ETV Bharat / briefs

জলপাইগুড়ির পূর্ত দপ্তরের বাংলোয় আগুন, মৃত 1 - pwd

জলপাইগুড়িতে পূর্ত দপ্তরের পরিদর্শন বাংলোয় আগুন । মৃত্যু একজনের । ঘটনায় গুরুতর আহত এক ।

আগুনে পুড়ছে পূর্তদপ্তরের বাংলো
author img

By

Published : Jun 2, 2019, 12:06 PM IST

জলপাইগুড়ি, 2 জুন : পূর্ত দপ্তরের পরিদর্শন বাংলোতে আগুন । ঘটনায় মৃত্যু হয় একজনের । নাম শুভদীপ দাস(37) । গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি দিবাকর চক্রবর্তী নামে আরও এক ব্যক্তি । লাটাগুড়ির ঘটনা । দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।

পূর্ত দপ্তরের ওই বাংলোতে শিলিগুড়ি থেকে এসে ছিলেন শুভদীপ ও দিবাকর । আজ ভোরে স্থানীয়রা বাংলোয় আগুন জ্বলতে দেখেন । মালবাজার ও ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর দেওয়া হলে ঘটনাস্থানে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । বাংলোর ভিতরে অগ্নিদগ্ধ হয়ে মারা যান শুভদীপ । গুরুতর অবস্থায় দিবাকরকে প্রথমে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে অবস্থার অবনতি হলে তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি । তবে, দমকল কর্মীদের দাবি সরকারি ওই বাংলোয় আগুন নেভানোর কোনও উপযুক্ত ব্যবস্থা ছিল না ।

জলপাইগুড়ি, 2 জুন : পূর্ত দপ্তরের পরিদর্শন বাংলোতে আগুন । ঘটনায় মৃত্যু হয় একজনের । নাম শুভদীপ দাস(37) । গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি দিবাকর চক্রবর্তী নামে আরও এক ব্যক্তি । লাটাগুড়ির ঘটনা । দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।

পূর্ত দপ্তরের ওই বাংলোতে শিলিগুড়ি থেকে এসে ছিলেন শুভদীপ ও দিবাকর । আজ ভোরে স্থানীয়রা বাংলোয় আগুন জ্বলতে দেখেন । মালবাজার ও ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর দেওয়া হলে ঘটনাস্থানে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । বাংলোর ভিতরে অগ্নিদগ্ধ হয়ে মারা যান শুভদীপ । গুরুতর অবস্থায় দিবাকরকে প্রথমে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে অবস্থার অবনতি হলে তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি । তবে, দমকল কর্মীদের দাবি সরকারি ওই বাংলোয় আগুন নেভানোর কোনও উপযুক্ত ব্যবস্থা ছিল না ।

Intro:WB_JAL_02MAY_BANGLOW_FIRE_ABHIJIT_7203427.mp4Body:WB_JAL_02MAY_BANGLOW_FIRE_ABHIJIT_7203427.mp4Conclusion:WB_JAL_02MAY_BANGLOW_FIRE_ABHIJIT_7203427.mp4
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.