ETV Bharat / briefs

GST-তে রেকর্ড আদায়, ছাড়াল এক ট্রিলিয়ন মাত্রা - GST revenue touches record high of Rs 1.06 trillion in March

মার্চে GST-র মাধ্যমে রেকর্ড রাজস্ব আদায়। ছাড়াল এক ট্রিলিয়ন টাকারমাত্রা

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 1, 2019, 6:13 PM IST

দিল্লি, ১ এপ্রিল : চলতি বছরের মার্চে GST-র মাধ্যমে আদায়কৃত রাজস্বের পরিমাণ এক ট্রিলিয়ন টাকা ছাড়াল। যা পণ্য ও পরিষেবা কর (GST) চালু হওয়ার পর থেকে সর্বাধিক। অর্থমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, "চলতি বছরের মার্চে GST-র মাধ্যমে আদায়কৃত রাজস্বের পরিমাণ ১ লাখ ৬৫৭৭ কোটি টাকা। এর মধ্যে সেন্ট্রাল ও স্টেট GST-র পরিমাণ যথাক্রমে ২০ হাজার ৩৫৩ কোটি ও ২৭ হাজার ৫২০ কোটি টাকা। অপরদিকে, ইন্টিগ্রেটেড GST থেকে ৫০ হাজার ৪১৮ কোটি টাকা সরকারের ঘরে এসেছে। আর সেস থেকে ৮ হাজার ২৮৬ কোটি টাকা আদায় হয়েছে।"

এছাড়াও, ফেব্রুয়ারি ও মার্চ মাসে ৭.৫৯ মিলিয়ন GSTP-3B ফাইল জমা পড়েছে।

অর্থমন্ত্রক সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারিতে GST-র মাধ্যমে আদায়কৃত রাজস্বের পরিমাণ ছিল ৯৭ হাজার ২৪৭ কোটি টাকা। মার্চে আয়কর রিটার্ন ফাইলের প্রবণতা বাড়ায় তা এক লাখ কোটির মাত্রা ছাড়িয়ে গেছে। গত বছরের মার্চের তুলনায় এবার GST-র মাধ্যমে আদায়কৃত রাজস্বের পরিমাণ ১৫.৬ শতাংশ বেড়েছে।

দিল্লি, ১ এপ্রিল : চলতি বছরের মার্চে GST-র মাধ্যমে আদায়কৃত রাজস্বের পরিমাণ এক ট্রিলিয়ন টাকা ছাড়াল। যা পণ্য ও পরিষেবা কর (GST) চালু হওয়ার পর থেকে সর্বাধিক। অর্থমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, "চলতি বছরের মার্চে GST-র মাধ্যমে আদায়কৃত রাজস্বের পরিমাণ ১ লাখ ৬৫৭৭ কোটি টাকা। এর মধ্যে সেন্ট্রাল ও স্টেট GST-র পরিমাণ যথাক্রমে ২০ হাজার ৩৫৩ কোটি ও ২৭ হাজার ৫২০ কোটি টাকা। অপরদিকে, ইন্টিগ্রেটেড GST থেকে ৫০ হাজার ৪১৮ কোটি টাকা সরকারের ঘরে এসেছে। আর সেস থেকে ৮ হাজার ২৮৬ কোটি টাকা আদায় হয়েছে।"

এছাড়াও, ফেব্রুয়ারি ও মার্চ মাসে ৭.৫৯ মিলিয়ন GSTP-3B ফাইল জমা পড়েছে।

অর্থমন্ত্রক সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারিতে GST-র মাধ্যমে আদায়কৃত রাজস্বের পরিমাণ ছিল ৯৭ হাজার ২৪৭ কোটি টাকা। মার্চে আয়কর রিটার্ন ফাইলের প্রবণতা বাড়ায় তা এক লাখ কোটির মাত্রা ছাড়িয়ে গেছে। গত বছরের মার্চের তুলনায় এবার GST-র মাধ্যমে আদায়কৃত রাজস্বের পরিমাণ ১৫.৬ শতাংশ বেড়েছে।


Rajahmundry (Andhra Pradesh), Apr 01: Ahead of the Lok Sabha elections, while addressing a public rally in Andhra Pradesh's Rajahmundry today, Prime Minister Narendra Modi said, "In last five years whatever I have done it was possible only because of your good wishes and support. You all gave me chance to serve the nation successfully. I would like to thank each one of you for the same." "I want to assure and ensure the better future of our country and for doing that I wish to work more and more so, I need your blessings for fulfilling my dream," PM added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.