রায়গঞ্জ, 8 জুলাই : আজ থেকে বন্ধ করা হল মোহনবাটি বাজার । বাজার এলাকার দুই ব্যবসায়ী কোরোনা আক্রান্ত হওয়ার পরই সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত ব্যবসায়ীদের । আপাতত পাঁচ দিনের জন্য বাজার বন্ধ হলেও প্রয়োজনে সেই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে বাজার কমিটির তরফে ।
উত্তর দিনাজপুর জেলার অন্যতম বড় বাজার হল রায়গঞ্জের এই মোহনবাটি বাজার । দু'দিন আগেই বাজারের দুই ব্যবসায়ীর শরীরে কোরোনা সংক্রমণের হদিস মেলে । এই অবস্থায় আগামী পাঁচ দিনের জন্য বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । মোহনবাটি বাজার কমিটির সদস্য তাপস সাহা জানিয়েছেন, আপাতত পাঁচ দিনের জন্য বন্ধ করা হলেও প্রয়োজনে সময়সীমা আরও বাড়ানো হতে পারে ।
গতকাল শহরে মাইকিংয়ের মাধ্যমে বাজার বন্ধের প্রচার করা হয় মোহনবাটি বাজার কমিটির তরফে । ব্যবসায়ীদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শহরের সাধারণ মানুষও ।
রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাজুড়েও বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । রাজ্য স্বাস্থ্যদপ্তর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী উত্তর দিনাজপুরে আক্রান্তের সংখ্যা 387 । এরমধ্যে রায়গঞ্জ শহরে আক্রান্তের সংখ্যা 6 ।