ETV Bharat / briefs

প্রয়াত রুমা গুহঠাকুরতা

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন । আজ ভোরে তিনি বালিগঞ্জ প্লেসে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

রুমা গুহঠাকুরতা
author img

By

Published : Jun 3, 2019, 9:57 AM IST

Updated : Jun 3, 2019, 12:33 PM IST

কলকাতা, 3 জুন : প্রয়াত অভিনেত্রী রুমা গুহঠাকুরতা । বয়স হয়েছিল 84 । দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন । আজ ভোরে তিনি বালিগঞ্জ প্লেসে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম উল্লেখযোগ্য অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী ছিলেন তিনি । জন্ম 1934 সালে কলকাতায় । রুমা গুহঠাকুরতার বাবা সত্যেন ঘোষ ও মা সতী দেবী দুজনেই ছিলেন সঙ্গীত শিল্পী ।

1958 সালে তিনি কলকাতা ইয়ুথ কয়্যার প্রতিষ্ঠা করেছিলেন । যা অচিরেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে । প্লেব্যাকের পাশাপাশি তিনি একাধিক ছবিতে অভিনয়ে দক্ষতার স্বাক্ষর রেখেছেন ।

প্রথম বিয়ে 1951 সালে কিশোর কুমারের সঙ্গে । সেই বিয়ে মাত্র 7 বছর টিকেছিল । তারপর তিনি বিয়ে করেন অরূপ গুহঠাকুরতাকে । তাঁর তিন ছেলে- মেয়ে । প্রথম বিয়ের সন্তান অমিত কুমার । শ্রমনা গুহঠাকুরতা ও অয়ন গুহঠাকুরতা তাঁর দ্বিতীয় বিয়ের সন্তান ।

লুকোচুরি , তিনকন্যা, বাক্সবদল সহ একাধিক ছবিতে গান গেয়ে তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেন । এছাড়া তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে অন্যতম বালিকা বধূ, গণশত্রু, বাক্স বদল, গণশত্রু, 36 চৌরঙ্গি লেন ও নেমসেক ।

রুমা গুহঠাকুরতার মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তা জানিয়েছেন । সঙ্গীত ও অভিনয় জগতের অপূরণীয় ক্ষতি হল । রুমা গুহঠাকুরতার পরিবার পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানান তিনি । এই মৃত্যু সংবাদ পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে যান ।

কলকাতা, 3 জুন : প্রয়াত অভিনেত্রী রুমা গুহঠাকুরতা । বয়স হয়েছিল 84 । দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন । আজ ভোরে তিনি বালিগঞ্জ প্লেসে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম উল্লেখযোগ্য অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী ছিলেন তিনি । জন্ম 1934 সালে কলকাতায় । রুমা গুহঠাকুরতার বাবা সত্যেন ঘোষ ও মা সতী দেবী দুজনেই ছিলেন সঙ্গীত শিল্পী ।

1958 সালে তিনি কলকাতা ইয়ুথ কয়্যার প্রতিষ্ঠা করেছিলেন । যা অচিরেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে । প্লেব্যাকের পাশাপাশি তিনি একাধিক ছবিতে অভিনয়ে দক্ষতার স্বাক্ষর রেখেছেন ।

প্রথম বিয়ে 1951 সালে কিশোর কুমারের সঙ্গে । সেই বিয়ে মাত্র 7 বছর টিকেছিল । তারপর তিনি বিয়ে করেন অরূপ গুহঠাকুরতাকে । তাঁর তিন ছেলে- মেয়ে । প্রথম বিয়ের সন্তান অমিত কুমার । শ্রমনা গুহঠাকুরতা ও অয়ন গুহঠাকুরতা তাঁর দ্বিতীয় বিয়ের সন্তান ।

লুকোচুরি , তিনকন্যা, বাক্সবদল সহ একাধিক ছবিতে গান গেয়ে তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেন । এছাড়া তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে অন্যতম বালিকা বধূ, গণশত্রু, বাক্স বদল, গণশত্রু, 36 চৌরঙ্গি লেন ও নেমসেক ।

রুমা গুহঠাকুরতার মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তা জানিয়েছেন । সঙ্গীত ও অভিনয় জগতের অপূরণীয় ক্ষতি হল । রুমা গুহঠাকুরতার পরিবার পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানান তিনি । এই মৃত্যু সংবাদ পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে যান ।

Bhubaneswar (Odisha), Jun 03 (ANI): A man from Bhubaneswar, Odisha dreams to establish a museum of rare artifacts. Businessman by profession, Satyaketan Mohanty has been collecting these artifacts since past 23 years. He has already collected about 8000 rare antique objects. Some of his artifacts are claimed to be a million years old. Speaking to Mohanty said, "I have some coins that are at least 2,000 to 2,500 years old. I have coins of Tipu Sultan and Razia Sultan."
Last Updated : Jun 3, 2019, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.