ETV Bharat / briefs

নাবালিকাকে বিয়ে করে গ্রেপ্তার BJP পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান - Bjp panchayat pradhan arrested

নাবালিকাকে বিয়ের জের । গ্রেপ্তার নদিয়ার BJP পরিচালিত পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান ।

BJP panchayat pradhan arrested
author img

By

Published : Sep 29, 2020, 1:35 PM IST

ভীমপুর, 29 সেপ্টেম্বর : নাবালিকাকে বিয়ে করায় গ্রেপ্তার করা হল BJP পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে । নদিয়ার ভীমপুর থানার পোড়াগাছার ঘটনা ।

9 সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের মেমারির এক নাবালিকাকে বিয়ে করেন পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান বৈদ্যনাথ সরকার । পূর্ব বর্ধমান জেলার চাইল্ড লাইন এই খবর পেয়ে নদিয়া জেলা চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ করে । গতকাল ওই BJP নেতার বাড়িতে পৌঁছান নদিয়া জেলা চাইল্ড লাইনের আধিকারিকরা । চাইল্ড লাইনের তরফে ওই নাবালিকার নথিপত্র চাওয়া হলে বৈদ্যনাথবাবু তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ । শুধু তাই নয়, তিনি বলেন, যা জবাব দেওয়ার তিনি আদালতে দেবেন । তাঁদের সঙ্গে কথা বলতে রাজি নন তিনি ।

পরে চাইল্ড লাইনের তরফে রাজ্য শিশুকল্যাণ দপ্তরের যোগাযোগ করা হয় । পুরো বিষয় জানার পর শিশুকল্যাণ দপ্তর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে । গতরাতে ভীমপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্ত ওই BJP নেতাকে গ্রেপ্তার করে ।

ওই নাবালিকাকে চাইল্ড লাইনের তরফে উদ্ধার করে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ।

ভীমপুর, 29 সেপ্টেম্বর : নাবালিকাকে বিয়ে করায় গ্রেপ্তার করা হল BJP পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে । নদিয়ার ভীমপুর থানার পোড়াগাছার ঘটনা ।

9 সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের মেমারির এক নাবালিকাকে বিয়ে করেন পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান বৈদ্যনাথ সরকার । পূর্ব বর্ধমান জেলার চাইল্ড লাইন এই খবর পেয়ে নদিয়া জেলা চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ করে । গতকাল ওই BJP নেতার বাড়িতে পৌঁছান নদিয়া জেলা চাইল্ড লাইনের আধিকারিকরা । চাইল্ড লাইনের তরফে ওই নাবালিকার নথিপত্র চাওয়া হলে বৈদ্যনাথবাবু তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ । শুধু তাই নয়, তিনি বলেন, যা জবাব দেওয়ার তিনি আদালতে দেবেন । তাঁদের সঙ্গে কথা বলতে রাজি নন তিনি ।

পরে চাইল্ড লাইনের তরফে রাজ্য শিশুকল্যাণ দপ্তরের যোগাযোগ করা হয় । পুরো বিষয় জানার পর শিশুকল্যাণ দপ্তর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে । গতরাতে ভীমপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্ত ওই BJP নেতাকে গ্রেপ্তার করে ।

ওই নাবালিকাকে চাইল্ড লাইনের তরফে উদ্ধার করে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.