হিউস্টন, 23 সেপ্টেম্বর : "ভারতের প্রত্যেক সাংসদের জন্য উঠে দাঁড়িয়ে একবার হাততালি দিন (স্ট্যান্ডিং ওভেশন) ।" মোদি কথাটা বলতেই যেন লুফে নিল জনতা । হিউস্টনের 50 হাজার দর্শক তো ছিলেনই, তালি দিয়ে উঠল আপামর ভারতবাসী (অবশ্যই যারা দেশের কথা ভাবেন) ।
এই সংক্রান্ত আরও পড়ুন : "সব খুব ভালো", হিউস্টনে বাংলায় বললেন মোদি
370 ধারা প্রত্যাহার নিয়ে দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে ভারত । রাষ্ট্রসংঘের মঞ্চেও ভারতের কূটনৈতিক চালে কিস্তিমাত হয়েছে পাকিস্তান । দেশের মাটিতে এই ইশুতে একাধিকবার বক্তব্য রেখেছেন মোদি । জনতার দরবারে সেই বক্তব্য প্রশংসা কুড়িয়েছে । গতকাল ছিল বিদেশের মঞ্চ । অচেনা মঞ্চে চেনা ছকেই গোল দিলেন মোদি । ফের একবার ।
এই সংক্রান্ত আরও পড়ুন :"সীমান্ত রক্ষা ভারতের জন্য গুরুত্বপূর্ণ"
"হাউডি মোদি" ইভেন্টে মোদি তুলে ধরেন 370 ধারা বিলোপ প্রসঙ্গ । বোঝান, কীভাবে কাঁটা হয়ে উঠেছিল এই ধারা । তাই, কাঁটা দিয়েই কাঁটা তোলার ব্যবস্থা হয়েছে । মোদির কথায়, "370 ধারার জন্য জম্মু ও কাশ্মীরের মানুষ সমান অধিকার থেকে বঞ্চিত ছিল । এখন তা দূর হয়েছে । দেশের অন্য রাজ্যের মতোই সুযোগ সুবিধা পাচ্ছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ।" ছোট্ট চালে বাজিমাত করেন এরপরই । হিউস্টনের দর্শকদের বলেন, "আমাদের সাংসদদের জন্য একবার হাততালি দিন । এটা ওদের প্রাপ্য । লোকসভায় আমরা সংখ্যাগরিষ্ঠ হলেও রাজ্যসভায় আমাদের সেই আসন নেই । তাও, দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিলটি পাশ হয়েছে ।" মোদির আবদার শুনে উঠে দাঁড়িয়ে করতালি দেন দর্শকরা ।
এই সংক্রান্ত আরও পড়ুন : নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ মোদির, সমর্থন ট্রাম্পের
বক্তব্যের মাঝে নাম না করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও আক্রমণ করেন মোদি । বলেন, "ভারতের এই পদক্ষেপের জন্য কয়েকজনের সমস্যা হচ্ছে । আসলে তাঁরা নিজেরাই দেশ চালাতে পারেন না । অশান্তি ও সন্ত্রাসবাদ চান । প্রশ্রয়ও দেন ।"
এই সংক্রান্ত আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সফরেই অ্যামেরিকান সংস্থার সঙ্গে 250 কোটি ডলারের MoU স্বাক্ষর
চলতি বছর 5 অগাস্ট 370 ধারা প্রত্যাহার করে নেয় কেন্দ্র । জম্মু ও কাশ্মীর ভেঙে গড়ে তোলা হয় দুটি কেন্দ্রশাসিত অঞ্চল - জম্মু ও কাশ্মীর, লাদাখ ।