ETV Bharat / briefs

জোট ধরে রাখতে পদক্ষেপ, NDA নেতাদের জন্য ডিনারের আয়োজন অমিত শাহর ! - BJP

শিবসেনা, JDU, AIDMK, TDP, শিরোমণি অকালি দলের নেতৃত্বের সঙ্গে আগেভাগেই বৈঠক সেরে নিতে চাইছেন BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । আগামীকাল ডিনারেরও আয়োজন করা হয়েছে ।

অমিত শাহ
author img

By

Published : May 20, 2019, 12:02 PM IST

দিল্লি, 20 মে : ভোটযুদ্ধ শেষ । রেজ়াল্ট আসতে এখনও দিন দুয়েকের অপেক্ষা । তবে, এগজ়িট পোল বলছে, "ফের একবার, ক্ষমতায় আসছে মোদি সরকার ।" স্বাভাবিকভাবে খুশি নেতারা । তবে, শরিকদেরও ধরে রাখা জরুরি । মহারাষ্ট্র, পঞ্জাব, বিহার, তামিলনাড়ুতে যথেষ্টই প্রভাব আছে আঞ্চলিক দলগুলির । তাই, শিবসেনা, JDU, AIDMK, TDP, শিরোমণি অকালি দলের নেতৃত্বের সঙ্গে আগেভাগেই বৈঠক সেরে নিতে চাইছেন BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । আগামীকাল ডিনারেরও আয়োজন করা হয়েছে ।

ANI সূত্রের খবর, আগামীকাল মন্ত্রী পরিদষের বৈঠক ডাকা হয়েছে । এরপর NDA নেতাদের জন্য ডিনারের আয়োজন করেছেন স্বয়ং অমিত শাহ । BJP সূত্রের খবর, NDA ফের একবার ক্ষমতায় এলে মন্ত্রিত্ব নিয়ে টানাপোড়েন চলতে পারে । তাই, আগেভাগে বৈঠক সেরে রাখছেন অমিত শাহ । বৈঠকের নির্যাস কী হবে তা হয়তো সময়ই বলবে ।

দিল্লি, 20 মে : ভোটযুদ্ধ শেষ । রেজ়াল্ট আসতে এখনও দিন দুয়েকের অপেক্ষা । তবে, এগজ়িট পোল বলছে, "ফের একবার, ক্ষমতায় আসছে মোদি সরকার ।" স্বাভাবিকভাবে খুশি নেতারা । তবে, শরিকদেরও ধরে রাখা জরুরি । মহারাষ্ট্র, পঞ্জাব, বিহার, তামিলনাড়ুতে যথেষ্টই প্রভাব আছে আঞ্চলিক দলগুলির । তাই, শিবসেনা, JDU, AIDMK, TDP, শিরোমণি অকালি দলের নেতৃত্বের সঙ্গে আগেভাগেই বৈঠক সেরে নিতে চাইছেন BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । আগামীকাল ডিনারেরও আয়োজন করা হয়েছে ।

ANI সূত্রের খবর, আগামীকাল মন্ত্রী পরিদষের বৈঠক ডাকা হয়েছে । এরপর NDA নেতাদের জন্য ডিনারের আয়োজন করেছেন স্বয়ং অমিত শাহ । BJP সূত্রের খবর, NDA ফের একবার ক্ষমতায় এলে মন্ত্রিত্ব নিয়ে টানাপোড়েন চলতে পারে । তাই, আগেভাগে বৈঠক সেরে রাখছেন অমিত শাহ । বৈঠকের নির্যাস কী হবে তা হয়তো সময়ই বলবে ।

New Delhi, May 20 (ANI): The Cannes Film Festival is currently underway and has witnessed the presence of numerous Bollywood celebrities going all out with their fashion choices this year. One such diva, Huma Qureshi has been grabbing eyeballs thanks to her stunning outfits. Huma walked the red carpet last night and made heads turn in a beautiful flowing ensemble. The actor posted a series of pictures on her Instagram account showing off her look."Live like you are made for the red carpet," she captioned the post. Huma looked nothing less than a dream when she stepped out in a metallic hued grey Gaurav Gupta gown accentuated with ruffled train, giving it the perfect volume. Huma added just the right amount of drama to her outfit with exaggerated sleeves and sparkling lines adorning her torso. While, Diana Penty made her Cannes debut count by walking the red carpet in an outfit that can be simply put as breathtaking! The diva brought her fashion A-game to the Film Festival by opting for an extravagant beige coloured off-shoulder gown. Keeping it summery and breezy, Diana detailed it with fox feathers to add volume. With her hair neatly tied in a bun, the actor kept it subtle and light with a fresh face of makeup complimenting her dress. Her bold red lips added the perfect amount of oomph to the overall look. While this was her first red carpet appearance, it was not the first Cannes related event that she attended.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.