ETV Bharat / briefs

"মালদায় পুলিশ BJP-র হয়ে ভোট করিয়েছে", অভিযোগ তৃণমূল নেত্রী সাবিত্রীর - sabitri mitra, malda, police, election

মালদার উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট ছিল । সাবিত্রীদেবী বলেন, "রাজ্য জুড়ে BJP আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ আনছে । কিন্তু মানিকচক ব্লকের মথুরাপুর পঞ্চায়েতের পাঠানপাড়া বুথে পুলিশ ইচ্ছাকৃতভাবে ভোট গ্রহণ প্রক্রিয়ায় সমস্যা তৈরি করেছিল।

সাবিত্রী মিত্র
author img

By

Published : Apr 24, 2019, 2:52 AM IST

Updated : Apr 24, 2019, 5:21 AM IST

মালদা, 24 এপ্রিল : খোদ রাজ্য পুলিশের বিরুদ্ধে BJP-র হয়ে ভোট করানোর অভিযোগ আনলেন মালদার তৃণমূল কংগ্রেস নেত্রী সাবিত্রী মিত্র । তাঁর অভিযোগ, শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশও গতকাল মালদায় BJP-র হয়ে ভোট করিয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল মালদার উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট ছিল । সাবিত্রীদেবী বলেন, "রাজ্য জুড়ে BJP আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ আনছে । কিন্তু মানিকচক ব্লকের মথুরাপুর পঞ্চায়েতের পাঠানপাড়া বুথে পুলিশ ইচ্ছাকৃতভাবে ভোট গ্রহণ প্রক্রিয়ায় সমস্যা তৈরি করেছিল। পুলিশ বুথে ঢোকার মুখে ভোটারদের পরিচয়পত্র পরীক্ষা করেছে, এজন্য ভোটগ্রহণে দেরি হয়েছে । পরিচয়পত্র পরীক্ষা করা পুলিশের কাজ নয় । এই বুথের ৯৯ শতাংশই মুসলিম ভোটার । এখানে BJP-র ভোট নেই । অথচ রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ভোটারদের বলছে, BJP-কে ভোট দাও । বুথের বাইরে আমাদের ক্যাম্পে অনেক মহিলা ভোটার স্লিপ নিতে এসেছিলেন । তাঁদের উপর পুলিশ লাঠি চালিয়েছে । এভাবে নির্বাচন হয় না । আমি জীবনে ১০টি নির্বাচন করেছি । এমন নোংরা নির্বাচন আগে দেখিনি । পুলিশ BJP-কে ভোট দেওয়ার জন্য প্রচার করছে । এর বিরুদ্ধে আমরা অবজ়ারভারের কাছে অভিযোগ দায়ের করব ।"

মালদা, 24 এপ্রিল : খোদ রাজ্য পুলিশের বিরুদ্ধে BJP-র হয়ে ভোট করানোর অভিযোগ আনলেন মালদার তৃণমূল কংগ্রেস নেত্রী সাবিত্রী মিত্র । তাঁর অভিযোগ, শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশও গতকাল মালদায় BJP-র হয়ে ভোট করিয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল মালদার উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট ছিল । সাবিত্রীদেবী বলেন, "রাজ্য জুড়ে BJP আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ আনছে । কিন্তু মানিকচক ব্লকের মথুরাপুর পঞ্চায়েতের পাঠানপাড়া বুথে পুলিশ ইচ্ছাকৃতভাবে ভোট গ্রহণ প্রক্রিয়ায় সমস্যা তৈরি করেছিল। পুলিশ বুথে ঢোকার মুখে ভোটারদের পরিচয়পত্র পরীক্ষা করেছে, এজন্য ভোটগ্রহণে দেরি হয়েছে । পরিচয়পত্র পরীক্ষা করা পুলিশের কাজ নয় । এই বুথের ৯৯ শতাংশই মুসলিম ভোটার । এখানে BJP-র ভোট নেই । অথচ রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ভোটারদের বলছে, BJP-কে ভোট দাও । বুথের বাইরে আমাদের ক্যাম্পে অনেক মহিলা ভোটার স্লিপ নিতে এসেছিলেন । তাঁদের উপর পুলিশ লাঠি চালিয়েছে । এভাবে নির্বাচন হয় না । আমি জীবনে ১০টি নির্বাচন করেছি । এমন নোংরা নির্বাচন আগে দেখিনি । পুলিশ BJP-কে ভোট দেওয়ার জন্য প্রচার করছে । এর বিরুদ্ধে আমরা অবজ়ারভারের কাছে অভিযোগ দায়ের করব ।"

Intro:মালদা, ২৩ এপ্রিল : মারাত্মক অভিযোগ আনলেন জেলা তৃণমূলের অন্যতম নেত্রী, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র৷ তাঁর অভিযোগ, শুধু কেন্দ্রীয়বাহিনী নয়, রাজ্য পুলিশও আজ বিজেপির হয়ে ভোট করেছে৷ মানিকচকের একটি বুথের ভোট নিয়ে এই মন্তব্য করেন তিনি৷ তাঁর এহেন মন্তব্যে প্রশ্ন উঠেছে জেলার পুলিশ মহলে৷Body:         সাবিত্রীদেবীর অভিযোগ, "সারা রাজ্য জুড়ে বিজেপি আমাদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ আনছে৷ মালদায় আজ স্বাভাবিকভাবেই ভোট হচ্ছে৷ মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া বুথে পুলিশ ইচ্ছাকৃতভাবে ভোটগ্রহণে দেরি করেছে৷ তারা ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকার মুখে ভোটারদের পরিচয়পত্র পরীক্ষা করছে৷ এর জন্য ভোটগ্রহণে দেরি হচ্ছে৷ এটা পুলিশের কাজ নয়৷ এই বুথের ৯৯ শতাংশ মুসলিম ভোটার৷ এখানে বিজেপির ভোট নেই৷ অথচ রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ভোটারদের বলছে, বিজেপিকে ভোট দাও৷ বুথের বাইরে আমাদের ক্যাম্পে অনেক মহিলা ভোটার স্লিপ নিতে এসেছিলেন৷ তাঁদের উপর পুলিশ এলোপাতাড়ি লাঠি চার্জ করেছে৷ এভাবে নির্বাচন হয় না৷ আমার জীবনে ১০টি নির্বাচন করেছি৷ এমন নোংরা নির্বাচন আগে দেখিনি৷ আজ পুলিশ বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রচার করছে৷ এর বিরুদ্ধে আমরা অবজারভারের কাছে অভিযোগ দায়ের করব৷"Conclusion:
Last Updated : Apr 24, 2019, 5:21 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.