কলকাতা, 8 মে : রোগীর মাথায় চলন্ত সিলিং ফ্যান ভেঙে পড়ল । NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের গতকালের ঘটনা । ওই রোগীর নাম সন্তোষ দাস । তাঁর মাথায় আঘাত লেগেছে । তবে আঘাত গুরুতর নয় বলে জানা গেছে । এই ঘটনার জেরে অন্যান্য রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ।
গতকাল NRS মেডিকেল কলেজের মেডিসিন মেল ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে । এখানে সন্তোষ দাসের কিডনির চিকিৎসা হচ্ছিল । গতকাল সকালে তিনি নিজের বেডে ছিলেন । সেইসময় তাঁর মাথায় চলন্ত সিলিং ফ্যানটি ভেঙে পড়ে । দ্রুত তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয় । হাসপাতালের রোগীরা জানান, ওই ফ্যানটি চলার সময় আওয়াজ হত । বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি । অনেক সময় ফ্যানটি বন্ধ করে রাখা হত । এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলতে পারেননি।
এবিষয়ে হাসপাতালের MSVP সৌরভ চট্টোপাধ্যায় জানান, ওই ব্যক্তির আঘাত গুরুতর নয় । পূর্ত বিভাগকে বিষয়টি জানানো হয়েছে । ফ্যানগুলির রক্ষণাবেক্ষণ যাতে নিয়মিত হয় তা দেখতে বলা হয়েছে ।