ETV Bharat / briefs

Presidents Police Medal : নন্দীগ্রামে মমতার মুখের উপর কথা বলা পুলিশ অফিসার পাচ্ছেন রাষ্ট্রপতি পদক

নন্দীগ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বলেছিলেন, খাকি পরে দাগ নেবেন না । সেই পুলিশ আধিকারিকই পাচ্ছেন রাষ্ট্রপতি পদক । সাধারণতন্ত্র দিবসে রামনাথ কোবিন্দের হাত থেকে পদক নেবেন আইপিএস নগেন্দ্র ত্রিপাঠী (IPS Nagendra Tripathi to get Presidential Medal) ।

Presidents Police Medal
নন্দীগ্রামে মমতার মুখের উপর কথা বলা পুলিশ অফিসার পাচ্ছেন রাষ্ট্রপতি পদক
author img

By

Published : Jan 25, 2022, 8:39 PM IST

কলকাতা, 25 জানুয়ারি : 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে বলেছিলেন, “আমি এই খাকি পরে এই দাগ নেব না ম্যাডাম ।” এবার সেই আইপিএস অফিসার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্ব এবং পরিষেবার জন্য পুরস্কৃত করা হচ্ছে । বুধবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্মানিত করবেন তাঁকে (IPS Nagendra Tripathi to get Presidential Medal) ।

2021 সালে বিধানসভা নির্বাচন চলাকালীন নন্দীগ্রামের নির্বাচনে পুলিশ পর্যবেক্ষকের পদে ছিলেন নগেন্দ্র ত্রিপাঠী। সেই সময়ে একটি বুথে আচমকাই হুইলচেয়ারে বসে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশ অবজারভারকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করতে থাকেন। কিন্তু সেই সময়ই চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্তুত্তর দিয়েছিলেন এই পুলিশ আধিকারিক । বলেছিলেন, “খাকি পরে আমি কোনও দাগ নেব না ।” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ অবজারভারকে যে দোষে কাঠগড়ায় তুলতে চেয়েছিলেন, সেই অভিযোগ তিনি তাঁর মুখের উপরই নস্যাৎ করে দিয়েছিলেন । সেই ভিডিয়ো ভাইরাল হয়।

বর্তমানে নগেন্দ্রনাথ ত্রিপাঠী বীরভূম জেলার পুলিশ সুপার । এর আগে তিনি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে কাজ করেছেন । তাঁর সময়ে কলকাতায় নির্বাচনে একবালপুর খিদিরপুর ময়ূরভঞ্জ রোডে দুষ্কৃতীদের থাপ্পড় মেরে এবং লাঠিচার্জ করে বহিরাগতদের এলাকার ছাড়া করিয়েছিলেন এই নগেন্দ্রনাথ ত্রিপাঠী । 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় তিনি নন্দীগ্রামের পুলিশ অফিসার পদে আসীন ছিলেন । এবার সেই নগেন্দ্রনাথ ত্রিপাঠীকেই বেছে নেওয়া হল প্রেসিডেন্ট মেডেল পাওয়ার যোগ্য হিসাবে ।

আরও পড়ুন : Republic Day 2022 : সাধারণতন্ত্র দিবস রাজ্যের দুই পুলিশ কর্তা পাচ্ছেন রাষ্ট্রপতি পদক

কলকাতা, 25 জানুয়ারি : 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে বলেছিলেন, “আমি এই খাকি পরে এই দাগ নেব না ম্যাডাম ।” এবার সেই আইপিএস অফিসার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্ব এবং পরিষেবার জন্য পুরস্কৃত করা হচ্ছে । বুধবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্মানিত করবেন তাঁকে (IPS Nagendra Tripathi to get Presidential Medal) ।

2021 সালে বিধানসভা নির্বাচন চলাকালীন নন্দীগ্রামের নির্বাচনে পুলিশ পর্যবেক্ষকের পদে ছিলেন নগেন্দ্র ত্রিপাঠী। সেই সময়ে একটি বুথে আচমকাই হুইলচেয়ারে বসে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশ অবজারভারকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করতে থাকেন। কিন্তু সেই সময়ই চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্তুত্তর দিয়েছিলেন এই পুলিশ আধিকারিক । বলেছিলেন, “খাকি পরে আমি কোনও দাগ নেব না ।” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ অবজারভারকে যে দোষে কাঠগড়ায় তুলতে চেয়েছিলেন, সেই অভিযোগ তিনি তাঁর মুখের উপরই নস্যাৎ করে দিয়েছিলেন । সেই ভিডিয়ো ভাইরাল হয়।

বর্তমানে নগেন্দ্রনাথ ত্রিপাঠী বীরভূম জেলার পুলিশ সুপার । এর আগে তিনি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে কাজ করেছেন । তাঁর সময়ে কলকাতায় নির্বাচনে একবালপুর খিদিরপুর ময়ূরভঞ্জ রোডে দুষ্কৃতীদের থাপ্পড় মেরে এবং লাঠিচার্জ করে বহিরাগতদের এলাকার ছাড়া করিয়েছিলেন এই নগেন্দ্রনাথ ত্রিপাঠী । 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় তিনি নন্দীগ্রামের পুলিশ অফিসার পদে আসীন ছিলেন । এবার সেই নগেন্দ্রনাথ ত্রিপাঠীকেই বেছে নেওয়া হল প্রেসিডেন্ট মেডেল পাওয়ার যোগ্য হিসাবে ।

আরও পড়ুন : Republic Day 2022 : সাধারণতন্ত্র দিবস রাজ্যের দুই পুলিশ কর্তা পাচ্ছেন রাষ্ট্রপতি পদক

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.