ETV Bharat / briefs

রাফাল রায়ের ভুল ব্যাখ্যার অভিযোগ, রাহুলকে নোটিশ সুপ্রিম কোর্টের - rahul gandhi

রাফাল নিয়ে সুপ্রিম কোর্টকে মিসকোট করেছে রাহুল। BJP-র এই অভিযোগের ভিত্তিতে রাহুলকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট।

রাহুল গান্ধি
author img

By

Published : Apr 15, 2019, 8:15 PM IST

দিল্লি, ১৫ এপ্রিল : নির্বাচনী প্রচারে BJP-র বিরুদ্ধে রাফাল ইশুকে হাতিয়ার করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। এবার সেই রাফাল ইশুতেই বিপাকে রাহুল। রাফাল নিয়ে সুপ্রিম কোর্টকে মিসকোট করেছে রাহুল। BJP-র এই অভিযোগের ভিত্তিতে রাহুলকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে রাহুলকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

মামলার শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চের সদস্যরা বলেন, "নোটিশ গ্রহণকারী (রাহুল গান্ধি) সংবাদমাধ্যম ও জনসমক্ষে যে মন্তব্য করেছেন সেখানে ভুলভাবে আদালতকে ব্যাখ্যা করা হয়েছে। আদালত কখনও এই ধরনের পর্যবেক্ষণ করেনি। আমরা শুধু নথি খতিয়ে দেখার অনুমতি দিয়েছিলাম।"

গত বছর ১৪ ডিসেম্বর রাফাল নিয়ে দেওয়া রায় পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করে সুপ্রিম কোর্ট। তারই প্রেক্ষিতে রাহুল গত সপ্তাহে বলেন, "আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ দিতে চাই। গোটা দেশ বলছে চৌকিদার চোর হ্যায়। সুপ্রিম কোর্ট ন্যায় বিচারের কথা বলছে। আড উদযাপনের দিন।"

রাহুল গান্ধির এই মন্তব্য নিয়ে আজ সুপ্রিম কোর্ট বলে, "রাহুল গান্ধি যে সব কমেন্ট করেছেন সেই ধরনের কথা সুপ্রিম কোর্ট কোনওদিন বলেনি।"

দিল্লি, ১৫ এপ্রিল : নির্বাচনী প্রচারে BJP-র বিরুদ্ধে রাফাল ইশুকে হাতিয়ার করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। এবার সেই রাফাল ইশুতেই বিপাকে রাহুল। রাফাল নিয়ে সুপ্রিম কোর্টকে মিসকোট করেছে রাহুল। BJP-র এই অভিযোগের ভিত্তিতে রাহুলকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে রাহুলকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

মামলার শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চের সদস্যরা বলেন, "নোটিশ গ্রহণকারী (রাহুল গান্ধি) সংবাদমাধ্যম ও জনসমক্ষে যে মন্তব্য করেছেন সেখানে ভুলভাবে আদালতকে ব্যাখ্যা করা হয়েছে। আদালত কখনও এই ধরনের পর্যবেক্ষণ করেনি। আমরা শুধু নথি খতিয়ে দেখার অনুমতি দিয়েছিলাম।"

গত বছর ১৪ ডিসেম্বর রাফাল নিয়ে দেওয়া রায় পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করে সুপ্রিম কোর্ট। তারই প্রেক্ষিতে রাহুল গত সপ্তাহে বলেন, "আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ দিতে চাই। গোটা দেশ বলছে চৌকিদার চোর হ্যায়। সুপ্রিম কোর্ট ন্যায় বিচারের কথা বলছে। আড উদযাপনের দিন।"

রাহুল গান্ধির এই মন্তব্য নিয়ে আজ সুপ্রিম কোর্ট বলে, "রাহুল গান্ধি যে সব কমেন্ট করেছেন সেই ধরনের কথা সুপ্রিম কোর্ট কোনওদিন বলেনি।"


New Delhi, Apr 10 (ANI): The Election Commission on Wednesday banned the release of Vivek Oberoi starrer biopic 'PM Narendra Modi' during the Lok Sabha polls 2019. Election body said, "Any material disturbing the level playing field in favour of any political party or individual should not be displayed". EC's decision comes a day after the Supreme Court dismissed a plea seeking a stay on release of the film. The film was set to release on April 11. Helmed by Omung Kumar, the film has been criticised by the opposition parties which believe that the film will give BJP an undue advantage in the Lok Sabha polls.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.