ETV Bharat / briefs

কনটেইনমেন্ট জ়োনে কঠোরভাবে মানতে হবে লকডাউন, নির্দেশ নগরপালের - Container zone

কলকাতার কনটেইনমেন্ট জ়োনগুলিতে কড়াভাবে লকডাউন পালনের নির্দেশ দিয়েছেন নগরপাল অনুজ শর্মা। কোনও সমস্যায় পড়লে 100 ডায়ালে ফোন করার কথা জানিয়েছেন । ইতিমধ্যেই কলকাতার কনটেইনমেন্ট জ়োনগুলিকে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে ।

Lockdown, lalbazar
Lockdown, lalbazar
author img

By

Published : Jul 9, 2020, 5:25 PM IST

কলকাতা, 9 জুলাই : আজ বিকেল থেকে রাজ্যের কনটেইনমেন্ট জ়োনগুলিতে শুরু হচ্ছে লকডাউন। বিকেল পাঁচটা থেকেই একেবারে বন্ধ করে দেওয়া হবে ওইসব এলাকা। ইতিমধ্যেই কলকাতায় চিহ্নিত করা হয়েছে কনটেইনমেন্ট জ়োন। সংক্রমণের নিরিখে রাজ্যের শীর্ষে থাকা কলকাতার এই জ়োনগুলিতে কড়াভাবে লকডাউন পালনের নির্দেশ দিয়েছেন নগরপাল। একইসঙ্গে ওইসব এলাকার মানুষদের উদ্দেশে দিয়েছেন বার্তা। জানিয়েছেন, কোনও সমস্যায় পড়লে 100 ডায়ালে ফোন করার কথা।

রাজ্যের প্রতিদিনই বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা। গতকাল নতুন করে আক্রান্ত হয়েছেন 986 জন। আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24,823। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 7,705। কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা 8,046। গতকাল নতুন করে সংক্রমিত হয়েছেন 366 জন। যা রাজ্যের মধ্যে সর্বাধিক। মৃত্যুর নিরিখেও কলকাতা রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে। এখনও পর্যন্ত 444 জনের মৃত্যু হয়েছে কলকাতায়। গতকাল কলকাতা এবং উত্তর 24 পরগনায় ছয় জন করে কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। গতকাল রাজ্যে মোট মৃত‍্যু হয়েছে 23 জনের। এই মুহূর্তে কলকাতায় সক্রিয় কোরোনা রোগীর সংখ্যা 2,814 জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা 1,708 জন। সবমিলিয়ে এই পরিসংখ্যানগুলি কলকাতার জন্য যথেষ্ট উদ্বেগের। সংক্রমণ ঠেকাতে তাই রাজ্য প্রশাসনের তরফে নতুন আঙ্গিকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে কনটেইনমেন্ট জ়োনগুলিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। এখনও পর্যন্ত কলকাতায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা 25। তবে এই তালিকা প্রতিদিনই পরিবর্তিত হবে। সেক্ষেত্রে আক্রান্তের পরিসংখ্যান অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আর সেই কারণে কলকাতা পৌরনিগমের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে বলা হয়েছে পুলিশকে। সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


লালবাজারের তরফে প্রতিটি থানাকে আক্রান্তদের বিষয়ে খোঁজখবর রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই তথ্য পৌরনিগমকে দেওয়া হবে। এই কাজে সমন্বয় রাখা হবে রাজ্য স্বাস্থ্যদপ্তরের সঙ্গেও। প্রতিটি কনটেইনমেন্ট জ়োনকে ইতিমধ্যেই বাঁশ দিয়ে ঘিরে ফেলার পাশাপাশি পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়েছে। যাতে কেউ বাইরে আসতে না পারে তা নিশ্চিত করতে বলা হয়েছে। অন্যদিকে আবার এই জ়োনগুলির বাসিন্দারা যাতে কোনও অসুবিধায় না পড়েন, সেদিকে খেয়াল রাখতে হবে। এই নির্দেশ দিয়েছেন নগরপাল অনুজ শর্মা। ওই এলাকায় কোনও বয়স্ক নাগরিক যদি থাকেন তাঁর বিশেষভাবে খোঁজ খবর রাখার কথা বলা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে যুগ্ম কমিশনার, অতিরিক্ত কমিশনার, স্পেশাল কমিশনার এবং ডেপুটি কমিশনারদের নিয়ে বৈঠক করেছেন নগরপাল। সেখানে অঞ্চলগুলির বিষয়ে খুঁটিনাটি জানতে চান তিনি।

কলকাতা, 9 জুলাই : আজ বিকেল থেকে রাজ্যের কনটেইনমেন্ট জ়োনগুলিতে শুরু হচ্ছে লকডাউন। বিকেল পাঁচটা থেকেই একেবারে বন্ধ করে দেওয়া হবে ওইসব এলাকা। ইতিমধ্যেই কলকাতায় চিহ্নিত করা হয়েছে কনটেইনমেন্ট জ়োন। সংক্রমণের নিরিখে রাজ্যের শীর্ষে থাকা কলকাতার এই জ়োনগুলিতে কড়াভাবে লকডাউন পালনের নির্দেশ দিয়েছেন নগরপাল। একইসঙ্গে ওইসব এলাকার মানুষদের উদ্দেশে দিয়েছেন বার্তা। জানিয়েছেন, কোনও সমস্যায় পড়লে 100 ডায়ালে ফোন করার কথা।

রাজ্যের প্রতিদিনই বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা। গতকাল নতুন করে আক্রান্ত হয়েছেন 986 জন। আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24,823। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 7,705। কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা 8,046। গতকাল নতুন করে সংক্রমিত হয়েছেন 366 জন। যা রাজ্যের মধ্যে সর্বাধিক। মৃত্যুর নিরিখেও কলকাতা রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে। এখনও পর্যন্ত 444 জনের মৃত্যু হয়েছে কলকাতায়। গতকাল কলকাতা এবং উত্তর 24 পরগনায় ছয় জন করে কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। গতকাল রাজ্যে মোট মৃত‍্যু হয়েছে 23 জনের। এই মুহূর্তে কলকাতায় সক্রিয় কোরোনা রোগীর সংখ্যা 2,814 জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা 1,708 জন। সবমিলিয়ে এই পরিসংখ্যানগুলি কলকাতার জন্য যথেষ্ট উদ্বেগের। সংক্রমণ ঠেকাতে তাই রাজ্য প্রশাসনের তরফে নতুন আঙ্গিকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে কনটেইনমেন্ট জ়োনগুলিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। এখনও পর্যন্ত কলকাতায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা 25। তবে এই তালিকা প্রতিদিনই পরিবর্তিত হবে। সেক্ষেত্রে আক্রান্তের পরিসংখ্যান অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আর সেই কারণে কলকাতা পৌরনিগমের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে বলা হয়েছে পুলিশকে। সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


লালবাজারের তরফে প্রতিটি থানাকে আক্রান্তদের বিষয়ে খোঁজখবর রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই তথ্য পৌরনিগমকে দেওয়া হবে। এই কাজে সমন্বয় রাখা হবে রাজ্য স্বাস্থ্যদপ্তরের সঙ্গেও। প্রতিটি কনটেইনমেন্ট জ়োনকে ইতিমধ্যেই বাঁশ দিয়ে ঘিরে ফেলার পাশাপাশি পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়েছে। যাতে কেউ বাইরে আসতে না পারে তা নিশ্চিত করতে বলা হয়েছে। অন্যদিকে আবার এই জ়োনগুলির বাসিন্দারা যাতে কোনও অসুবিধায় না পড়েন, সেদিকে খেয়াল রাখতে হবে। এই নির্দেশ দিয়েছেন নগরপাল অনুজ শর্মা। ওই এলাকায় কোনও বয়স্ক নাগরিক যদি থাকেন তাঁর বিশেষভাবে খোঁজ খবর রাখার কথা বলা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে যুগ্ম কমিশনার, অতিরিক্ত কমিশনার, স্পেশাল কমিশনার এবং ডেপুটি কমিশনারদের নিয়ে বৈঠক করেছেন নগরপাল। সেখানে অঞ্চলগুলির বিষয়ে খুঁটিনাটি জানতে চান তিনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.