কলকাতা, 2 জুলাই: তিস্তার জল নিয়ে ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিস্তার জল বাংলাদেশকে দিতে না পারার বিষয়টি আবারও হাবেভাবে বুঝিয়ে দিলেন তিনি ।
আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, " তিস্তার জল দিতে পারিনি বলে বাংলাদেশ আমাদের ইলিশ দেওয়া বন্ধ করে দিয়েছিল। তিস্তার জল নিয়ে ওদের দুঃখ আছে ।" এরপরই বাংলাদেশকে 'বন্ধু দেশ' আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, 'পারলে দিতাম' ।
তিস্তার জল নিয়ে বিতর্ক কম হয়নি। UPA জমানা থেকে শুরু হওয়া তিস্তার জলবণ্টন ইশু পৌঁছেছে NDA জমানাতেও । বেশ কয়েক দফায় দিল্লি এবং ঢাকা বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি । প্রতিবারই আলোচনা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনড় সিদ্ধান্তে সমাধান সূত্র বেরোয়নি। মমতার অবস্থান নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । একাধিকবার মমতার সঙ্গে আলোচনা করেও রফাসূত্র বার করতে না পারার জন্য হতাশাও চেপে রাখতে পারেননি তিনি ।
মনমোহন থেকে মোদি প্রত্যেকের আমলেই তিস্তার জলবণ্টন কাঁটার মতো হয়ে রয়েছে। শুধুমাত্র মমতার আপত্তির কারণেই এটি এখনও সম্ভব হচ্ছে না । মঙ্গলবার বিধানসভায় মৎস্য দফতর সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এই তিস্তা নিয়ে নিজের অবস্থান জানিয়ে দিলেন মমতা । তিস্তার জল কোনওভাবেই বাংলাদেশকে দেওয়া সম্ভব নয় তা আরও একবার বুঝিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী ।