ETV Bharat / briefs

সত্যি কথা বললে শাস্তি হয় শাসক দলের নেতাদের : সূর্যকান্ত মিশ্র - সূর্যকান্ত মিশ্র

সূর্যকান্ত মিশ্র বলেন, "মন্ত্রীরা শাসক দলের সমালোচনা করছেন । এর থেকেই বোঝা যায় রাজ্যের উন্নয়ন কেমন হয়েছে । আবহাওয়ার পূর্বাভাস সত্ত্বেও প্রবল ঘূর্ণিঝড় মোকাবিলা করতে ব্যর্থ কলকাতা পৌরনিগম । সেই ব্যর্থতার কথা বিরোধী দলকে বলতে হচ্ছে না । ব্যর্থতার কথা তুলে ধরছে শাসক দলেরই মন্ত্রীরা । রাজ্যের মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে । "

Breaking News
author img

By

Published : May 28, 2020, 10:35 PM IST

কলকাতা, 28 মে : সত্যি কথা বলায় রাজ্যের মন্ত্রী সাধন পান্ডেকে শাস্তির মুখে পড়তে হয়েছে । তাঁকে শোকজ় করা হয়েছে । এভাবেই আক্রমণ করলেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । বলেন, মন্ত্রী সাধন পান্ডে কলকাতা কর্পোরেশনের সমালোচনা করেছিলেন । আমফান ঝড়ের পর শহরকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে ব‍্যর্থ কলকাতা কর্পোরেশন । একথা বলার কিছুক্ষণের মধ্যেই শাসকদলের খাঁড়া নেমে আসে মন্ত্রীর উপর । সাধন পান্ডে জানেন তাঁর আর মন্ত্রিত্ব থাকবে না । এই সুযোগেই সাধন পান্ডে সরকারের সমালোচনা করেছেন ।

সূর্যকান্তবাবু বলেন, "মন্ত্রীরা শাসক দলের সমালোচনা করছেন । এর থেকেই বোঝা যায় রাজ্যের উন্নয়ন কেমন হয়েছে । আবহাওয়ার পূর্বাভাস সত্ত্বেও প্রবল ঘূর্ণিঝড় মোকাবিলা করতে ব্যর্থ কলকাতা পৌরনিগম । সেই ব্যর্থতার কথা বিরোধী দলকে বলতে হচ্ছে না । ব্যর্থতার কথা তুলে ধরছে শাসক দলেরই মন্ত্রীরা । রাজ্যের মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে । " এদিকে সুজন চক্রবর্তী বলেন, দুই মন্ত্রীর প্রকাশ্য ঝগড়া দেখে মনে হচ্ছে রাজ্যের বিরোধী দলের নেতা সাধন পান্ডে ।

এবিষয়ে কংগ্রেস নেতা আবদুল মান্নান বলেন, "মুখ্যমন্ত্রী জানেন যেকোনও দিন মন্ত্রিসভায় ফাটল ধরবে । BJP-তে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন একাধিক মন্ত্রী । পরিস্থিতি বুঝে তাঁরা চম্পট দেবেন । তাই এই সময় সুযোগ বুঝে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শাসকদলেরই মন্ত্রী সাধন পান্ডে । তাঁকে শোকজ় করা হয়েছে । মুখ্যমন্ত্রী বার্তা দিলেন, অন‍্যায়ের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারবে না। "

কলকাতা, 28 মে : সত্যি কথা বলায় রাজ্যের মন্ত্রী সাধন পান্ডেকে শাস্তির মুখে পড়তে হয়েছে । তাঁকে শোকজ় করা হয়েছে । এভাবেই আক্রমণ করলেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । বলেন, মন্ত্রী সাধন পান্ডে কলকাতা কর্পোরেশনের সমালোচনা করেছিলেন । আমফান ঝড়ের পর শহরকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে ব‍্যর্থ কলকাতা কর্পোরেশন । একথা বলার কিছুক্ষণের মধ্যেই শাসকদলের খাঁড়া নেমে আসে মন্ত্রীর উপর । সাধন পান্ডে জানেন তাঁর আর মন্ত্রিত্ব থাকবে না । এই সুযোগেই সাধন পান্ডে সরকারের সমালোচনা করেছেন ।

সূর্যকান্তবাবু বলেন, "মন্ত্রীরা শাসক দলের সমালোচনা করছেন । এর থেকেই বোঝা যায় রাজ্যের উন্নয়ন কেমন হয়েছে । আবহাওয়ার পূর্বাভাস সত্ত্বেও প্রবল ঘূর্ণিঝড় মোকাবিলা করতে ব্যর্থ কলকাতা পৌরনিগম । সেই ব্যর্থতার কথা বিরোধী দলকে বলতে হচ্ছে না । ব্যর্থতার কথা তুলে ধরছে শাসক দলেরই মন্ত্রীরা । রাজ্যের মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে । " এদিকে সুজন চক্রবর্তী বলেন, দুই মন্ত্রীর প্রকাশ্য ঝগড়া দেখে মনে হচ্ছে রাজ্যের বিরোধী দলের নেতা সাধন পান্ডে ।

এবিষয়ে কংগ্রেস নেতা আবদুল মান্নান বলেন, "মুখ্যমন্ত্রী জানেন যেকোনও দিন মন্ত্রিসভায় ফাটল ধরবে । BJP-তে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন একাধিক মন্ত্রী । পরিস্থিতি বুঝে তাঁরা চম্পট দেবেন । তাই এই সময় সুযোগ বুঝে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শাসকদলেরই মন্ত্রী সাধন পান্ডে । তাঁকে শোকজ় করা হয়েছে । মুখ্যমন্ত্রী বার্তা দিলেন, অন‍্যায়ের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারবে না। "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.