ETV Bharat / briefs

ছত্তিশগড়ে মাওবাদীদের গুলিতে শহিদ 4 BSF জওয়ান - encounter

মাওবাদীদের সঙ্গে গুলি লড়াইয়ে শহিদ হলেন 4 BSF জওয়ান। আহত আরও 2 জওয়ান।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 4, 2019, 2:29 PM IST

Updated : Apr 4, 2019, 2:53 PM IST

কাঙ্কের (ছত্তিশগড়), 4 এপ্রিল : ছত্তিশগড়ের কাঙ্কেরে মাওবাদীদের গুলিতে শহিদ হলেন 4BSF জওয়ান। 2 জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ কাঙ্কেরে এনকাউন্টার চলাকালীন BSF জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। গুলিতে ঘটনাস্থানেই শহিদ হন 4 জওয়ান।

আহত দুই জওয়ানকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। মাওবাদীদের খোঁজে চলছে তল্লাশি।

কাঙ্কের (ছত্তিশগড়), 4 এপ্রিল : ছত্তিশগড়ের কাঙ্কেরে মাওবাদীদের গুলিতে শহিদ হলেন 4BSF জওয়ান। 2 জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ কাঙ্কেরে এনকাউন্টার চলাকালীন BSF জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। গুলিতে ঘটনাস্থানেই শহিদ হন 4 জওয়ান।

আহত দুই জওয়ানকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। মাওবাদীদের খোঁজে চলছে তল্লাশি।

New Delhi, Mar 27 (ANI): Prime Minister Narendra Modi interacted with scientists involved with 'Mission Shakti' via video conference and congratulated them by saying "Congratulations to you all your hard work paid off. You have given this message to the world "ki hum bhi kuch kam nahin hai." (We are no less than anyone).
Last Updated : Apr 4, 2019, 2:53 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.