ETV Bharat / briefs

শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হাওড়া জুটমিলের কাজ

author img

By

Published : Apr 6, 2019, 3:28 PM IST

শ্রমিক অসন্তোষের জেরে ফের বন্ধ হাওড়া জুটমিলের কাজ

ঘটনাস্থানের ছবি

হাওড়া, 6 এপ্রিল : শ্রমিক অসন্তোষের জেরে ফের বন্ধ হয়ে গেল হাওড়া জুটমিলের কাজ। এক শ্রমিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে আজ সকাল থেকেই জুটমিলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা।

চলতি বছরের 24 ফেব্রুয়ারি দোলের আগে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় হাওড়া জুটমিলের মালিকপক্ষ। তার জেরে প্রায় সাড়ে 4 হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। 11 দিনের মাথায় ফের জুটমিল খোলা হয়। 19 মার্চ বৈঠকের পর সমাধান সূত্র বেরিয়েছিল। তখন দুটি শিফটে মিল চালু করার সিদ্ধান্ত হয়। শ্রমিকদের DA, গ্র্যাচুইটি ও বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়।

শ্রমিকদের অভিযোগ, বকেয়া টাকার দাবি করায় সরল মিঞা নামে এক কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নোটিশ জারি করা হয়। তাতে দাবি করা হয়, তিনি DA, গ্র্যাচুইটি নিয়ে শ্রমিকদের উস্কানি দিচ্ছেন। সেজন্য তাঁর মিলের ভিতর প্রবেশ নিষিদ্ধ করা হয়। এই নোটিশ নিয়েই শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। অবিলম্বে নোটিশ প্রত্যাহার ও DA, গ্র্যাচুইটি ও বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে আজ সকাল থেকে জুটমিলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। তাদের দাবি, "মিলের শ্রমিক নেতারাও আমাদের পাশে দাঁড়াচ্ছে না। মালিকপক্ষও কথা বলতে গেলে তাদের অস্বীকার করছে।"

হাওড়া, 6 এপ্রিল : শ্রমিক অসন্তোষের জেরে ফের বন্ধ হয়ে গেল হাওড়া জুটমিলের কাজ। এক শ্রমিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে আজ সকাল থেকেই জুটমিলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা।

চলতি বছরের 24 ফেব্রুয়ারি দোলের আগে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় হাওড়া জুটমিলের মালিকপক্ষ। তার জেরে প্রায় সাড়ে 4 হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। 11 দিনের মাথায় ফের জুটমিল খোলা হয়। 19 মার্চ বৈঠকের পর সমাধান সূত্র বেরিয়েছিল। তখন দুটি শিফটে মিল চালু করার সিদ্ধান্ত হয়। শ্রমিকদের DA, গ্র্যাচুইটি ও বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়।

শ্রমিকদের অভিযোগ, বকেয়া টাকার দাবি করায় সরল মিঞা নামে এক কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নোটিশ জারি করা হয়। তাতে দাবি করা হয়, তিনি DA, গ্র্যাচুইটি নিয়ে শ্রমিকদের উস্কানি দিচ্ছেন। সেজন্য তাঁর মিলের ভিতর প্রবেশ নিষিদ্ধ করা হয়। এই নোটিশ নিয়েই শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। অবিলম্বে নোটিশ প্রত্যাহার ও DA, গ্র্যাচুইটি ও বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে আজ সকাল থেকে জুটমিলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। তাদের দাবি, "মিলের শ্রমিক নেতারাও আমাদের পাশে দাঁড়াচ্ছে না। মালিকপক্ষও কথা বলতে গেলে তাদের অস্বীকার করছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.