ETV Bharat / briefs

দার্জিলিং বিধানসভার উপনির্বাচনে BJP-র প্রতীকে লড়বেন নীরজ জিম্বা

author img

By

Published : Apr 27, 2019, 1:50 AM IST

দার্জিলিং বিধানসভার উপনির্বাচনে গুরুংপন্থী মোর্চা, BJP এবং GNLF-এর তরফে সর্বসম্মত প্রার্থী নীরজ জিম্বা ।

নীরজ জিম্বা

দার্জিলিং, 27 এপ্রিল : দার্জিলিং বিধানসভার উপনির্বাচনে নীরজ জিম্বাকে প্রার্থী করল BJP।

দার্জিলিং বিধানসভার উপনির্বাচনে বিনয়পন্থী মোর্চার তরফে লড়ছেন বিনয় তামাং । গতকালই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি । তাঁকে সমর্থন দিচ্ছে তৃণমূল। এদিকে BJP, গুরুংপন্থী মোর্চা এবং GNLF-এর তরফে প্রার্থী করা হল নীরজ জিম্বাকে। BJP-র প্রতীকে লড়বেন তিনি।

শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে গুরুংপন্থী মোর্চার তরফে বি পি বাজগাইন বলেন, "আমরা শরিক দলগুলি মিলিতভাবে প্রার্থী দিচ্ছি । BJP-র প্রতীকে লড়বেন নীরজ জিম্বা । তিনি লড়াকু নেতা । প্রতিপক্ষ বিনয় তামাঙের বিরুদ্ধে আমরা একজন সুযোগ্য নেতা খুঁজছিলাম । নীরজ জিম্বা জিতলে তিনি পাহাড়ের মানুষের প্রত্যাশা পূরণে বিধানসভায় বক্তব্য তুলে ধরবেন । শরিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত ।"

তাঁর অভিযোগ, "পাহাড়ে গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা চলছে । পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে জনমতকে উপেক্ষা করে শাসন ক্ষমতায় বসে রয়েছেন বিনয় তামাং ও অনিত থাপারা ।" বলেন, "মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে এবার তাদের যোগ্য জবাব দেবে । এই উপনির্বাচনের ফলাফল বলে দেবে পাহাড়ের মানুষ কী চান । জয় নিয়ে আমরা আশাবাদী ।"

দার্জিলিং, 27 এপ্রিল : দার্জিলিং বিধানসভার উপনির্বাচনে নীরজ জিম্বাকে প্রার্থী করল BJP।

দার্জিলিং বিধানসভার উপনির্বাচনে বিনয়পন্থী মোর্চার তরফে লড়ছেন বিনয় তামাং । গতকালই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি । তাঁকে সমর্থন দিচ্ছে তৃণমূল। এদিকে BJP, গুরুংপন্থী মোর্চা এবং GNLF-এর তরফে প্রার্থী করা হল নীরজ জিম্বাকে। BJP-র প্রতীকে লড়বেন তিনি।

শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে গুরুংপন্থী মোর্চার তরফে বি পি বাজগাইন বলেন, "আমরা শরিক দলগুলি মিলিতভাবে প্রার্থী দিচ্ছি । BJP-র প্রতীকে লড়বেন নীরজ জিম্বা । তিনি লড়াকু নেতা । প্রতিপক্ষ বিনয় তামাঙের বিরুদ্ধে আমরা একজন সুযোগ্য নেতা খুঁজছিলাম । নীরজ জিম্বা জিতলে তিনি পাহাড়ের মানুষের প্রত্যাশা পূরণে বিধানসভায় বক্তব্য তুলে ধরবেন । শরিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত ।"

তাঁর অভিযোগ, "পাহাড়ে গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা চলছে । পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে জনমতকে উপেক্ষা করে শাসন ক্ষমতায় বসে রয়েছেন বিনয় তামাং ও অনিত থাপারা ।" বলেন, "মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে এবার তাদের যোগ্য জবাব দেবে । এই উপনির্বাচনের ফলাফল বলে দেবে পাহাড়ের মানুষ কী চান । জয় নিয়ে আমরা আশাবাদী ।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.