ETV Bharat / briefs

পথে নগরপাল, বজ্র আঁটুনি কনটেইনমেন্ট জ়োনে - containment

কনটেইনমেন্ট জ়োনগুলিতে লকডাউন খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা । কর্তব্যরত পুলিশকর্মীদের দিলেন প্রয়োজনীয় নির্দেশ ।

COVID-19
COVID-19
author img

By

Published : Jul 11, 2020, 6:06 AM IST

কলকাতা, 10 জুলাই : কনটেইনমেন্ট জ়োনে লকডাউন খতিয়ে দেখতে পথে নামলেন কলকাতার নগরপাল অনুজ শর্মা । বেশ কিছু এলাকার কনটেইনমেন্ট জ়োন ঘুরে দেখলেন তিনি । পাশাপাশি অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররাও গেলেন বিভিন্ন কনটেইনমেন্ট জ়োনে । সেখানে কর্তব্যরত পুলিশকর্মীদের দিলেন প্রয়োজনীয় নির্দেশ ।

আজ উলটোডাঙার বেশ কয়েকটি অঞ্চলে যান পুলিশ কমিশনার । কথা বলেন, স্থানীয় থানার OC এবং কনটেইনমেন্ট জ়োনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের সঙ্গে । পরে তিনি যান গিরীশ পার্কের বলরাম দে স্ট্রিটসহ মধ্য কলকাতার আরও কয়েকটি এলাকায় । ভবানীপুরের চক্রবেরিয়া রোড উত্তর এবং দক্ষিণ, শরৎ বোস রোড পন্দিতিয়া প্রভৃতি এলাকা ঘুরে দেখেন যুগ্ম-কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা, DC সাউথ মিরাজ খালিদ । অন্যদিকে, বেহালার 130 নম্বর ওয়ার্ডের ভুবন মোহন রায় রোড এবং প্রগতি পল্লি এলাকায় পরিদর্শনে আসেন DC সাউথ-ওয়েস্ট নীলাঞ্জন বিশ্বাস । এলাকা থেকে কেউ যাতে বাইরে না বের হন তা নিশ্চিত করার পাশাপাশি ওই এলাকার প্রবীণ নাগরিকদের বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে । তাঁদের ওষুধ থেকে শুরু করে যে-কোনও প্রয়োজনে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ অফিসাররা ।

বেশ কিছু কনটেইনমেন্ট জ়োনে পুলিশ এবং পৌরনিগমের তরফে খোলা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ । যে'গুলিতে সকাল দশটার মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা দিলে, তা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে । আবার উল্টোডাঙা, তেলেঙ্গাবাগান এবং সংলগ্ন এলাকাগুলিতে দেওয়ালে দেওয়ালে লাগানো হয়েছে পোস্টার । যেখানে আটটি ফোন নম্বর দেওয়া হয়েছে । ওই নম্বরগুলিতে ফোন করলে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন ওই এলাকার কো-অর্ডিনেটর অনিন্দ্য কিশোর রাউত এবং তাঁর স্বেচ্ছাসেবকরা ।

কলকাতা, 10 জুলাই : কনটেইনমেন্ট জ়োনে লকডাউন খতিয়ে দেখতে পথে নামলেন কলকাতার নগরপাল অনুজ শর্মা । বেশ কিছু এলাকার কনটেইনমেন্ট জ়োন ঘুরে দেখলেন তিনি । পাশাপাশি অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররাও গেলেন বিভিন্ন কনটেইনমেন্ট জ়োনে । সেখানে কর্তব্যরত পুলিশকর্মীদের দিলেন প্রয়োজনীয় নির্দেশ ।

আজ উলটোডাঙার বেশ কয়েকটি অঞ্চলে যান পুলিশ কমিশনার । কথা বলেন, স্থানীয় থানার OC এবং কনটেইনমেন্ট জ়োনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের সঙ্গে । পরে তিনি যান গিরীশ পার্কের বলরাম দে স্ট্রিটসহ মধ্য কলকাতার আরও কয়েকটি এলাকায় । ভবানীপুরের চক্রবেরিয়া রোড উত্তর এবং দক্ষিণ, শরৎ বোস রোড পন্দিতিয়া প্রভৃতি এলাকা ঘুরে দেখেন যুগ্ম-কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা, DC সাউথ মিরাজ খালিদ । অন্যদিকে, বেহালার 130 নম্বর ওয়ার্ডের ভুবন মোহন রায় রোড এবং প্রগতি পল্লি এলাকায় পরিদর্শনে আসেন DC সাউথ-ওয়েস্ট নীলাঞ্জন বিশ্বাস । এলাকা থেকে কেউ যাতে বাইরে না বের হন তা নিশ্চিত করার পাশাপাশি ওই এলাকার প্রবীণ নাগরিকদের বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে । তাঁদের ওষুধ থেকে শুরু করে যে-কোনও প্রয়োজনে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ অফিসাররা ।

বেশ কিছু কনটেইনমেন্ট জ়োনে পুলিশ এবং পৌরনিগমের তরফে খোলা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ । যে'গুলিতে সকাল দশটার মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা দিলে, তা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে । আবার উল্টোডাঙা, তেলেঙ্গাবাগান এবং সংলগ্ন এলাকাগুলিতে দেওয়ালে দেওয়ালে লাগানো হয়েছে পোস্টার । যেখানে আটটি ফোন নম্বর দেওয়া হয়েছে । ওই নম্বরগুলিতে ফোন করলে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন ওই এলাকার কো-অর্ডিনেটর অনিন্দ্য কিশোর রাউত এবং তাঁর স্বেচ্ছাসেবকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.