ETV Bharat / briefs

বোতাম টিপলে BJP-তে ভোট পড়ছে, খণ্ডঘোষে তৃণমূলের অভিযোগ খারিজ সেক্টর অফিসারের - tmc

খণ্ডঘোষের 210 নম্বর বুথে ভোটগ্রহণ বন্ধ । সেখানে EVM-এ বোতাম টিপলে BJP-তে ভোট পড়ার অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের । অভিযোগ খারিজ সেক্টর অফিসারের

khandaghosh
author img

By

Published : May 12, 2019, 11:29 AM IST

Updated : May 12, 2019, 6:25 PM IST

খণ্ডঘোষ, 12 মে : EVM-এ বোতাম টিপলেই BJP-তে ভোট পড়ছে বলে অভিযোগ । ঘটনাটি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের খণ্ডঘোষের উখরিদ হরিজন প্রাথমিক বিদ্যালয়ের 210 নম্বর বুথের ঘটনা । এই অভিযোগে এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা ।

এখন খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের 210 নম্বর বুথে ভোটগ্রহণ বন্ধ আছে । পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, "এই ধরনের অভিযোগ পেয়েছি । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।"

জেলাপ্রশাসনের তরফে জানানো হয়েছে, সেক্টর অফিসার EVM পরীক্ষা করে জানিয়েছেন অভিযোগ ঠিক নয় । পুনরায় ওই EVM এ ভোটগ্রহণ শুরু হয়েছে ।

খণ্ডঘোষ, 12 মে : EVM-এ বোতাম টিপলেই BJP-তে ভোট পড়ছে বলে অভিযোগ । ঘটনাটি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের খণ্ডঘোষের উখরিদ হরিজন প্রাথমিক বিদ্যালয়ের 210 নম্বর বুথের ঘটনা । এই অভিযোগে এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা ।

এখন খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের 210 নম্বর বুথে ভোটগ্রহণ বন্ধ আছে । পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, "এই ধরনের অভিযোগ পেয়েছি । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।"

জেলাপ্রশাসনের তরফে জানানো হয়েছে, সেক্টর অফিসার EVM পরীক্ষা করে জানিয়েছেন অভিযোগ ঠিক নয় । পুনরায় ওই EVM এ ভোটগ্রহণ শুরু হয়েছে ।

Intro:ইভিএমে বোতাম টিপলেই বিজেপিতে ভোট পড়ছে এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল তৃণমূলের কর্মী সমর্থকেরা। খন্ডঘোষের উখরিদ হরিজন প্রাথমিক বিদ্যালয়ের ২১০ নং বুথের ঘটনা। পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন এই ধরণের অভিযোগ পেয়েছি খতিয়ে দেখা হচ্ছে।Body:ইভিএমের বোতাম টিপলেই ভোট বিজেপিতেConclusion:বিক্ষোভ
Last Updated : May 12, 2019, 6:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.