দিল্লি, ১ এপ্রিল : ভারতের আকাশসীমার খুব কাছ দিয়ে উড়ে গেল অন্তত চারটি F-16 যুদ্ধবিমান ও একটি ড্রোন। ভারতের ব়াডারে পাকিস্তানের বিমানগুলি ধরা পড়তেই সেগুলোকে ধাওয়া করতে পাঠানো হয় সুখোই 30 ও মিরাজ 2000 বিমান।
সেনা সূত্রে জানা গেছে, আজ সকালে সেনা রাডারে পঞ্জাবের সীমান্তবর্তী এলাকা খেমকরনের কাছে পাকিস্তানের F-16 ফাইটার জেট এবং ড্রোনের সন্দেহজনক উপস্থিতি লক্ষ্য করা হয়। ড্রোন ও বিমানগুলিকে তাড়া করতে আকাশে ওড়ে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট।
উল্লেখ্য, ১৩ মার্চও ভারতীয় বায়ুসেনার রাডারে পুঞ্চ সেক্টরে পাকিস্কানের বায়ুসেনার দুটি ফাইটার জেটের উপস্থিতি নজরে পড়ে। জেটগুলি নিয়ন্ত্রণরেখার ১০কিলোমিটারের মধ্যে চলে আসে বলে অভিযোগ। সেনা সূত্রের দাবি, নিয়ন্ত্রণরেখার কাছে গভীর রাতে ফাইটার জেটের জোরালো আওয়াজ শোনা গিয়েছিল।
২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে বিমান হানার পর রাজস্থান এবং গুজরাট সীমান্তে একাধিক পাক ড্রোন গুলি করে নামিয়েছে বায়ুসেনা