অন্ডাল, 1 ফেব্রুয়ারি : জাতীয় সড়কের ধারে ছিনতাই কয়েক লক্ষ টাকা । ঘটনাটি ঘটেছে অন্ডালে 2 নম্বর জাতীয় সড়কে । পুলিশ জানতে পেরে অভিযান চালিয়ে সিনেমার কায়দায়, আসানসোল উত্তর থানায় কন্যাপুর ফাঁড়ি এলাকায় দুষ্কৃতীদের গ্রেফতার করতে সক্ষম হয় । প্রায় সাড়ে তিনলক্ষ টাকা উদ্ধার হয়েছে ৷ উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্রও । এই ঘটনায় উত্তর থানায় কন্যাপুর ফাঁড়ি এলাকা থেকে দু'জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশের আধিকারিক অভিষেক গুপ্ত (Police arrests money looters in Andal Paschim Bardhaman) ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুর্গাপুরের ঝান্ডাবাদ এলাকার একটি বেসরকারি কারখানার কর্মী সাড়ে চারলক্ষ টাকা নিয়ে জামুড়িয়া যাচ্ছিলেন । তিনি বাইকে রওনা দেন । অন্ডাল থানার কাজোড়া টপলাইন এলাকার দু'নম্বর জাতীয় সড়কের একটি ইকো স্পোর্টস গাড়িতে থাকা দুষ্কৃতীরা ওই ব্যক্তির কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় । তিনি সঙ্গে সঙ্গে তাঁর কোম্পানি এবং পুলিশে খবর দেন ।
আরও পড়ুন : Cash Snatching: বাইক আরোহীর 8 লাখ টাকা ছিনতাই, চাঞ্চল্য পোলবায়
টাকা নিয়ে গাড়িটি আসানসোলের দিকে পালায় । অন্ডাল থানার পুলিশ তা জানতে পেরে দ্রুততার সঙ্গে আসানসোলের সমস্ত থানাকে সতর্ক করে । নাকা চেকিং শুরু হয় প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে । পাশাপাশি দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করে পুলিশ । জেকে নগরের কাছে, পুলিশ গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করলে ছিনতাইবাজরা পালানোর চেষ্টা করে । কাল্লা মোড়ের কাছে এসে গাড়ি ব্যারিকেড ভেঙে উলটো দিকের রাস্তায় ঢুকে পড়ে । এরপর কন্যাপুর ফাঁড়ি এলাকায় গাড়িটিকে ধরে ফেলে পুলিশ । এই ঘটনা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে ।
দুষ্কৃতীদের কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা উদ্ধার করা গিয়েছে । বাকি টাকা কোথায় গেল, তা খোঁজ করছে পুলিশ । অনুমান, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে । তাদেরও ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।