ETV Bharat / briefs

পারলে 'বন্ধু' বাংলাদেশকে জল দিতাম, তিস্তা প্রসঙ্গে অবস্থান স্পষ্ট মমতার - tista

তিস্তার জল বাংলাদেশকে না দেওয়ায় নিজের অবস্থানে ফের অনড় থাকার আভাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 2, 2019, 6:58 PM IST

Updated : Jul 2, 2019, 7:10 PM IST

কলকাতা, 2 জুলাই: তিস্তার জল নিয়ে ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিস্তার জল বাংলাদেশকে দিতে না পারার বিষয়টি আবারও হাবেভাবে বুঝিয়ে দিলেন তিনি ।

আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, " তিস্তার জল দিতে পারিনি বলে বাংলাদেশ আমাদের ইলিশ দেওয়া বন্ধ করে দিয়েছিল। তিস্তার জল নিয়ে ওদের দুঃখ আছে ।" এরপরই বাংলাদেশকে 'বন্ধু দেশ' আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, 'পারলে দিতাম' ।

তিস্তার জল নিয়ে বিতর্ক কম হয়নি। UPA জমানা থেকে শুরু হওয়া তিস্তার জলবণ্টন ইশু পৌঁছেছে NDA জমানাতেও । বেশ কয়েক দফায় দিল্লি এবং ঢাকা বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি । প্রতিবারই আলোচনা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনড় সিদ্ধান্তে সমাধান সূত্র বেরোয়নি। মমতার অবস্থান নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । একাধিকবার মমতার সঙ্গে আলোচনা করেও রফাসূত্র বার করতে না পারার জন্য হতাশাও চেপে রাখতে পারেননি তিনি ।

মনমোহন থেকে মোদি প্রত্যেকের আমলেই তিস্তার জলবণ্টন কাঁটার মতো হয়ে রয়েছে। শুধুমাত্র মমতার আপত্তির কারণেই এটি এখনও সম্ভব হচ্ছে না । মঙ্গলবার বিধানসভায় মৎস্য দফতর সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এই তিস্তা নিয়ে নিজের অবস্থান জানিয়ে দিলেন মমতা । তিস্তার জল কোনওভাবেই বাংলাদেশকে দেওয়া সম্ভব নয় তা আরও একবার বুঝিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী ।

কলকাতা, 2 জুলাই: তিস্তার জল নিয়ে ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিস্তার জল বাংলাদেশকে দিতে না পারার বিষয়টি আবারও হাবেভাবে বুঝিয়ে দিলেন তিনি ।

আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, " তিস্তার জল দিতে পারিনি বলে বাংলাদেশ আমাদের ইলিশ দেওয়া বন্ধ করে দিয়েছিল। তিস্তার জল নিয়ে ওদের দুঃখ আছে ।" এরপরই বাংলাদেশকে 'বন্ধু দেশ' আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, 'পারলে দিতাম' ।

তিস্তার জল নিয়ে বিতর্ক কম হয়নি। UPA জমানা থেকে শুরু হওয়া তিস্তার জলবণ্টন ইশু পৌঁছেছে NDA জমানাতেও । বেশ কয়েক দফায় দিল্লি এবং ঢাকা বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি । প্রতিবারই আলোচনা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনড় সিদ্ধান্তে সমাধান সূত্র বেরোয়নি। মমতার অবস্থান নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । একাধিকবার মমতার সঙ্গে আলোচনা করেও রফাসূত্র বার করতে না পারার জন্য হতাশাও চেপে রাখতে পারেননি তিনি ।

মনমোহন থেকে মোদি প্রত্যেকের আমলেই তিস্তার জলবণ্টন কাঁটার মতো হয়ে রয়েছে। শুধুমাত্র মমতার আপত্তির কারণেই এটি এখনও সম্ভব হচ্ছে না । মঙ্গলবার বিধানসভায় মৎস্য দফতর সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এই তিস্তা নিয়ে নিজের অবস্থান জানিয়ে দিলেন মমতা । তিস্তার জল কোনওভাবেই বাংলাদেশকে দেওয়া সম্ভব নয় তা আরও একবার বুঝিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী ।

Intro:


কলকাতা, ২ জুলাই : তিস্তার জল দিতে পারিনি বলে বাংলাদেশ আমাদের ইলিশ দেওয়া বন্ধ করে দিয়েছিল। তিস্তার জল নিয়ে ওদের দুঃখ আছে। বাংলাদেশ বন্ধু দেশ। পারলে দিতাম। ঠিক এভাবে তিস্তা নিয়ে আবারও আজ বিধানসভায় নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।



Body:

তিস্তার জল বন্টন নিয়ে দীর্ঘ দিন ধরেই চাপান উতোর চলছে ভারত - বাংলাদেশের মধ্যে। বাংলাদেশকে জল দিলে উত্তরবঙ্গে জলসঙ্কট হতে পারে মনে করেই জল দিতে নারাজ বাংলার মুখ্যমন্ত্রী। আজ আবারও বিধানসভায় তিস্তার প্রসঙ্গ তুললেন মমতা। মাছ নিয়ে প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী বললেন, বাংলার মানুষেরা মাছে ভাতে থাকে । তিস্তার জল দেওয়া হয়নি বলে বাংলাদেশ একসময় ইলিশ মাছ সরবরাহ করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমাদের উপায় নেই। বাংলাদেশ বন্ধু দেশ। জল না দেওয়াই ওদের দুঃখ রয়েছে।
। বাঙালিরা মাছে ভাতে থাকে । বাংলাদেশ একসময় ইলিশ মাছ বন্ধ করে দিয়েছিল। ইলিশের চাহিদার জন‍্য ডাইমন্ড হারবারে ইলিশ রিসার্চ সেন্টার করেছি । সারা পৃথিবীতে আমরাই সরবরাহ করতে পারব।

Conclusion:
Last Updated : Jul 2, 2019, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.