ETV Bharat / briefs

আকাশসীমা বন্ধ করলে তা পাকিস্তানের সমস্যা : বায়ুসেনা প্রধান - India

পাকিস্তানের বিমান ভারতীয় আকাশসীমায় ঢুকতে পারেনি, বললেন বায়ুসেনা প্রধান ।

বায়ুসেনা প্রধান
author img

By

Published : Jun 24, 2019, 12:11 PM IST

Updated : Jun 24, 2019, 3:20 PM IST

দিল্লি, 24 জুন : "বালাকোট অভিযানের সময় আমাদের উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করা । আর পাকিস্তানের লক্ষ্য ছিল আমাদের সেনা ছাউনি । আমরা আমাদের সামরিক লক্ষ্য পূরণ করেছি । কিন্তু, পাকিস্তান পারেনি । তারা আমাদের আকাশসীমায় ঢুকতে পারেনি ।" আজ একথা বলেন এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া ।

14 ফেব্রুয়ারি 2019 । পুলওয়ামায় সেনা কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা ঘটে । শহিদ হন 40 জওয়ান । গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এই জঙ্গি হামলায় হাত ছিল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের । চুপ করে থাকেনি ভারত । পুলওয়ামা হামলার জবাব দেওয়া হবে বলে একাধিক সভা থেকে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । হয়েছিলও তাই । মাত্র 12 দিন পর পাকিস্তানের মাটিতে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের যুদ্ধবিমান । পাকিস্তান স্বীকার করে, ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের আকাশে প্রবেশ করেছিল । তবে, জঙ্গি উপস্থিতির কথা তারা মানতে চায়নি ।

এরপরই দু'দেশের মধ্যে টানাপোড়েন চরমে ওঠে । পূর্ব সীমান্ত বরাবর নিজেদের আকাশপথ বন্ধ করে দেয় পাকিস্তান । মার্চে কয়েকদিনের জন্য আকাশপথ খুলে দিলেও ভারতীয় বিমানগুলি ওড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বজায় থাকে । সম্প্রতি সেই নিষেধাজ্ঞা বাড়িয়ে 28 জুন পর্যন্ত করা হয় । এর ফলে, মূলত ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আগত বিমানগুলিকে লম্বা রুটে আসতে হয় । এনিয়ে বায়ুসেনা প্রধান বলেন, "পাকিস্তান নিজেদের আকাশসীমা বন্ধ করেছে । এটা ওদের সমস্যা । আমাদের অর্থনীতি ভালো । আর এয়ার ট্র্যাফিক অত্যন্ত গুরুত্বপূর্ণ । আপনারা দেখবেন, বায়ুসেনা কখনও অসামরিক বিমানের জন্য আকাশপথ বন্ধ করেনি । "

দিল্লি, 24 জুন : "বালাকোট অভিযানের সময় আমাদের উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করা । আর পাকিস্তানের লক্ষ্য ছিল আমাদের সেনা ছাউনি । আমরা আমাদের সামরিক লক্ষ্য পূরণ করেছি । কিন্তু, পাকিস্তান পারেনি । তারা আমাদের আকাশসীমায় ঢুকতে পারেনি ।" আজ একথা বলেন এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া ।

14 ফেব্রুয়ারি 2019 । পুলওয়ামায় সেনা কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা ঘটে । শহিদ হন 40 জওয়ান । গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এই জঙ্গি হামলায় হাত ছিল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের । চুপ করে থাকেনি ভারত । পুলওয়ামা হামলার জবাব দেওয়া হবে বলে একাধিক সভা থেকে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । হয়েছিলও তাই । মাত্র 12 দিন পর পাকিস্তানের মাটিতে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের যুদ্ধবিমান । পাকিস্তান স্বীকার করে, ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের আকাশে প্রবেশ করেছিল । তবে, জঙ্গি উপস্থিতির কথা তারা মানতে চায়নি ।

এরপরই দু'দেশের মধ্যে টানাপোড়েন চরমে ওঠে । পূর্ব সীমান্ত বরাবর নিজেদের আকাশপথ বন্ধ করে দেয় পাকিস্তান । মার্চে কয়েকদিনের জন্য আকাশপথ খুলে দিলেও ভারতীয় বিমানগুলি ওড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বজায় থাকে । সম্প্রতি সেই নিষেধাজ্ঞা বাড়িয়ে 28 জুন পর্যন্ত করা হয় । এর ফলে, মূলত ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আগত বিমানগুলিকে লম্বা রুটে আসতে হয় । এনিয়ে বায়ুসেনা প্রধান বলেন, "পাকিস্তান নিজেদের আকাশসীমা বন্ধ করেছে । এটা ওদের সমস্যা । আমাদের অর্থনীতি ভালো । আর এয়ার ট্র্যাফিক অত্যন্ত গুরুত্বপূর্ণ । আপনারা দেখবেন, বায়ুসেনা কখনও অসামরিক বিমানের জন্য আকাশপথ বন্ধ করেনি । "

New Delhi, Jun 24 (ANI): With too many data leak
incidents being reported lately, internet users across the globe are getting iffy over privacy concern. Facebook, Instagram or Twitter, have become a significant part of our lives and according to Kaspersky's report, 82% of people now use them. In exchange for some data, these platforms provide people with opportunities to communicate and discover without even leaving their home. However, four-in-ten (38%) consumers would give up their social media accounts to guarantee the privacy of their data. One-in-ten (12%) who give away their personal information to register for fun quizzes, such as what celebrity they look like or what their favorite meal is, would not be able to do so anymore. Social media today is at a stage where the quality of the user experiences heavily relies on a large amount of personal information. Users need to keep this in mind that protecting the information of internet is a process, not a one-time deal.
Last Updated : Jun 24, 2019, 3:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.