ETV Bharat / briefs

পৌরনিগম কর্মী ও উকিলদের সংঘর্ষে ধুন্ধুমার হাওড়া - municipal corporation

হাওড়া পৌরনিগম কর্মী ও হাওড়া আদালতের উকিলদের একাংশের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র হাওড়া । দু'পক্ষের মধ্যে তুমুল ইটবৃষ্টি হয়। আহত হয়েছে দু'পক্ষের একাধিক ।

পুলিশের লাঠিচার্জ
author img

By

Published : Apr 24, 2019, 1:11 PM IST

Updated : Apr 24, 2019, 7:12 PM IST

হাওড়া, 24 এপ্রিল : গাড়ি পার্কিংকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল হাওড়া পৌরনিগমের কর্মী ও হাওড়া আদালতের উকিলদের একাংশ । দু'পক্ষের মধ্যে তুমুল ইটবৃষ্টি হয় । আহত হয়েছে দু'পক্ষের কমপক্ষে সাতজন । একজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । মোতায়েন রয়েছে RAF । ঘটনাস্থানে পৌঁছেছেন মন্ত্রী অরূপ রায়, পুলিশ কমিশনার ও হাওড়ার মেয়র ।

ধুন্ধুমার হাওড়া : দেখন ভিডিয়ো

হাওড়া পৌরনিগম ও হাওড়া আদালত পাশাপাশি অবস্থিত । অভিযোগ, পৌরনিগম চত্বরে রোজই নিজেদের গাড়ি পার্ক করে উকিলদের একাংশ । পৌরনিগম কর্মীদের অভিযোগ, এর ফলে তাঁরা নিজেদের গাড়ি পার্ক করতে পারেন না । আজ উভয়পক্ষের মধ্যে তা নিয়ে শুরু হয় বচসা । ক্রমেই শুরু হয় হাতাহাতি । পরে ইটবৃষ্টিতে রণক্ষেত্রের চেহারা নেয় পৌরনিগম চত্বর ।

hwh
হাওড়া পৌরনিগম কর্মী ও হাওড়া আদালতের উকিলদের একাংশের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র হাওড়া

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ বাহিনী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় ব্যাপক লাঠিচার্জ । ঘটনাস্থানে আসেন মন্ত্রী অরূপ রায় । তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় বিক্ষুব্ধ উকিলদের একাংশ । তাদের দাবি, অবলম্বে পৌরনিগমের কর্মীদের গ্রেপ্তার করতে হবে । অরূপ রায় দু'পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিতে বলেন । কিন্তু, সমস্যা মেটেনি । এদিকে ঘটনাস্থানে আসেন, হাওড়ার পুলিশ কমিশনার ও মেয়র । এলাকায় RAF মোতায়েন করা হয়েছে । পৌঁছেছে অতিরিক্ত পুলিশ বাহিনী ।

hwh
আহত হয়েছে দু'পক্ষের একাধিক

হাওড়া, 24 এপ্রিল : গাড়ি পার্কিংকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল হাওড়া পৌরনিগমের কর্মী ও হাওড়া আদালতের উকিলদের একাংশ । দু'পক্ষের মধ্যে তুমুল ইটবৃষ্টি হয় । আহত হয়েছে দু'পক্ষের কমপক্ষে সাতজন । একজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । মোতায়েন রয়েছে RAF । ঘটনাস্থানে পৌঁছেছেন মন্ত্রী অরূপ রায়, পুলিশ কমিশনার ও হাওড়ার মেয়র ।

ধুন্ধুমার হাওড়া : দেখন ভিডিয়ো

হাওড়া পৌরনিগম ও হাওড়া আদালত পাশাপাশি অবস্থিত । অভিযোগ, পৌরনিগম চত্বরে রোজই নিজেদের গাড়ি পার্ক করে উকিলদের একাংশ । পৌরনিগম কর্মীদের অভিযোগ, এর ফলে তাঁরা নিজেদের গাড়ি পার্ক করতে পারেন না । আজ উভয়পক্ষের মধ্যে তা নিয়ে শুরু হয় বচসা । ক্রমেই শুরু হয় হাতাহাতি । পরে ইটবৃষ্টিতে রণক্ষেত্রের চেহারা নেয় পৌরনিগম চত্বর ।

hwh
হাওড়া পৌরনিগম কর্মী ও হাওড়া আদালতের উকিলদের একাংশের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র হাওড়া

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ বাহিনী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় ব্যাপক লাঠিচার্জ । ঘটনাস্থানে আসেন মন্ত্রী অরূপ রায় । তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় বিক্ষুব্ধ উকিলদের একাংশ । তাদের দাবি, অবলম্বে পৌরনিগমের কর্মীদের গ্রেপ্তার করতে হবে । অরূপ রায় দু'পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিতে বলেন । কিন্তু, সমস্যা মেটেনি । এদিকে ঘটনাস্থানে আসেন, হাওড়ার পুলিশ কমিশনার ও মেয়র । এলাকায় RAF মোতায়েন করা হয়েছে । পৌঁছেছে অতিরিক্ত পুলিশ বাহিনী ।

hwh
আহত হয়েছে দু'পক্ষের একাধিক
sample description
Last Updated : Apr 24, 2019, 7:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.