ETV Bharat / briefs

মোহনবাগানে ভারতের 'মেসি' - I-League

অনূর্ধ্ব 17 বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন নোংদম্বা নাওরেম । পরে ইন্ডিয়ান অ্যারোজ়ের হয়ে আই লিগে খেলেন ।

নোংদম্বা নাওরেম
author img

By

Published : Jun 21, 2019, 1:13 PM IST

কলকাতা, 21 জুন : দলবদলের বাজারে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা প্রতিভাকে তুলে নিল মোহনবাগান । ভারতীয় ফুটবলে লিওনেল মেসি নামে পরিচিত নোংদম্বা নাওরেমকে দলে নিল তারা ।

মিনার্ভা পঞ্জাবের অনূর্ধ্ব 17 দলের হয়ে প্রথম নজর কাড়েন নোংদম্বা । 2017 সালে অনূর্ধ্ব 17 বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন । 2017-18 সালে মরশুমে ইন্ডিয়ান অ্যারোজ়ে যান নোংদম্বা । শিলং লাজ়ংয়ের বিরুদ্ধে পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে একটি অসাধারণ গোল করেছিলেন মণিপুরের এই উইঙ্গার । সেই পারফরমেন্সই তাঁকে পাদপ্রদীপে তুলে নিয়ে আসে । এরপর কেরালা ব্লাস্টার্সের হয়ে আই লিগ দ্বিতীয় ডিভিশনে খেলেন ।

এই মুহূর্তে ভারতীয় ফুটবলের অন্যতম প্রতিভাবান মুখ বছর উনিশের নোংদম্বা । প্রথমবার কলকাতায় খেলতে আসার সুযোগ পেয়ে নিজেকে উজাড় করে দেওয়ার কথা বলেছেন তিনি । ইতিমধ্যে ইমরান খান নামের আরেক প্রতিভাবান ফুটবলারকে সই করিয়েছে সবুজমেরুন । এছাড়াও, বার্সেলোনার বি দলের স্ট্রাইকারকে নেওয়ায় ইতিমধ্যে মোহনবাগানের আক্রমণভাগ বেশ শক্তিশালী হয়েছে ।

কলকাতা, 21 জুন : দলবদলের বাজারে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা প্রতিভাকে তুলে নিল মোহনবাগান । ভারতীয় ফুটবলে লিওনেল মেসি নামে পরিচিত নোংদম্বা নাওরেমকে দলে নিল তারা ।

মিনার্ভা পঞ্জাবের অনূর্ধ্ব 17 দলের হয়ে প্রথম নজর কাড়েন নোংদম্বা । 2017 সালে অনূর্ধ্ব 17 বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন । 2017-18 সালে মরশুমে ইন্ডিয়ান অ্যারোজ়ে যান নোংদম্বা । শিলং লাজ়ংয়ের বিরুদ্ধে পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে একটি অসাধারণ গোল করেছিলেন মণিপুরের এই উইঙ্গার । সেই পারফরমেন্সই তাঁকে পাদপ্রদীপে তুলে নিয়ে আসে । এরপর কেরালা ব্লাস্টার্সের হয়ে আই লিগ দ্বিতীয় ডিভিশনে খেলেন ।

এই মুহূর্তে ভারতীয় ফুটবলের অন্যতম প্রতিভাবান মুখ বছর উনিশের নোংদম্বা । প্রথমবার কলকাতায় খেলতে আসার সুযোগ পেয়ে নিজেকে উজাড় করে দেওয়ার কথা বলেছেন তিনি । ইতিমধ্যে ইমরান খান নামের আরেক প্রতিভাবান ফুটবলারকে সই করিয়েছে সবুজমেরুন । এছাড়াও, বার্সেলোনার বি দলের স্ট্রাইকারকে নেওয়ায় ইতিমধ্যে মোহনবাগানের আক্রমণভাগ বেশ শক্তিশালী হয়েছে ।

Intro:মোহনবাগানে ভারতের লিওনেল মেসি

কলকাতা,২০জুনঃ দলবদলের বাজারে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা প্রতিভাকে তুলে নিল মোহনবাগান। ভারতীয় ফুটবলে লিওনেল মেসি নামে পরিচিত নোংদম্বা নাওরেমকে দলে নিল তারা। ১৯ বছর বয়সি মণিপুরের ফুটবলার কলকাতার ক্লাবে খেলতে আসার আগে ইন্ডিয়ান অ্যারোজ ও মিনার্ভা পঞ্জাবের হয়ে আই লিগে খেলেছেন। ২০১৮ সালে আইএসএল দল কেরালা ব্লাস্টার্সের ডাগ আউটে ছিলেন এই উইঙ্গার। অনূর্দ্ধ ১৭ বিশ্বকাপে ভালো খেলে নজরে পড়েছিলেন নোংদম্বা নওরেম।
২০১৭-১৮ মরসুমে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে শিলং লাজংয়ের বিরুদ্ধে অসাধারণ গোল করেছিলেন মনিপুরের এই উইঙ্গার। সেই পারফরম্যান্সই তাঁকে পাদপ্রদীপে তুলে নিয়ে আসে। এই মুহূর্তে বছর ১৯ এর উইঙ্গার ভারতীয় ফুটবলের অন্যতম প্রতিভাবান মুখ। প্রথমবার কলকাতায় খেলতে আসার সুযোগ পেয়ে নিজেকে নিংড়ে দেওয়ার কথা বলেছেন তিনি। একইভাবে দলকে ট্রফি দেওয়াই যে পাখির চোখ তা জানিয়েছেন। শক্তিশালী দল গড়ার পথে মোহনবাগান। ইতিমধ্যে তারা ইমরান খান নামের আরেক প্রতিভাবান ফুটবলারকে সই করিয়েছে সবুজ মেরুন। স্পেনের বার্সেলোনার বি দলের স্ট্রাইকারকে নিয়ে শক্তিশালী আক্রমনভাগ তৈরির কথা বলছে।Body:MbConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.