনা করেন শিক্ষামন্ত্রী । সেই পোর্টাল থেকেই অনলাইনে মিউচুয়াল বদলির জন্য আবেদন করতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা । তারপর থেকেই বদলিতে আগ্রহী অনেক শিক্ষক-শিক্ষিকা অনলাইন আবেদন ও মিউচুয়াল বদলির সঙ্গে যুক্ত ওই পোর্টালে থাকা অন্য সুযোগ-সুবিধার বিষয়টি দেখতে পোর্টালে লগ-ইন করার চেষ্টা করেন । আর তখনই একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের । কারণ, ওই পোর্টালে লগ-ইন করার জন্য প্রয়োজন সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকার এমপ্লয়ি কোড । অভিযোগ, NOC আটকে রাখতে না পেরে এখন বদলিতে ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকাদের এমপ্লয়ি কোড জানাতে টালবাহানা করছেন প্রধান শিক্ষকদের একাংশ ।

Employee code required for transfer
পোর্টালের মাধ্যমে বদলির আর্জি জানাতে আবশ্যিক এমপ্লয়ি কোড

বর্ধমান, বাঁকুড়ার মতো রাজ্যের একাধিক জেলার শিক্ষক-শিক্ষিকারা এই অভিযোগ জানিয়েছেন । এ বিষয়ে এক শিক্ষক বলেন, "পে-স্লিপে এমপ্লয়ি কোডটি থাকে । কিন্তু, বেশিরভাগ শিক্ষকই স্কুল থেকে পে-স্লিপ নেন না, যদি না তাঁর ঋণের আবেদন করার থাকে । এখন স্কুলে কাছে পে-স্লিপ দেওয়ার আবেদন জানালে তাতে পাত্তা দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ । এমপ্লয়ি কোডটাও জানাচ্ছে না । কেউ এমপ্লয়ি কোড চাইলে তাঁকে সরাসরি বলে দেওয়া হচ্ছে, স্কুল থেকে তাঁকে ছাড়ার বিষয়টি পরিচালন কমিটিতে আলোচনা করতে হবে । তারপরই কোড দেওয়া হবে ।"

NOC আটকে না রাখার সঙ্গেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, মিউচুয়াল বদলির প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে দু'জন শিক্ষক রাজি থাকলে, স্কুল সার্ভিস কমিশনে আর হিয়ারিংয়ের প্রয়োজন নেই । বদলির প্রক্রিয়াকে সরল করতে শিক্ষামন্ত্রীর অবস্থানের পরেও এমপ্লয়ি কোড দিতে স্কুলের টালবাহানায় বদলির আবেদন করতে পারছেন না অনেক শিক্ষকই । যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান শিক্ষকের বক্তব্য, "প্রধান শিক্ষকরা বুঝতে পারছেন না ওই শিক্ষক মিউচুয়াল বদলির জন্য আবেদনের জন্য এমপ্লয়ি কোড চাইছেন না নর্মাল বদলির জন্য । যদি শিক্ষক-শিক্ষিকরা জানান যে মিউচুয়াল বদলির জন্যই তাঁরা কোড চাইছেন তাহলে স্কুল তা দিয়ে দেবে ।" কিন্তু, শিক্ষামন্ত্রীর NOC আটকে না রাখার ঘোষণার পরেও এভাবে বাধা সৃষ্টি করাটা কতটা যুক্তিযুক্ত ? এই প্রশ্নের উত্তরে ওই প্রধান শিক্ষকের যুক্তি, "শিক্ষামন্ত্রী তো শুধু মুখে বললে হবে না । তিনি সংবাদমাধ্যমে বলার পর বিজ্ঞপ্তি কি এখনও জারি হয়েছে ?"

আবার অনেকের কাছেই এমপ্লয়ি কোড রয়েছে কিন্তু তাঁরা আবেদন করতে পারছেন না । কারণ, ওই পোর্টালে লগ-ইন করতে গেলে এমপ্লয়ি কোড দেওয়ার পর ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) শুধুমাত্র ই-মেইলে আসছে । আর অনেক শিক্ষকেরই ই-মেইল আপডেট করা নেই । যদিও, পোর্টালে দেওয়া তথ্য অনুযায়ী মোবাইল নম্বরেও OTP আসার কথা । কিন্তু, তা আসছে না বলে অভিযোগ জানিয়েছেন অনেক শিক্ষক ।

কলকাতা, 14 অক্টোবর : স্কুল শিক্ষা দপ্তর বদলির নির্দেশ দিয়ে দেওয়ার পরও স্কুল থেকে নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছিল না শিক্ষক-শিক্ষিকাদের । এমনই একাধিক অভিযোগের ভিত্তিতে সম্প্রতি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, বদলির জন্য শিক্ষকদের নো অবজেকশন সার্টিফিকেট (NOC) আটকে রাখা যাবে না । ভবিষ্যতে শিক্ষক বদলির ক্ষেত্রে NOC আর চাওয়া নাও হতে পারে বলেও ঘোষণা করেছিলেন তিনি । কিন্তু, NOC সমস্যা মিটতেই এবার এমপ্লয়ি কোড নিয়ে ফাঁপরে পড়েছেন বদলির জন্য ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকারা । অভিযোগ, প্রধান শিক্ষকদের একাংশ এমপ্লয়ি কোড দিতে চাইছেন না । আর বদলির আবেদনের ক্ষেত্রে সেটা আবশ্যিক ।

NOC আটকে রাখা যাবে না, এই ঘোষণার দিনই মিউচুয়াল বদলির জন্য একটি পোর্টালের সূচনা করেন শিক্ষামন্ত্রী । সেই পোর্টাল থেকেই অনলাইনে মিউচুয়াল বদলির জন্য আবেদন করতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা । তারপর থেকেই বদলিতে আগ্রহী অনেক শিক্ষক-শিক্ষিকা অনলাইন আবেদন ও মিউচুয়াল বদলির সঙ্গে যুক্ত ওই পোর্টালে থাকা অন্য সুযোগ-সুবিধার বিষয়টি দেখতে পোর্টালে লগ-ইন করার চেষ্টা করেন । আর তখনই একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের । কারণ, ওই পোর্টালে লগ-ইন করার জন্য প্রয়োজন সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকার এমপ্লয়ি কোড । অভিযোগ, NOC আটকে রাখতে না পেরে এখন বদলিতে ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকাদের এমপ্লয়ি কোড জানাতে টালবাহানা করছেন প্রধান শিক্ষকদের একাংশ ।

Employee code required for transfer
পোর্টালের মাধ্যমে বদলির আর্জি জানাতে আবশ্যিক এমপ্লয়ি কোড

বর্ধমান, বাঁকুড়ার মতো রাজ্যের একাধিক জেলার শিক্ষক-শিক্ষিকারা এই অভিযোগ জানিয়েছেন । এ বিষয়ে এক শিক্ষক বলেন, "পে-স্লিপে এমপ্লয়ি কোডটি থাকে । কিন্তু, বেশিরভাগ শিক্ষকই স্কুল থেকে পে-স্লিপ নেন না, যদি না তাঁর ঋণের আবেদন করার থাকে । এখন স্কুলে কাছে পে-স্লিপ দেওয়ার আবেদন জানালে তাতে পাত্তা দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ । এমপ্লয়ি কোডটাও জানাচ্ছে না । কেউ এমপ্লয়ি কোড চাইলে তাঁকে সরাসরি বলে দেওয়া হচ্ছে, স্কুল থেকে তাঁকে ছাড়ার বিষয়টি পরিচালন কমিটিতে আলোচনা করতে হবে । তারপরই কোড দেওয়া হবে ।"

NOC আটকে না রাখার সঙ্গেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, মিউচুয়াল বদলির প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে দু'জন শিক্ষক রাজি থাকলে, স্কুল সার্ভিস কমিশনে আর হিয়ারিংয়ের প্রয়োজন নেই । বদলির প্রক্রিয়াকে সরল করতে শিক্ষামন্ত্রীর অবস্থানের পরেও এমপ্লয়ি কোড দিতে স্কুলের টালবাহানায় বদলির আবেদন করতে পারছেন না অনেক শিক্ষকই । যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান শিক্ষকের বক্তব্য, "প্রধান শিক্ষকরা বুঝতে পারছেন না ওই শিক্ষক মিউচুয়াল বদলির জন্য আবেদনের জন্য এমপ্লয়ি কোড চাইছেন না নর্মাল বদলির জন্য । যদি শিক্ষক-শিক্ষিকরা জানান যে মিউচুয়াল বদলির জন্যই তাঁরা কোড চাইছেন তাহলে স্কুল তা দিয়ে দেবে ।" কিন্তু, শিক্ষামন্ত্রীর NOC আটকে না রাখার ঘোষণার পরেও এভাবে বাধা সৃষ্টি করাটা কতটা যুক্তিযুক্ত ? এই প্রশ্নের উত্তরে ওই প্রধান শিক্ষকের যুক্তি, "শিক্ষামন্ত্রী তো শুধু মুখে বললে হবে না । তিনি সংবাদমাধ্যমে বলার পর বিজ্ঞপ্তি কি এখনও জারি হয়েছে ?"

আবার অনেকের কাছেই এমপ্লয়ি কোড রয়েছে কিন্তু তাঁরা আবেদন করতে পারছেন না । কারণ, ওই পোর্টালে লগ-ইন করতে গেলে এমপ্লয়ি কোড দেওয়ার পর ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) শুধুমাত্র ই-মেইলে আসছে । আর অনেক শিক্ষকেরই ই-মেইল আপডেট করা নেই । যদিও, পোর্টালে দেওয়া তথ্য অনুযায়ী মোবাইল নম্বরেও OTP আসার কথা । কিন্তু, তা আসছে না বলে অভিযোগ জানিয়েছেন অনেক শিক্ষক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.