ETV Bharat / briefs

নিট পরীক্ষার্থীদের জন্য পরিবহন পরিষেবা বাম সংগঠনের - নিট পরীক্ষার্থীদের জন্য পরিবহন পরিষেবা

আজ নিট পরীক্ষা । পরীক্ষার্থীদের পরিবহনে সুবিধার জন্য যানবাহন পরিষেবার ব্যবস্থা করল SITU ।

SITU starts transport services
নিট পরীক্ষার্থীদের জন্য পরিবহন পরিষেবা বাম সংগঠনের
author img

By

Published : Sep 13, 2020, 8:49 AM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : আজ NEET পরীক্ষা । পরীক্ষার্থীরা রাস্তায় যাতে কোনও সমস্যায় না পড়েন, তার জন্য SITU পরিবহন পরিষেবার উদ্যোগ নিল । কম খরচে গাড়ি পেতে সোশাল মিডিয়ায় ইতিমধ্যে প্রচার শুরু করেছে SITU ।

লাগাতার লকডাউনে রাজ্যজুড়ে পরিবহনের কিছু সমস্যা দেখা যাচ্ছে । এইদিকে কলকাতায় ওলা, উবার অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন আপাতত 300 গাড়ি চালাবে । তাই পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে গাড়ির ব্যবস্থা করেছে বাম শ্রমিক সংগঠনটি । যদিও বিনামূল্যে এই পরিবহন নয় । শহরের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য 300 গাড়ির ব্যবস্থা করা হয়েছে । প্রয়োজনে পরীক্ষার্থীরা যোগাযোগ করতে পারেন 900 777 4116, 967 4000 858, 9874 40 40 40, 974 84 63237 এই ফোন নম্বরগুলিতে ।

দক্ষিণ শহরতলি সোনারপুর থেকে উত্তর 24 পরগনার সোদপুর পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে আজ । সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই পরিষেবা মিলবে । পরীক্ষার্থীদের উদ্বিগ্ন অবস্থা থেকে মুক্তি দিতেই শ্রমিক সংগঠন SITU-র এই উদ্যোগ বলে জানালেন SITU-র রাজ্য সম্পাদক অনাদি সাহু ।

কলকাতা, 13 সেপ্টেম্বর : আজ NEET পরীক্ষা । পরীক্ষার্থীরা রাস্তায় যাতে কোনও সমস্যায় না পড়েন, তার জন্য SITU পরিবহন পরিষেবার উদ্যোগ নিল । কম খরচে গাড়ি পেতে সোশাল মিডিয়ায় ইতিমধ্যে প্রচার শুরু করেছে SITU ।

লাগাতার লকডাউনে রাজ্যজুড়ে পরিবহনের কিছু সমস্যা দেখা যাচ্ছে । এইদিকে কলকাতায় ওলা, উবার অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন আপাতত 300 গাড়ি চালাবে । তাই পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে গাড়ির ব্যবস্থা করেছে বাম শ্রমিক সংগঠনটি । যদিও বিনামূল্যে এই পরিবহন নয় । শহরের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য 300 গাড়ির ব্যবস্থা করা হয়েছে । প্রয়োজনে পরীক্ষার্থীরা যোগাযোগ করতে পারেন 900 777 4116, 967 4000 858, 9874 40 40 40, 974 84 63237 এই ফোন নম্বরগুলিতে ।

দক্ষিণ শহরতলি সোনারপুর থেকে উত্তর 24 পরগনার সোদপুর পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে আজ । সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই পরিষেবা মিলবে । পরীক্ষার্থীদের উদ্বিগ্ন অবস্থা থেকে মুক্তি দিতেই শ্রমিক সংগঠন SITU-র এই উদ্যোগ বলে জানালেন SITU-র রাজ্য সম্পাদক অনাদি সাহু ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.