ETV Bharat / briefs

"হবে নাকি কম্পিটিশন?" হিন্দু মন্ত্র নিয়ে মোদিকে চ্যালেঞ্জ মমতার - modi

গতকাল দেওয়ানদিঘিতে জনসভা করেন মমতা । সেই সভা থেকেই তিনি মোদিকে কার্যত চ্যালেঞ্জ করে ভাষণ দেওয়ার সময় একের পর এক কালী, লক্ষ্মী, সরস্বতী, শিবের মন্ত্র আওড়ে গেলেন। পাশাপাশি বললেন, "আমার মোদি-মন্ত্র জানার প্রয়োজন নেই ।"

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 23, 2019, 2:26 AM IST

Updated : Apr 23, 2019, 4:21 AM IST

দেওয়ানদিঘি, ২৩ এপ্রিল : একের পর এক হিন্দু মন্ত্র আওড়ে নরেন্দ্র মোদিকে নাম না করে চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, "হবে নাকি কম্পিটিশন?" গতকাল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সঙ্ঘমিতার সমর্থনে বর্ধমানের দেওয়ানদিঘিতে জনসভা করেন মমতা । সেই সভা থেকেই তিনি মোদিকে কার্যত চ্যালেঞ্জ করে ভাষণ দেওয়ার সময় একের পর এক কালী, লক্ষ্মী, সরস্বতী, শিবের মন্ত্র আওড়ে গেলেন। পাশাপাশি বললেন, "আমার মোদি-মন্ত্র জানার প্রয়োজন নেই ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

BJP ধর্মের নামে ভোট আদায়ের চেষ্টা করছে। ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদের চেষ্টা করছে, এই অভিযোগ তুলে মমতা বলেন, "আমি নিজে হিন্দু। আমি প্রতিদিন পুজো করার সময় মন্ত্র পড়ি।" এরপরই তিনি একাধিক মন্ত্র পাঠ করে মোদির নাম না করে বলেন, "হবে নাকি কম্পিটিশন?" এছাড়াও BJP-কে তিনি "অশুভ শক্তি" বলে কটাক্ষ করেন । BJP-র অস্ত্র মিছিলের সমালোচনা করে তিনি বলেন, " মা দুর্গার হাতে অস্ত্র আছে কারণ তিনি অসুর বধ করেছিলেন। অশুভ শক্তিকে বধ করেছিলেন । এরা নিজেরাই অশুভ শক্তি । হাতে গদা, তরোয়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছে । মাথায় ফেট্টি বাঁধছে । গুন্ডাদের টাকা দিচ্ছে । বোমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে । "

BJP-র বাংলা দখলের স্বপ্নকেও মমতা তাচ্ছিল্য করে বলেন, "BJP বলছে বাংলা নেব । তোরা ছাই নিবি ।" মোদি ও অমিত শাহকে তিনি জগাই- মাধাই বলে কটাক্ষ করেন । অমিত শাহকে নাম না করে 'গব্বর সিং' বলেন তিনি । শুধু তাই নয়, আগাম দিল্লি জয়ের বার্তা দিয়ে তিনি বলেন, "কেন্দ্রে আর মোদি সরকার আসছে না । লোকসভা ভোটের পর মোদি ও অমিত শাহ সাইনবোর্ড হয়ে যাবে। বাংলাই দিল্লি দখল করবে। আগামীদিনে তৃণমূল কংগ্রেস দিল্লিতে সবাইকে নিয়ে সরকার গঠন করবে ।"

মমতা আরও বলেন, "ভোট কিনতে BJP টাকা ছড়াচ্ছে। মোদি ও অমিত শাহ সবাইকে ভয় দেখাচ্ছে। শুধু তৃণমূলই তাঁদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে ।" সভায় তিনি জোর দিয়ে বলেন, বাংলায় তিনি NRC চালু করতে দেবেন না। তিনি পাহাড়ের অশান্তির জন্য BJP-কে দায়ি করেন।

দেওয়ানদিঘি, ২৩ এপ্রিল : একের পর এক হিন্দু মন্ত্র আওড়ে নরেন্দ্র মোদিকে নাম না করে চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, "হবে নাকি কম্পিটিশন?" গতকাল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সঙ্ঘমিতার সমর্থনে বর্ধমানের দেওয়ানদিঘিতে জনসভা করেন মমতা । সেই সভা থেকেই তিনি মোদিকে কার্যত চ্যালেঞ্জ করে ভাষণ দেওয়ার সময় একের পর এক কালী, লক্ষ্মী, সরস্বতী, শিবের মন্ত্র আওড়ে গেলেন। পাশাপাশি বললেন, "আমার মোদি-মন্ত্র জানার প্রয়োজন নেই ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

BJP ধর্মের নামে ভোট আদায়ের চেষ্টা করছে। ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদের চেষ্টা করছে, এই অভিযোগ তুলে মমতা বলেন, "আমি নিজে হিন্দু। আমি প্রতিদিন পুজো করার সময় মন্ত্র পড়ি।" এরপরই তিনি একাধিক মন্ত্র পাঠ করে মোদির নাম না করে বলেন, "হবে নাকি কম্পিটিশন?" এছাড়াও BJP-কে তিনি "অশুভ শক্তি" বলে কটাক্ষ করেন । BJP-র অস্ত্র মিছিলের সমালোচনা করে তিনি বলেন, " মা দুর্গার হাতে অস্ত্র আছে কারণ তিনি অসুর বধ করেছিলেন। অশুভ শক্তিকে বধ করেছিলেন । এরা নিজেরাই অশুভ শক্তি । হাতে গদা, তরোয়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছে । মাথায় ফেট্টি বাঁধছে । গুন্ডাদের টাকা দিচ্ছে । বোমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে । "

BJP-র বাংলা দখলের স্বপ্নকেও মমতা তাচ্ছিল্য করে বলেন, "BJP বলছে বাংলা নেব । তোরা ছাই নিবি ।" মোদি ও অমিত শাহকে তিনি জগাই- মাধাই বলে কটাক্ষ করেন । অমিত শাহকে নাম না করে 'গব্বর সিং' বলেন তিনি । শুধু তাই নয়, আগাম দিল্লি জয়ের বার্তা দিয়ে তিনি বলেন, "কেন্দ্রে আর মোদি সরকার আসছে না । লোকসভা ভোটের পর মোদি ও অমিত শাহ সাইনবোর্ড হয়ে যাবে। বাংলাই দিল্লি দখল করবে। আগামীদিনে তৃণমূল কংগ্রেস দিল্লিতে সবাইকে নিয়ে সরকার গঠন করবে ।"

মমতা আরও বলেন, "ভোট কিনতে BJP টাকা ছড়াচ্ছে। মোদি ও অমিত শাহ সবাইকে ভয় দেখাচ্ছে। শুধু তৃণমূলই তাঁদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে ।" সভায় তিনি জোর দিয়ে বলেন, বাংলায় তিনি NRC চালু করতে দেবেন না। তিনি পাহাড়ের অশান্তির জন্য BJP-কে দায়ি করেন।

Intro:ভাতার ও মন্তেশ্বরে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর

সন্তোষ দাস, ভাতার


চতুর্থ দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ও ভাতারে এলো কেন্দ্রীয় বাহিনী।মন্তেশ্বর ও ভাতার থানার পুলিশ আধিকারিকদের নিয়ে শুক্রবার বিভিন্ন এলাকায় রুটমার্চ করলেন কেন্দ্রীয় বাহিনী।স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথ এলাকায় এইদিন বন্দুক হাতে ভারী বুটের আওয়াজ শুনতে পেলেন স্থানীয় বাসিন্দারা।
মন্তেশ্বর থানার ওসি সৈকত মন্ডল বলেন,শুক্রবার মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রাম,মামুদপুর,রাইগ্রাম,কুলুট,সমসপুর,পুটশুড়ি,পাতুন,মৌসা,মালডাঙ্গা,শুশুনিয়া মন্তেশ্বর এলাকায় রুট মার্চ করেন এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।বাহিনী আশায় খুশি এইসব গ্রামের মানুষজন,ভোট শান্তিতে করতে আরও বাহিনীর দাবি জানান গ্রামবাসীরা।
অন্যদিকে ভাতার ব্লক জুড়েও চললো কেন্দ্র বাহিনীর রুট মার্চ।আগামী ২৯ শে এপ্রিল লোকসভা ভোটকে মাথায় শুক্রবার ভাতার ব্লক জুড়ে চলল কেন্দ্র বাহিনীর রুট মার্চ।এখানে উপস্থিত ছিলেন ভাতার ব্লকের ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব বন্দ্যোপাধ্যায়।ভাতারের ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানান, প্রথমে ওর গ্রাম থেকে শুরু হয়েছে আমাদের এই রোড মার্চের কর্মসূচি।এরপর শিকারপুর ,দেবপুর, রামপুর, ঝারুল, মহাতা, এই সমস্ত জায়গায় রুট মার্চ করবে আমাদের এই কেন্দ্র বাহিনী।এই কেন্দ্র বাহিনী কে দেখতে রাস্তার দুই পাশে প্রচুর ভিড় জমে।শিকারপুর গ্রামের এক ব্যক্তি জানান আমাদের এখানে ভোট খুব শান্তিপূর্ণ ভাবেই হয়।এবার কেন্দ্র বাহিনী দিলে আরো শান্তিপূর্ণভাবে ভোট হবে এখানে।সবাই ভোট দিতে যাই আমার এলাকায়।Body:ভাতার ও মন্তেশ্বরেConclusion:রুটমার্চ
Last Updated : Apr 23, 2019, 4:21 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.