দিল্লি, 20 মে : ভোটযুদ্ধ শেষ । রেজ়াল্ট আসতে এখনও দিন দুয়েকের অপেক্ষা । তবে, এগজ়িট পোল বলছে, "ফের একবার, ক্ষমতায় আসছে মোদি সরকার ।" স্বাভাবিকভাবে খুশি নেতারা । তবে, শরিকদেরও ধরে রাখা জরুরি । মহারাষ্ট্র, পঞ্জাব, বিহার, তামিলনাড়ুতে যথেষ্টই প্রভাব আছে আঞ্চলিক দলগুলির । তাই, শিবসেনা, JDU, AIDMK, TDP, শিরোমণি অকালি দলের নেতৃত্বের সঙ্গে আগেভাগেই বৈঠক সেরে নিতে চাইছেন BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । আগামীকাল ডিনারেরও আয়োজন করা হয়েছে ।
ANI সূত্রের খবর, আগামীকাল মন্ত্রী পরিদষের বৈঠক ডাকা হয়েছে । এরপর NDA নেতাদের জন্য ডিনারের আয়োজন করেছেন স্বয়ং অমিত শাহ । BJP সূত্রের খবর, NDA ফের একবার ক্ষমতায় এলে মন্ত্রিত্ব নিয়ে টানাপোড়েন চলতে পারে । তাই, আগেভাগে বৈঠক সেরে রাখছেন অমিত শাহ । বৈঠকের নির্যাস কী হবে তা হয়তো সময়ই বলবে ।