ETV Bharat / briefs

প্রধান বিচারপতি বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন : সুপ্রিম কোর্টের প্যানেল - Sex harassment charges against Chief Justice baseless, finds Supreme Court in-house panel

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার যে অভিযোগ উঠেছিল, তা ভিত্তিহীন বলে আজ জানাল সুপ্রিম কোর্টের ইন-হাউজ় প্যানেল ।

রঞ্জন গগৈ
author img

By

Published : May 6, 2019, 5:13 PM IST

Updated : May 6, 2019, 7:22 PM IST

দিল্লি, 6 মে : প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন । তদন্তের পর আজ একথা জানাল তিন সদস্যের সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ প্যানেল ।

শীর্ষ আদালতের তরফে বিবৃতিতে বলা হয়, "অভ্যন্তরীণ প্যানেল 19 এপ্রিলের সুপ্রিম কোর্টের এক প্রাক্তন কর্মীর অভিযোগের কোনও ভিত্তি খুঁজে পায়নি । " পাশাপাশি, বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারপতি ইন্দু মালহোত্রাকে নিয়ে গঠিত কমিটি জানায়, কমিটির তদন্ত রিপোর্ট জনসমক্ষে আনতে বাধ্য নয় । অর্থাৎ অভিযোগকারিণীকেও কমিটির তদন্ত রিপোর্ট দেখানো হবে না ।

কমিটির পরিবেশ অত্যন্ত ভীতিজনক । নিজের কোনও আইনজীবীকে না আনতে পারার জন্য বা আইনজীবীর সঙ্গে কমিটির বিচার সম্পর্কে আলোচনা করতে না পারায় নার্ভাস বোধ করছেন । এই যুক্তিতে মঙ্গলবার তদন্ত থেকে নিজেকে সরিয়ে নেন অভিযোগকারিণী । বুধবার অভ্যন্তরীণ প্যানেলের সামনে হাজির হয়েছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ । তারপর আজ নিজেদের রিপোর্ট জানায় কমিটি ।

দিল্লি, 6 মে : প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন । তদন্তের পর আজ একথা জানাল তিন সদস্যের সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ প্যানেল ।

শীর্ষ আদালতের তরফে বিবৃতিতে বলা হয়, "অভ্যন্তরীণ প্যানেল 19 এপ্রিলের সুপ্রিম কোর্টের এক প্রাক্তন কর্মীর অভিযোগের কোনও ভিত্তি খুঁজে পায়নি । " পাশাপাশি, বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারপতি ইন্দু মালহোত্রাকে নিয়ে গঠিত কমিটি জানায়, কমিটির তদন্ত রিপোর্ট জনসমক্ষে আনতে বাধ্য নয় । অর্থাৎ অভিযোগকারিণীকেও কমিটির তদন্ত রিপোর্ট দেখানো হবে না ।

কমিটির পরিবেশ অত্যন্ত ভীতিজনক । নিজের কোনও আইনজীবীকে না আনতে পারার জন্য বা আইনজীবীর সঙ্গে কমিটির বিচার সম্পর্কে আলোচনা করতে না পারায় নার্ভাস বোধ করছেন । এই যুক্তিতে মঙ্গলবার তদন্ত থেকে নিজেকে সরিয়ে নেন অভিযোগকারিণী । বুধবার অভ্যন্তরীণ প্যানেলের সামনে হাজির হয়েছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ । তারপর আজ নিজেদের রিপোর্ট জানায় কমিটি ।


Doda (Jammu and Kashmir), May 05 (ANI): The Indian Army organised a cycling expedition for girls in Jammu and Kashmir's Doda on Saturday. Around 35 girls from different schools of Doda district participated in the event. It was commenced at Bhaderwah and concluded at Pul Doda. The Indian Army has organsied such event for the very first time in Chenab Valley.
Last Updated : May 6, 2019, 7:22 PM IST

For All Latest Updates

TAGGED:

SC
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.