কলকাতা, 24 এপ্রিলঃ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের হেপ্টাথেলনে রূপো পেয়ে সন্তুষ্ট থাকতে হল স্বপ্না বর্মণকে। দোহায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫৯৯৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে থামেন স্বপ্না। এশিয়াডে হেপ্টাথেলনে সোনা জিতেছিলেন স্বপ্না। এশিয়ানে তাঁকে টেক্কা দিয়ে সোনা জেতেন উজ়বেকিস্তানের একাটেরিনা ভরনিনা। তিনি ৬১৯৮ পয়েন্ট পেয়েছেন। এই বিভাগে পঞ্চম হয়েছেন ভারতের পূর্ণিমা হেমব্রম। তিনি ৫৫২৮ স্কোর করেছেন।
গত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বপ্না ৫৯৪২ পয়েন্ট করে সোনা জিতেছিলেন। এবছর তার চেয়ে বেশি পয়েন্ট করলেও সোনা জয় সম্ভব হয়নি বাংলার ২২ বছরের এই অ্যাথলেটের। গতবছর জাকার্তা এশিয়ান গেমসে ৬০২৬ পয়েন্ট করে সোনা জিতেছিলেন স্বপ্না। কিন্তু এবার পায়ের চোট সারিয়ে প্রতিযোগিতায় নামলেও তিনি সুবিধাজনক জায়গায় ছিলেন না। সোমবার চারটে ইভেন্টের পরে স্বপ্না তিন নম্বরে ছিলেন। এদিন রূপো পাওয়ায় এশিয় মিটে পরপর তিনবছর সোনা জয়ের কীর্তি স্পর্শ করা হল না।
স্বপ্নার কোচ সুভাষ সরকার বলছেন, "চোট সারলেও ট্র্যাকে নামার মত তৈরি ছিল না স্বপ্না। কিন্তু মনের জোরকে সম্বল করে শেষ পর্যন্ত দ্বিতীয় স্থান দখল করতে পেরেছে। স্বপ্না রূপো পাওয়ায় এই প্রতিযোগিতায় ভারতীয় দলের পদক সংখ্যা এখন ১১। যার মধ্যে দুটো সোনা, চারটে রুপো ও পাঁচটি ব্রোঞ্জ। মেয়েদের তিন হাজার মিটার ট্রিপল চেজে পারুল চৌধুরি পঞ্চম হয়েছেন। তিনি সময় করেছেন এক ঘণ্টা তিন মিনিট তেতাল্লিশ সেকেণ্ড। চোটের জন্য ১৫০০ মিটারে জিনসন জনসন সরে দাঁড়াতে বাধ্য হন। ৮০০ মিটারের ফাইনালেও চোটের জন্য নামতে পারেননি। অথচ ৮০০ ও ১৫০০ মিটারে জিনসন জনসনের জাতীয় রেকর্ড রয়েছে।
রবিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় চোটের কারণে ভারতীয় অ্যাথলেটরা বারবার সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন। ৪০০ মিটারে হিমা দাস, জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপরা, ৪০০ মিটার হার্ডলসে ধারুন আয়াস্বামী, লং জাম্পার শ্রীশঙ্কর চোটের জন্য আশা জাগিয়েও সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন।