ETV Bharat / briefs

কে কার ছেলে জেনে লাভ নেই, কোনও মারধর বরদাস্ত হবে না: মোদি - প্রধানমন্ত্রী

26 জুন সরকারি আধিকারিককে ব্যাট দিয়ে মারধরের পর গ্রেপ্তার করা হয় আকাশ বিজয়বর্গীয়কে। এ বার সেই ঘটনার সমালোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি
author img

By

Published : Jul 2, 2019, 12:37 PM IST

Updated : Jul 2, 2019, 1:33 PM IST

দিল্লি, 2 জুলাই : ক্রিকেট ব্যাট দিয়ে পুর আধিকারিককে পিটিয়ে জেলে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ। সেই ঘটনায় এ বার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দিল্লিতে সংসদীয় বৈঠকের সময় প্রধানমন্ত্রী এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করেন । তিনি বলেন, এ জাতীয় ব্যবহার কোনওভাবেই বরদাস্ত করা হবে না । এ জাতীয় ব্যবহার কেউ করলে তাঁকে বরখাস্ত করা হবে বলেও উল্লেখ করেন মোদি ।

মোদি এ দিনের বৈঠকে বলেন, আকাশ কার সন্তান, তা একেবারেই জানা জরুরি নয়, কারণ অন্যায়টা অন্যায়ই । এ রকম ব্যবহার ভবিষ্যতে বরদাস্ত করা হবে না বলেও উল্লেখ করেন তিনি ।

যদিও এই ঘটনার পর জামিনে মুক্তি পেয়েছেন আকাশ । জামিনে মুক্তি পেতেই দলীয় বিধায়ককে ঘিরে উৎসবে মেতেওছেন সদস্যরা। তাসা-ব্যান্ড পার্টি-সহ জেলের সামনেই তাঁকে মালা পরিয়ে বীরের মর্যাদা দিয়ে নিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। উচ্ছ্বাস প্রকাশে বিজেপি অফিসের সামনে শূন্যে গুলি ছুড়ে দলীয় বিধায়কের মুক্তি উদযাপন করেন দলীয় কর্মী সমর্থকরা। আর ইন্দোরের বিজেপি বিধায়কের মন্তব্য, ''জেলে খুব ভাল সময় কাটিয়েছি।''
মোদি এই ঘটনারও তীব্র নিন্দা করে বলেন, যাঁরা আকাশকে বরণ করতে গিয়েছিলেন, তাঁদের আর দলে রাখা হবে না।

একজন সরকারি আধিকারিককে পিটিয়ে জেল খাটার পরও এ ভাবে উৎসবের মেজাজে বরণ করা নিয়ে বিজেপিকে কটাক্ষ করে মধ্যপ্রদেশ কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী কমলনাথও ঘটনার কড়া সমালোচনা করেন। 26 জুন সরকারি আধিকারিককে ব্যাট দিয়ে মারধরের পর গ্রেপ্তার করা হয় আকাশকে। 30 তারিখই জামিন মেলে তাঁর।

দিল্লি, 2 জুলাই : ক্রিকেট ব্যাট দিয়ে পুর আধিকারিককে পিটিয়ে জেলে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ। সেই ঘটনায় এ বার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দিল্লিতে সংসদীয় বৈঠকের সময় প্রধানমন্ত্রী এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করেন । তিনি বলেন, এ জাতীয় ব্যবহার কোনওভাবেই বরদাস্ত করা হবে না । এ জাতীয় ব্যবহার কেউ করলে তাঁকে বরখাস্ত করা হবে বলেও উল্লেখ করেন মোদি ।

মোদি এ দিনের বৈঠকে বলেন, আকাশ কার সন্তান, তা একেবারেই জানা জরুরি নয়, কারণ অন্যায়টা অন্যায়ই । এ রকম ব্যবহার ভবিষ্যতে বরদাস্ত করা হবে না বলেও উল্লেখ করেন তিনি ।

যদিও এই ঘটনার পর জামিনে মুক্তি পেয়েছেন আকাশ । জামিনে মুক্তি পেতেই দলীয় বিধায়ককে ঘিরে উৎসবে মেতেওছেন সদস্যরা। তাসা-ব্যান্ড পার্টি-সহ জেলের সামনেই তাঁকে মালা পরিয়ে বীরের মর্যাদা দিয়ে নিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। উচ্ছ্বাস প্রকাশে বিজেপি অফিসের সামনে শূন্যে গুলি ছুড়ে দলীয় বিধায়কের মুক্তি উদযাপন করেন দলীয় কর্মী সমর্থকরা। আর ইন্দোরের বিজেপি বিধায়কের মন্তব্য, ''জেলে খুব ভাল সময় কাটিয়েছি।''
মোদি এই ঘটনারও তীব্র নিন্দা করে বলেন, যাঁরা আকাশকে বরণ করতে গিয়েছিলেন, তাঁদের আর দলে রাখা হবে না।

একজন সরকারি আধিকারিককে পিটিয়ে জেল খাটার পরও এ ভাবে উৎসবের মেজাজে বরণ করা নিয়ে বিজেপিকে কটাক্ষ করে মধ্যপ্রদেশ কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী কমলনাথও ঘটনার কড়া সমালোচনা করেন। 26 জুন সরকারি আধিকারিককে ব্যাট দিয়ে মারধরের পর গ্রেপ্তার করা হয় আকাশকে। 30 তারিখই জামিন মেলে তাঁর।

Mumbai, July 02 (ANI): Mumbai received intense spells of rain. It led to water logging in several parts of the city. Meanwhile, railway tracks were also submerged at Sion railway station, after heavy rains in the area. As per IMD, intense spells of rainfall is likely to continue in the districts of Mumbai in next 2 hours. Maharashtra government declared July 2 as public holiday.
Last Updated : Jul 2, 2019, 1:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.