কলকাতা, 1 মে : শক্তি সঞ্চয় করে 90 থেকে 120 কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী । ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা । অন্য রাজ্যগুলির মতো ফণীর মোকাবিলা করতে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ-পূর্ব রেল ।যাত্রী সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে বাতিল করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের 43টি ট্রেন । এছাড়াও, যাত্রীদের সুরক্ষার জন্য দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ একটি বিশেষ নজরদারি দল মোতায়েন করতে চলেছে ।
এছাড়াও, ঝড়ের কারণে কোনও ট্রেন বিকল হয়ে গেলে সেটি দ্রুত মেরামতির জন্য অক্সিলিয়ারি ভ্যানের বন্দোবস্তও করা হয়েছে রেলের তরফে।
ত্রাণের জন্য বিশেষ ট্রেন রাখা হয়েছে । এছাড়া রয়েছে ডিজ়াস্টার ম্যানেজমেন্ট টিম। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে রেল কর্তৃপক্ষ।
এক নজরে বাতিল ট্রেনের তালিকা
- 12841 করমণ্ডল এক্সপ্রেস
- 22851 সাঁতরাগাছি ম্যাঙ্গালোর সেন্ট্রাল বিবেক এক্সপ্রেস
- 12663 হাওড়া তিরুচিরাপল্লি এক্সপ্রেস
- 22839 রাউরকেল্লা ভুবনেশ্বর সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস
- 12277 হাওড়া পুরি শতাব্দী এক্সপ্রেস
- 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস
- 12246 দুরন্ত এক্সপ্রেস
- 22613 M G R চেন্নাই সেন্ট্রাল হলদিয়া এক্সপ্রেস
- 12278 শতাব্দী এক্সপ্রেস
- 18416 বারবিল এক্সপ্রেস
- 12822 ধৌলি এক্সপ্রেস
- 12838 পুরি হাওড়া এক্সপ্রেস
- 18410 পুরি হাওড়া জগন্নাথ এক্সপ্রেস
- 08403 পুরি সাঁতরাগাছি স্পেশাল
- 12074 জনশতাব্দী এক্সপ্রেস
এছাড়া, শিয়ালদা ও হাওড়া থেকে ছাড়ে এমন কয়েকটি লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হতে পারে বা যাত্রাপথ বদল হতে পারে বলে জানা গেছে ।