ETV Bharat / briefs

টানাপোড়েন শেষে উত্তর দিনাজপুরে শুরু বেসরকারি বাস পরিষেবা

রায়গঞ্জে 4 জুন থেকে বেসরকারি বাস পরিষেবা চালু হওয়ার কথা ছিল । মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের টানাপোড়েনে তা বন্ধ থাকে । আজ থেকে ফের বেসরকারি বাস পরিষেবা শুরু হল ।

Bus services in raiganj after lockdown
লকডাউনের পরে রায়গঞ্জে বাস পরিষেবা চালু হল
author img

By

Published : Jun 6, 2020, 12:04 PM IST

Updated : Jun 6, 2020, 12:13 PM IST

রায়গঞ্জ, 6 জুন : বাস মালিক ও শ্রমিক সংগঠন টানাপোড়েনের পর আজ থেকে উত্তর দিনাজপুরে শুরু হল বেসরকারি বাস পরিষেবা । টানা দু'মাসের লকডাউনের পর বাস পরিষেবা চালু হতে স্বাভাবিক ছন্দে ফিরছে জেলা । কোরোনা পরিস্থিতিতে সরকারি নিয়ম-বিধি মেনে পরিষেবা শুরু করেছেন বাস মালিকরা ।

কথা ছিল 4 জুন থেকে উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় বেসরকারি বাস পরিষেবা চালু হবে । কিন্তু বাস মালিক ও শ্রমিক সংগঠনের দোটানায় তা বন্ধ ছিল । আজ থেকে ফের বেসরকারি বাস পরিষেবা চালু হল । প্রত‍্যেক বাসে আসন অনুযায়ী যাত্রী নেওয়া হয় । পাশাপাশি পরিবহনকর্মী ও যাত্রীরা সামাজিক দূরত্ব মেনে, মাস্ক ও গ্লাভস পরে এবং স্যানিটাইজা়র ব্যবহার করে বাসে ওঠা-নামা করেন । প্রথম দিন জেলা সদর রায়গঞ্জ থেকে লোকাল ও দূরপাল্লাসহ বিভিন্ন রুটে বেসরকারি বাস চলাচল শুরু হয়েছে । রায়গঞ্জ-বালুরঘাট, রায়গঞ্জ-শিলিগুড়ি, রায়গঞ্জ-মালদা এই তিন রুটে মোট 9টি বাস চলে । পাশাপাশি লোকাল রুটে কিছু বাস চলেছে । বেসরকারি বাস পরিষেবার সঙ্গে আজ থেকে চালু হল অন্যান্য বেসরকারি যাত্রীবাহী যানবাহন চলাচল । তবে প্রথম দিনে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল ।

রাজ্য সরকার বেসরকারি বাস সংগঠনের সঙ্গে বৈঠক করে 4 জুন থেকে রাস্তায় বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছিল । রায়গঞ্জ বাস ওনার্স অ্যাসোসিয়েশন সেই সিদ্ধান্তের বিষয়ে শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসে । বৈঠকে শ্রমিক সংঠনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য প্রত্যেক শ্রমিকের বিমার দাবি জানানো হয় । এছাড়াও বাসকর্মীদের PPE, হ্যান্ড স‍্যানিটাইজ়ার দেওয়ার দাবি জানানো হয় । মালিকপক্ষ শ্রমিকদের বিমা করার ক্ষেত্রে কিছু বিমা সংস্থার সঙ্গে আলোচনা করে । কিন্তু বিমা সংস্থা মালিকপক্ষের সেই দাবি নাকচ করে দেয় । ফলে, ওই তারিখ থেকে বাস পরিষেবা শুরু করা যায়নি ।

শেষ পর্যন্ত জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে পুরানো ভাড়া নিয়ে বাস চালু করতে রাজি হন মালিকরা । দীপক হাজরা নামে এক বাসচালক জানিয়েছেন, “এতদিন পর মালিকরা বাস চালালেন বলে ভালো লাগছে । প্রথম দিন যাত্রীর সংখ্যা খুব কম । আদৌ যাত্রী হবে কি না তা বলা যাচ্ছে না। মাস্ক, টুপি, গ্লাভস দেওয়া হয়েছে মালিকপক্ষ থেকে ।” নির্মল বর্মন নামে এক যাত্রী জানিয়েছেন, “বেসরকারি বাস চলাচলের ফলে আমাদের সুবিধা হল । এত দিন খুব অসুবিধায় পড়তে হয়েছিল ।”

উত্তর দিনাজপুর জেলা বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক জানান, “যাত্রীর দেখা নেই । আশা করছি, আগামী দিনে যাত্রীর সংখ্যা বাড়বে । জনসাধারণের কথা চিন্তা করে বাস চালানো হচ্ছে । এই পরিস্থিতিতে কতদিন বাস চালানো যাবে জানি না।”

রায়গঞ্জ, 6 জুন : বাস মালিক ও শ্রমিক সংগঠন টানাপোড়েনের পর আজ থেকে উত্তর দিনাজপুরে শুরু হল বেসরকারি বাস পরিষেবা । টানা দু'মাসের লকডাউনের পর বাস পরিষেবা চালু হতে স্বাভাবিক ছন্দে ফিরছে জেলা । কোরোনা পরিস্থিতিতে সরকারি নিয়ম-বিধি মেনে পরিষেবা শুরু করেছেন বাস মালিকরা ।

কথা ছিল 4 জুন থেকে উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় বেসরকারি বাস পরিষেবা চালু হবে । কিন্তু বাস মালিক ও শ্রমিক সংগঠনের দোটানায় তা বন্ধ ছিল । আজ থেকে ফের বেসরকারি বাস পরিষেবা চালু হল । প্রত‍্যেক বাসে আসন অনুযায়ী যাত্রী নেওয়া হয় । পাশাপাশি পরিবহনকর্মী ও যাত্রীরা সামাজিক দূরত্ব মেনে, মাস্ক ও গ্লাভস পরে এবং স্যানিটাইজা়র ব্যবহার করে বাসে ওঠা-নামা করেন । প্রথম দিন জেলা সদর রায়গঞ্জ থেকে লোকাল ও দূরপাল্লাসহ বিভিন্ন রুটে বেসরকারি বাস চলাচল শুরু হয়েছে । রায়গঞ্জ-বালুরঘাট, রায়গঞ্জ-শিলিগুড়ি, রায়গঞ্জ-মালদা এই তিন রুটে মোট 9টি বাস চলে । পাশাপাশি লোকাল রুটে কিছু বাস চলেছে । বেসরকারি বাস পরিষেবার সঙ্গে আজ থেকে চালু হল অন্যান্য বেসরকারি যাত্রীবাহী যানবাহন চলাচল । তবে প্রথম দিনে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল ।

রাজ্য সরকার বেসরকারি বাস সংগঠনের সঙ্গে বৈঠক করে 4 জুন থেকে রাস্তায় বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছিল । রায়গঞ্জ বাস ওনার্স অ্যাসোসিয়েশন সেই সিদ্ধান্তের বিষয়ে শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসে । বৈঠকে শ্রমিক সংঠনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য প্রত্যেক শ্রমিকের বিমার দাবি জানানো হয় । এছাড়াও বাসকর্মীদের PPE, হ্যান্ড স‍্যানিটাইজ়ার দেওয়ার দাবি জানানো হয় । মালিকপক্ষ শ্রমিকদের বিমা করার ক্ষেত্রে কিছু বিমা সংস্থার সঙ্গে আলোচনা করে । কিন্তু বিমা সংস্থা মালিকপক্ষের সেই দাবি নাকচ করে দেয় । ফলে, ওই তারিখ থেকে বাস পরিষেবা শুরু করা যায়নি ।

শেষ পর্যন্ত জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে পুরানো ভাড়া নিয়ে বাস চালু করতে রাজি হন মালিকরা । দীপক হাজরা নামে এক বাসচালক জানিয়েছেন, “এতদিন পর মালিকরা বাস চালালেন বলে ভালো লাগছে । প্রথম দিন যাত্রীর সংখ্যা খুব কম । আদৌ যাত্রী হবে কি না তা বলা যাচ্ছে না। মাস্ক, টুপি, গ্লাভস দেওয়া হয়েছে মালিকপক্ষ থেকে ।” নির্মল বর্মন নামে এক যাত্রী জানিয়েছেন, “বেসরকারি বাস চলাচলের ফলে আমাদের সুবিধা হল । এত দিন খুব অসুবিধায় পড়তে হয়েছিল ।”

উত্তর দিনাজপুর জেলা বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক জানান, “যাত্রীর দেখা নেই । আশা করছি, আগামী দিনে যাত্রীর সংখ্যা বাড়বে । জনসাধারণের কথা চিন্তা করে বাস চালানো হচ্ছে । এই পরিস্থিতিতে কতদিন বাস চালানো যাবে জানি না।”

Last Updated : Jun 6, 2020, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.