কলকাতা, 5 এপ্রিল : একই মঞ্চে হাজির হতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখি বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী দত্ত। যদিও একটি অরাজনৈতিক মঞ্চে আমন্ত্রিত হিসেবেই হাজির থাকার কথা তাঁদের। লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেসের দুই নেতা এবং বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের এক মঞ্চে হাজির হওয়ার সম্ভাবনা ফের উসকে দিয়েছে BJP যোগের জল্পনা।
BJP-তে যোগ দেওয়ার জল্পনাকে কেন্দ্র করে কিছুদিন আগেই দলের কয়েকজনকে নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বন্ধু বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের BJP যোগ নিয়ে শুরু হয় জল্পনা। যদিও বারবার এই বিষয়টি এড়িয়ে গিয়ে দলের প্রতি আনুগত্যের বার্তা দিয়েছেন শোভন। একইরকমভাবে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তকে নিয়েও রীতিমতো সংশয়ে রয়েছে তাঁর দল। মুকুল রায়কে নিজের বাড়িতে বসিয়ে লুচি-আলুর দম খাওয়ানোর পর থেকেই তাঁকে ঘিরে চলছে BJP যোগের জল্পনা। ভোটের মুখে একটি অরাজনৈতিক মঞ্চে হাজির হতে চলেছেন এই তিনজন।
বেঙ্গল থিংকস নামে একটি সংস্থার উদ্যোগে 7 এপ্রিল আধ্যাত্মিকতা এবং রাজনীতির মেলবন্ধন নিয়ে হবে বিশেষ একটি প্যানেল ডিসকাশন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR)-এ যামিনী রায় গ্যালারিতে দু'ঘণ্টার এই আলোচনা চক্রে প্রধান অতিথি হিসেবে থাকবেন শোভন চট্টোপাধ্যায়। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সব্যসাচী দত্ত। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় এবং ভারত সেবাশ্রম সংঘের দিব্যানন্দ মহারাজ।
এই আলোচনা মঞ্চে শোভনরা আদৌ যোগ দেবেন কি ? যদিও যোগ দেন তাহলে তাঁরা কী বক্তব্য পেশ করবেন, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। মঞ্চে যোগ দেওয়া প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায়কে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এইরকম কোনও প্রোগ্রাম থাকলে আমি যাই আর যাব।" অন্যদিকে সব্যসাচী দত্তকে ফোন করা হলে তিনি বলেন, "হ্যাঁ মহারাজ আমাকে নেমন্তন্ন করেছেন। মহারাজের তরফে তিনজন এসেছিলেন। ওরা কাকে কাকে ডেকেছে, আমি তো জানি না। বলেছে একদম নন-পলিটিকাল প্রোগ্রাম। আমি যাব।"