কলকাতা, 30 জুন : সপ্তাহের কাজের দিনগুলোতে অফিস টাইমে মেট্রোয় থাকে বাদুরঝোলা ভিড় । অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে মেট্রোর গেট বন্ধ করতেও সমস্যায় পড়তে হয় । গেটের ভিতরে কোনওরকমে শরীরটা প্রবেশ করিয়েই শুরু হয় ঠেলাঠেলি । কামরার ভিতরে ঠিকভাবে দু'টো পা রাখার জায়গায়ও থাকে না । এমন ভিড়ের অপেক্ষাতেই থাকে ওরা । তারপর সুযোগ বুঝে যাত্রীদের অসতর্ক মুহূর্তের সুযোগ নিয়ে তুলে নেয় মোবাইল বা ওয়ালেট । গতকাল কলকাতা পুলিশ বিশেষ অভিযান চালায় । আর তাতেই পুলিশের জালে ধরা পড়ে 11 জন পকেটমার ।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি মেট্রোয় পকেটমার বা মোবাইল চুরির ঘটনা নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়েছিল । এর আগে 21 জন পকেটমারকে ধরা হয়েছিল । শোনা যায়, মেট্রোয় হাতসাফাইয়ের কাজ করে মহিলারাও । এর আগে কয়েকজন মহিলাকেও এই অভিযোগে ধরা হয়েছে । আপাতদৃষ্টিতে দেখলে বোঝা যাবে না যে কোনও মুহূর্তে ওরা কারও ব্যাগ কেটে বা পকেটে ব্লেড চালিয়ে হাতিয়ে নিতে পারে পার্স । পুলিশ জানাচ্ছে, সাধারণ অফিসযাত্রীর মতোই সেজেগুজে মেট্রোয় উঠে ওরা । শ্যামবাজার থেকে কালীঘাট পর্যন্তই ওদের অবাধ বিচরণ । রীতিমত টিকিট কেটে সকালে দেড় থেকে দু'ঘণ্টা আর বিকেলে দেড় থেকে দু'ঘণ্টা চলে এই কাজ । বাকি সময়টাও তক্কে তক্কে থাকে । আর কোনও কারণে কিছুক্ষণ মেট্রো বন্ধ থাকলে তো কথাই নেই । হাজির হয়ে যায় ওরা । স্বাভাবিকভাবেই তখন আপ এবং ডাউন উভয় লাইনে ভিড় থাকে ব্যাপক । সেই সুযোগে চলে হাতসাফাই ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে পাওয়া গেছে 11 টি মোবাইল ফোন । তাদের জিজ্ঞাসাবাদ করে খোঁজ পাওয়া গেছে এই চক্রের আরও কয়েকজনের । তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ ।