ETV Bharat / briefs

ফণীর জের, একদিন পিছল মোদি ও অমিতের সভা - BJP

রবিবার (5 মে) তমলুক ও ঝাড়গ্রামে দুটি সভা করার কথা ছিল মোদির । তা সোমবার (6 মে) হবে ।

নরেন্দ্র মোদি
author img

By

Published : May 3, 2019, 11:45 PM IST

Updated : May 4, 2019, 12:07 AM IST

কলকাতা, 3 মে : ফণীর জেরে রাজ্যে নরেন্দ্র মোদি ও অমিত শাহর সভা একদিন পিছিয়ে গেল । রবিবার (5 মে) তমলুক ও ঝাড়গ্রামে দুটি সভা করার কথা ছিল মোদির । তা সোমবার (6 মে) হবে । অপরদিকে, সোমবার (6 মে) ঘাটাল, মেদিনীপুর ও বিষ্ণুপুরে তিনটি সভা করার কথা ছিল অমিত শাহর । তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে । পাশাপাশি, আগামী কয়েকদিনের জন্য রাজ্যের সব BJP নেতাদেরও কর্মসূচি বাতিল করা হয়েছে ।

আজ সকালে পুরীতে ফণী আছড়ে পড়ে । আবহাওয়া অফিসের তরফে খবর, ফণী কিছুটা দুর্বল হয়ে মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে রাজ্যে ফণী আছড়ে পড়বে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ রাজ্যের আটটি জেলায় ফণীর প্রভাব ফেলবে । সেজন্য প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে । তা নিয়ে আজ BJP-র রাজ্য দপ্তরের দলের কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন, "আমাদের নেতারা সব সভা বাতিল করে দিয়েছেন । পাশাপাশি, সংশ্লিষ্ট জেলাগুলিতে দলীয় নেতাদের থাকার অনুরোধ করা হয়েছে । আমাদের রাজ্য দপ্তরে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে । রাজ্য সরকারের তরফে কোনও সাহায্য চাওয়া হলে রাজনীতির উপর উঠে আমরা রাজ্যের পাশে দাঁড়াব । "

দেখুন ভিডিয়ো

পাশাপাশি BJP-র কেন্দ্রীয় সম্পাদক জানান, 15,16 ও 17 মে'র মধ্যে যে কোনও একদিন কলকাতায় রোড শো করবেন অমিত শাহ । সপ্তম দফা নির্বাচনের আগে কলকাতায় একটি নির্বাচনী জনসভা করতে পারেন BJP-র সর্বভারতীয় সভাপতি ।

কলকাতা, 3 মে : ফণীর জেরে রাজ্যে নরেন্দ্র মোদি ও অমিত শাহর সভা একদিন পিছিয়ে গেল । রবিবার (5 মে) তমলুক ও ঝাড়গ্রামে দুটি সভা করার কথা ছিল মোদির । তা সোমবার (6 মে) হবে । অপরদিকে, সোমবার (6 মে) ঘাটাল, মেদিনীপুর ও বিষ্ণুপুরে তিনটি সভা করার কথা ছিল অমিত শাহর । তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে । পাশাপাশি, আগামী কয়েকদিনের জন্য রাজ্যের সব BJP নেতাদেরও কর্মসূচি বাতিল করা হয়েছে ।

আজ সকালে পুরীতে ফণী আছড়ে পড়ে । আবহাওয়া অফিসের তরফে খবর, ফণী কিছুটা দুর্বল হয়ে মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে রাজ্যে ফণী আছড়ে পড়বে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ রাজ্যের আটটি জেলায় ফণীর প্রভাব ফেলবে । সেজন্য প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে । তা নিয়ে আজ BJP-র রাজ্য দপ্তরের দলের কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন, "আমাদের নেতারা সব সভা বাতিল করে দিয়েছেন । পাশাপাশি, সংশ্লিষ্ট জেলাগুলিতে দলীয় নেতাদের থাকার অনুরোধ করা হয়েছে । আমাদের রাজ্য দপ্তরে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে । রাজ্য সরকারের তরফে কোনও সাহায্য চাওয়া হলে রাজনীতির উপর উঠে আমরা রাজ্যের পাশে দাঁড়াব । "

দেখুন ভিডিয়ো

পাশাপাশি BJP-র কেন্দ্রীয় সম্পাদক জানান, 15,16 ও 17 মে'র মধ্যে যে কোনও একদিন কলকাতায় রোড শো করবেন অমিত শাহ । সপ্তম দফা নির্বাচনের আগে কলকাতায় একটি নির্বাচনী জনসভা করতে পারেন BJP-র সর্বভারতীয় সভাপতি ।

Intro: কৈলাস বিজয় বর্গীর বাইটBody:বাইটConclusion:
Last Updated : May 4, 2019, 12:07 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.