ETV Bharat / briefs

এক কোষ থেকে অন্য কোষে কোরোনা সংক্রমণ হচ্ছে বাহু সম্প্রসারণের মাধ্যমে: গবেষক - ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক গবেষকেরা জানালেন কোরোনা ভাইরাস দেহের একটি কোষকে আক্রমণ করে তা ধারক কোষ হিসেবে ব্যবহার করে এবং বাহু আকারে সম্প্রসারিত হয়ে আশেপাশের কোষগুলিকে প্রভাবিত করে সমগ্র দেহে সংক্রমণ ছড়িয়ে দেয়।

Coronavirus
Coronavirus
author img

By

Published : Jun 30, 2020, 8:43 PM IST

লস অ্যাঞ্জেলস, 30 জুন: সময়ের সঙ্গে সঙ্গে কোরোনা ভাইরাসসম্পর্কে নানা চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করছেন গবেষকেরা। নভেল কোরোনা ভাইরাস কোষেরপ্রোটিনকে দখল করে বাহুর আকারে সম্প্রসারিত হয়ে আশেপাশের কোষগুলিতে পৌঁছায় এবংসংক্রমণ ছড়ায়, এমনটাইজানালেন একদল গবেষক। এই অনুসন্ধানের মাধ্যমে কোন ওষুধ ভাইরাসের সম্প্রসারণের এইপ্রক্রিয়াকে বন্ধ করতে পারে, তা চিহ্নিত করা সম্ভব হবে বলে জানানো হয়েছে ।

EMBL-রইউরোপিয়ান বায়োইনফরমেটিক্স ইনস্টিটিউশন (EMBL-EBI) এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াসান ফ্রান্সিস্কোর গবেষকেরা দেখেন, SARS-CoV-2-র মতো ভাইরাসরা ধারক কোষের গঠনপরিবর্তন করে তাদের মাধ্যমে নতুন ভাইরাল অংশ তৈরি করে। গবেষকেরা জানান, মাঝেমধ্যে ভাইরাসগুলি তাদের ধারককোষের প্রোটিন এবং এনজাইমের মতো অনুগুলির ক্রিয়া-কলাপ প্রভাবিত করে, যা কোষের রাসায়নিক গঠনের পরিবর্তনআনে এবং প্রোটিনের ক্রিয়া-কলাপ পরিবর্তন করে।

রবিবারজার্নাল সেলে প্রকাশিত এই গবেষণাপত্রে গবেষকরা সমস্ত ধারক ও ভাইরাল প্রোটিনবিশ্লেষণ করে দেখান, SARS-CoV-2 সংক্রমণের পরে ফসফরিলেশন নামে একটি এনজাইমেটিক প্রক্রিয়াতেপরিবর্তন দেখা দেয়। তারা ব্যাখ্যা করেন, ফসফরিলেশন কিনেজ নামক ফসফরিল গ্রুপপ্রোটিনে যুক্ত হয়, যা এককোষ থেকে আরেক কোষের যোগাযোগ, কোষের বৃদ্ধি, কোষের মৃত্যু সহ নানা প্রক্রিয়ানিয়ন্ত্রণের মূল ভূমিকা পালন করে।

গবেষকদেরমতে, ধারকপ্রোটিনের ফসফরিলেশন গঠনে পরিবর্তন করে ভাইরাস নিজে থেকেই অন্যান্য কোষ এবং ধারকেসংক্রমণ ছড়িয়ে দিতে পারে। তারা দেখেন, ধারক প্রোটিনের 12 শতাংশ ভাইরাসের সংস্পর্শে আসায়পরিবর্তিত হয়েছে। মূলত কিনাজরাই এই ধরনের পরিবর্তন করতে সক্ষম। ফলে কোরোনাসংক্রমণ রুখতে ও চিকিৎসায় যে ওষুধ গুলি নিয়ে গবেষণা চলছে, তাদের এই ধরনের এনজাইমকে নিয়ন্ত্রণকরার উপর জোর দেওয়া উচিত।

EMBL-EBI গ্রুপের প্রধান এবং গবেষণাপত্রের সহলেখক পেড্রো বেলত্রাও বলেন," এইভাইরাস মানবদেহের কোষগুলির ভাঙ্গন আটকে দেয়, ফলে তারা একটি নির্দিষ্ট জায়গায়অবস্থিত থাকে। এর ফলে ভাইরাসটি একটি সুষ্ঠু এবং উপযুক্ত পরিবেশ পায় নিজেদের হুবহুঅনুকরণ তৈরি করতে। " এই গবেষণার অন্যতম আবিষ্কার হল,SARS-CoV-2 ভাইরাসআক্রান্ত কোষগুলি বাহু আকারের সম্প্রসারণ করে, যা আশেপাশের কোষগুলিতে পৌছে সমগ্রদেহে সংক্রমণ ছড়িয়ে দেয়। তবে এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেনবিশেষজ্ঞরা।

গবেষকেরাদেখেন, ইউ এসফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে ওষুধগুলিতে সম্মতি জানিয়েছেন, তাদের মধ্যে কয়েক ডজন ওষুধ কিনাসেসকেটার্গেট করে। তারা বলেন, এইযৌগগুলির মধ্যে সাতটি প্রাথমিকভাবে অ্যান্ট্যানস্যান্সার এবং প্রদাহজনিত রোগেরযৌগগুলি পরীক্ষাগারে করা পরীক্ষায় শক্তিশালী অ্যান্টিভাইরাল কার্যকলাপ প্রদর্শনকরে।

ক্রগাননামক এক গবেষক জানান, আমাদেরতথ্যসমৃদ্ধ গবেষণার মাধ্যমে নতুন এক সেট ওষুধ চিহ্নিত করা গিয়েছে, যা কোভিড -19 এর বিরুদ্ধে লড়াই করার শক্তিশালীসম্ভাবনা রয়েছে। এই ওষুধ প্যানডেমিক শেষ করতে সাহায্য করবে কি না, তা দেখতে আমরা অত্যন্ত উৎসুক। "

লস অ্যাঞ্জেলস, 30 জুন: সময়ের সঙ্গে সঙ্গে কোরোনা ভাইরাসসম্পর্কে নানা চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করছেন গবেষকেরা। নভেল কোরোনা ভাইরাস কোষেরপ্রোটিনকে দখল করে বাহুর আকারে সম্প্রসারিত হয়ে আশেপাশের কোষগুলিতে পৌঁছায় এবংসংক্রমণ ছড়ায়, এমনটাইজানালেন একদল গবেষক। এই অনুসন্ধানের মাধ্যমে কোন ওষুধ ভাইরাসের সম্প্রসারণের এইপ্রক্রিয়াকে বন্ধ করতে পারে, তা চিহ্নিত করা সম্ভব হবে বলে জানানো হয়েছে ।

EMBL-রইউরোপিয়ান বায়োইনফরমেটিক্স ইনস্টিটিউশন (EMBL-EBI) এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াসান ফ্রান্সিস্কোর গবেষকেরা দেখেন, SARS-CoV-2-র মতো ভাইরাসরা ধারক কোষের গঠনপরিবর্তন করে তাদের মাধ্যমে নতুন ভাইরাল অংশ তৈরি করে। গবেষকেরা জানান, মাঝেমধ্যে ভাইরাসগুলি তাদের ধারককোষের প্রোটিন এবং এনজাইমের মতো অনুগুলির ক্রিয়া-কলাপ প্রভাবিত করে, যা কোষের রাসায়নিক গঠনের পরিবর্তনআনে এবং প্রোটিনের ক্রিয়া-কলাপ পরিবর্তন করে।

রবিবারজার্নাল সেলে প্রকাশিত এই গবেষণাপত্রে গবেষকরা সমস্ত ধারক ও ভাইরাল প্রোটিনবিশ্লেষণ করে দেখান, SARS-CoV-2 সংক্রমণের পরে ফসফরিলেশন নামে একটি এনজাইমেটিক প্রক্রিয়াতেপরিবর্তন দেখা দেয়। তারা ব্যাখ্যা করেন, ফসফরিলেশন কিনেজ নামক ফসফরিল গ্রুপপ্রোটিনে যুক্ত হয়, যা এককোষ থেকে আরেক কোষের যোগাযোগ, কোষের বৃদ্ধি, কোষের মৃত্যু সহ নানা প্রক্রিয়ানিয়ন্ত্রণের মূল ভূমিকা পালন করে।

গবেষকদেরমতে, ধারকপ্রোটিনের ফসফরিলেশন গঠনে পরিবর্তন করে ভাইরাস নিজে থেকেই অন্যান্য কোষ এবং ধারকেসংক্রমণ ছড়িয়ে দিতে পারে। তারা দেখেন, ধারক প্রোটিনের 12 শতাংশ ভাইরাসের সংস্পর্শে আসায়পরিবর্তিত হয়েছে। মূলত কিনাজরাই এই ধরনের পরিবর্তন করতে সক্ষম। ফলে কোরোনাসংক্রমণ রুখতে ও চিকিৎসায় যে ওষুধ গুলি নিয়ে গবেষণা চলছে, তাদের এই ধরনের এনজাইমকে নিয়ন্ত্রণকরার উপর জোর দেওয়া উচিত।

EMBL-EBI গ্রুপের প্রধান এবং গবেষণাপত্রের সহলেখক পেড্রো বেলত্রাও বলেন," এইভাইরাস মানবদেহের কোষগুলির ভাঙ্গন আটকে দেয়, ফলে তারা একটি নির্দিষ্ট জায়গায়অবস্থিত থাকে। এর ফলে ভাইরাসটি একটি সুষ্ঠু এবং উপযুক্ত পরিবেশ পায় নিজেদের হুবহুঅনুকরণ তৈরি করতে। " এই গবেষণার অন্যতম আবিষ্কার হল,SARS-CoV-2 ভাইরাসআক্রান্ত কোষগুলি বাহু আকারের সম্প্রসারণ করে, যা আশেপাশের কোষগুলিতে পৌছে সমগ্রদেহে সংক্রমণ ছড়িয়ে দেয়। তবে এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেনবিশেষজ্ঞরা।

গবেষকেরাদেখেন, ইউ এসফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে ওষুধগুলিতে সম্মতি জানিয়েছেন, তাদের মধ্যে কয়েক ডজন ওষুধ কিনাসেসকেটার্গেট করে। তারা বলেন, এইযৌগগুলির মধ্যে সাতটি প্রাথমিকভাবে অ্যান্ট্যানস্যান্সার এবং প্রদাহজনিত রোগেরযৌগগুলি পরীক্ষাগারে করা পরীক্ষায় শক্তিশালী অ্যান্টিভাইরাল কার্যকলাপ প্রদর্শনকরে।

ক্রগাননামক এক গবেষক জানান, আমাদেরতথ্যসমৃদ্ধ গবেষণার মাধ্যমে নতুন এক সেট ওষুধ চিহ্নিত করা গিয়েছে, যা কোভিড -19 এর বিরুদ্ধে লড়াই করার শক্তিশালীসম্ভাবনা রয়েছে। এই ওষুধ প্যানডেমিক শেষ করতে সাহায্য করবে কি না, তা দেখতে আমরা অত্যন্ত উৎসুক। "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.